Ma Betar khunsuti Vlog

Ma Betar khunsuti Vlog My main goal is to spend a quality time with my son. I want to keep it as a memory & share with you

যারা এখনও আমার পেজে ফলো দেন নাই।  দয়া করে পেজে ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। শুভ অপরাহ্ন
19/07/2025

যারা এখনও আমার পেজে ফলো দেন নাই। দয়া করে পেজে ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। শুভ অপরাহ্ন

মানুষ পারেনা এমন কিছুই পৃথিবীতে নেই...শুধু পারেনা, সম্পর্কের শুরুতে যেমন থাকে, আজীবনতেমন থাকতে.!🖤😇
18/07/2025

মানুষ পারেনা এমন কিছুই পৃথিবীতে নেই...
শুধু পারেনা, সম্পর্কের শুরুতে যেমন থাকে, আজীবন
তেমন থাকতে.!🖤😇

17/07/2025

যে ১০ টি আমল যে কোন বালা মুসিবত ও বিপদ থেকে অবশ্যই মুক্তি দিবে-

তাওবাহ!

কুরআনে আছে , যে কোন বিপদ গুনাহের কারণে হয়ে থাকে।
"মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে যাতে তিনি তাদেরকে তাদের কোন কোন কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা (অসৎ পথ হতে) ফিরে আসে।" - [ সূরা রুম - ৪১ ]
গুনাহ থেকে তাওবাহ মানুষ কে বিপদ থেকে মুক্তি দান করে।

তাকওয়া!

‘যে কেউ আল্লাহতায়ালার ব্যাপারে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার জন্য সঙ্কট থেকে উত্তোরণের কোনো পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা তার ধারণারও বাইরে।’ –সূরা তালাক: ২

তাওয়াক্কুল!

‘‘আর যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, তিনিই তার জন্যে যথেষ্ট।’’ [সূরা আত-তালাক, আয়াত: ৩]

সবর ও সলাত!

আল্লাহ্‌ তা'আলা ই কুরআনে বলেছেন, সবর ও সলাতের মাধ্যমে সাহায্য চাইতে।
'হে মুমিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সহিত আছেন। ' (সুরা-২ বাকারা, আয়াত: ১৫৩)।

দুয়া!

যে কোন বিপদাপদ কাটিয়ে আল্লাহর কাছে দুয়া করা অত্যন্ত কার্যকর। হাদিসে আছে,
সালমান (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দু'আ ব্যতীত অন্য কোন কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত অন্য কোন কিছুই হায়াত বাড়াতে পারে না।
তিরমিযী ২১৩৯, হাদীস সম্ভার ৩৬৪৪ সহীহুল জামে’ ৭৬৮৭) সহিহাহ ১৫৪ ইবনে মাজাহ ৯০-৪০২২ আহমাদ ২১৮৮১, ২১৯০৭, ২১৯৩২

ইস্তিগফার!

‘যে ব্যক্তি নিজের জন্য ‘ইস্তিগফার’ (ক্ষমা প্রার্থনা) আবশ্যক করে নেবে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাইরে। ’ (সুনানে নাসায়ি, হাদিস : ৩৮১৯)

দরুদ!

একজন সাহাবি রাসূলকে বলেছিলেন, তিনি তাঁর উপর সর্বদা দরুদ পাঠ করবেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছিলেন, ‘‘যদি তুমি তাই করো, তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে (প্রয়োজন পূরণ হবে) এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে।’’
[তিরমিযি: ২৪৫৭, হাকিম: ২/৪৫৭, হাদিসটি সহিহ]

দুয়া ইউনুস!

সা’দ ইবনু আবী ওয়াক্কাস (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলার নবী যুন-নূন ইউনুস (আঃ) মাছের পেটে থাকাকালে যে দু’আ করেছিলেন তা হলঃ “ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ- (সূরা আম্বিয়া ৮৭)।
যে কোন মুসলিম লোক কোন বিষয়ে কখনো এ দু’আ করলে অবশ্যই আল্লাহ তা’আলা তার দু’আ কবুল করেন। [তিরমিজি ৩৫০৫]

সদাকাহ!

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাকাহ আল্লাহ তা'আলার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু রোধ করে।

(তিরমিজি ৬৬৪)

একটা আ'ঘা'ত সারিয়ে উঠার আগেই নতুন করে আরেকটা আ'ঘা'ত এসে ক্ষত বিক্ষ"ত করে দেয় আমায়..!
17/07/2025

একটা আ'ঘা'ত সারিয়ে উঠার আগেই নতুন করে আরেকটা আ'ঘা'ত এসে ক্ষত বিক্ষ"ত করে দেয় আমায়..!

কার কার এই অবস্থা।
17/07/2025

কার কার এই অবস্থা।

তুমি শেষ বিকেলের বিষন্ন মেঘ জমা আকাশের মতই ভয়ঙ্কর সুন্দর।  আমার দুষ্টু মিষ্টি বাবাটা।।
17/07/2025

তুমি শেষ বিকেলের বিষন্ন মেঘ জমা আকাশের মতই ভয়ঙ্কর সুন্দর। আমার দুষ্টু মিষ্টি বাবাটা।।

বলেন তো এটা কি 🤔 যারা চিনতে পারবে আমি মনে করি তাদের শৈশব অনেক সুন্দর ছিলো ❤️❤️❤️
16/07/2025

বলেন তো এটা কি 🤔 যারা চিনতে পারবে আমি মনে করি তাদের শৈশব অনেক সুন্দর ছিলো ❤️❤️❤️

দেহের ভালোবাসা এক না একদিন ফুরিয়ে যাবে কিন্তু মনের ভালবাসা ফুরাবে না কোন দিন।
16/07/2025

দেহের ভালোবাসা এক না একদিন ফুরিয়ে যাবে কিন্তু মনের ভালবাসা ফুরাবে না কোন দিন।

🤱👨‍🍼👩‍🍼
16/07/2025

🤱👨‍🍼👩‍🍼

শুভ সকাল
16/07/2025

শুভ সকাল

🌌 A Magical Sky Dance – July 16, 2025 🌙🔭On the night of July 16, 2025, the sky turns into a cosmic ballroom! The Moon al...
15/07/2025

🌌 A Magical Sky Dance – July 16, 2025 🌙🔭

On the night of July 16, 2025, the sky turns into a cosmic ballroom! The Moon aligns gracefully with Saturn and Neptune in a rare celestial waltz. This stunning event brings together the glowing crescent Moon, Saturn’s iconic rings, and Neptune’s deep blue shimmer in one breathtaking view.

📍 Best time to observe: After midnight, look toward the eastern sky.
🔭 Tip: Saturn is visible to the naked eye, while Neptune requires a telescope.

Don’t miss this extraordinary alignment — step outside and let the universe put on a show! 💫

Life is short.😶
15/07/2025

Life is short.😶

Address

Maghbazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ma Betar khunsuti Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ma Betar khunsuti Vlog:

Share

Category