DarKak Film House

DarKak Film House Learn to love without selfishness content creator

তুমি না আসলে হয়তো জানতেই পারতাম না যে আমিও কাউকে এতটা ভালোবাসতে পারি 🌸
31/07/2025

তুমি না আসলে হয়তো জানতেই পারতাম না যে আমিও কাউকে এতটা ভালোবাসতে পারি 🌸

🌸
30/07/2025

🌸

29/07/2025

আমি তোমার জন্য অপেক্ষা করবো,, কিন্তু কোন আওয়াজ করবো না। আমার লেখা সব লাইন তোমার জন্য লিখবো,, কিন্তু তোমার নাম নেবো না 🌸

28/07/2025

আসলে চরিত্রহীন তো আমি দেখো তুমি অন্য কারো জেনেও
আমি তোমাকে ভালোবেসে যাচ্ছি কোনও ভালো মানুষ কি কখনো
অন্য কারো ভালোবাসার মানুষকে ভালবাসতে পারে। নাকি তাকে নিয়ে সপ্ন দেখে 😔

মরার জন্য বিষ লাগে না একজনের মায়ায় পরে দেখো তার অভাবেই মারা যাবে 😔
27/07/2025

মরার জন্য বিষ লাগে না একজনের মায়ায় পরে দেখো তার অভাবেই মারা যাবে 😔

26/07/2025

আমারেও রাইখ্যা দিয়েন, যেমনে মুখের উপড়ে আইয়া পড়া বিরক্তিকর চুলগুলা গুইজা রাইখ্যা দেন আপনের কানের পাশে!❤️

আপনি আমার শরীরের প্রতিটা শিরায় শিরায় ক্যান্সারের মতো ছড়াইছেনআপনাকে ছেড়ে কেমনে থাকি বলেন 🌸
26/07/2025

আপনি আমার শরীরের প্রতিটা শিরায় শিরায় ক্যান্সারের মতো ছড়াইছেন
আপনাকে ছেড়ে কেমনে থাকি বলেন 🌸

25/07/2025

ভালোবাসার মানুষটাকে বুঝতে পারলে ভালোবাসা সুন্দর 🌸

চেনা যায় জুনায়েদ পলককে। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী। এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে...
24/07/2025

চেনা যায় জুনায়েদ পলককে। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

@ রাজনীতি বড়ই কুটিল খেলা!
Copied
এটাই ইতিহাসের শিক্ষা যে , কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না' ।

যতদিন আপনি দিতে পারবেন মানুষের জন্য করতে পারবেন ততদিন মানুষ থাকবে। স্বার্থ ফুরালেই মানুষ বদলে যায়। আপনি কি দিলেন তার জন্য কি করলেন কতটুকু ভালবাসলেন সব তুচ্ছ হয়ে যাবে। তখন আপনার খারাপ দিকগুলো মনে রাখবে ভালো দিকগুলো তার মনে পরবে না। এইটাই মানুষ এইটাই আমরা!! মনে রাইখেন নিয়তির খেলা বড় অদ্ভুত 😔

Address

Moghbazar, Dhaka
Maghbazar
1217

Telephone

+8801870662681

Website

Alerts

Be the first to know and let us send you an email when DarKak Film House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

DARKAK FILM HOUSE

Welcome To page Of

>>>>>>DAR-KAK

_____FILM HOUSE________

*****RECORD-LEVEL*********