FRESH LOOK

FRESH LOOK Fresh Look Modeling & Casting Agency has been quietly establishing a reputation as one of leading Modeling & Casting Agency company in Bangladesh.

All kinds of Media Productions...
Our Services : • We Provide Casting all Sector of Media Works • Helping in Modeling & Acting • Photographic Services & Equipment • Making Portfolio • Indoor & Outdoor Shoot • Fashion House Shoot • TVC • TV Shows • Reality Show • Documentary Film • Music Video • Drama • Short Film • Film • Event Management •

Contact:
Arif Khan
CEO
Fresh Look Modeling & Casting Agency
E-mail: [email protected]
Cell # 01616665456

12/07/2025

We're looking for male actors aged 22 to 24 years for an OVC.
Interested candidates, contact us via WhatsApp: +8801616665456

29/06/2025

নোটিশ

সাবেক শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

প্রিয় সাবেক শিক্ষার্থীবৃন্দ,

ফ্রেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন (ফিফট) এর পক্ষ থেকে আপনাদের জানানো যাচ্ছে যে, নিয়মিত অভিনয়চর্চা, চলমান প্রজেক্টে অংশগ্রহণ, গাইডলাইন প্রদান এবং পারফর্মিং স্কিল উন্নয়নের উদ্দেশ্যে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে আপনাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য হয়ে উঠেছে।

ফিফট-এর সকল শিক্ষার্থীকে আরও দক্ষ, সচেতন ও পেশাদার করে তুলতে এবং তাদের অভিনয়জীবনকে একধাপ এগিয়ে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে আপনাদের সবার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন জরুরি।

সেই অনুযায়ী, আগামী ৩ জুলাই এর মধ্যে সকল সাবেক শিক্ষার্থীকে ফিফট-এর সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ না করলে ভবিষ্যৎ কার্যক্রমে অংশগ্রহণে জটিলতা দেখা দিতে পারে।

যা করতে হবে:
• আগামী ৩ জুলাইয়ের মধ্যে ফিফট অফিস, নির্ধারিত ফোন নাম্বারে যোগাযোগ করুন।
• আপনার বর্তমান অবস্থা ও কাজের আপডেট দিন।
• আগামীর পরিকল্পনার অংশ হতে প্রস্তুতি নিন।

অভিনয় একটি ধারাবাহিক চর্চা ও দায়িত্বশীলতার শিল্প। আপনারা যারা ইতিপূর্বে ফিফট-এর অংশ ছিলেন, তাদের প্রতি আমাদের অগাধ আস্থা রয়েছে—আপনারা নিজেদের উন্নয়নের এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাবেন।

দ্রুত যোগাযোগের অনুরোধ রইলো।

ধন্যবাদান্তে,

আরিফ খান Arif Khan
পরিচালক
ফ্রেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন (ফিফট)
মোবাইল: 01616-665456 / 01911-887844

Looking for Male & Female Actors for Web Series.Age range - 15 to 50 yearsArtist should be good looking, talented & smar...
28/06/2025

Looking for Male & Female Actors for Web Series.
Age range - 15 to 50 years
Artist should be good looking, talented & smart
Interested candidate contact our WhatsApp Number: +88 01616665456

26/06/2025

Campaign: Break Station - "সেরা ব্রেক, সবসময়"
Agency: MADLY Limited
Director: John AwVi
DOP: Sudhir Das
Executive Producer: Leo Limon
Producer: J.h. Parthø
First AD: Mushfek Manzoor
AD: Rahat Mohammad Ranmo
Light Gaffer: Rubel
Costume Assistant: Neha
Focus Puller: Kakon
Light Support: Alo Mohol
Production manager: Rana Sarkar
Postproduction: Rejaul Raju
Music Director: Rakil Alam
Sound Engineer: Bau La Nazmul
Casting Director: Arif Khan
Casting Agency: FRESH LOOK
Talents: Anto Azad, Arif Khan, Radwan Hossain, Shaheer Ripon

19/06/2025

Looking for 22 to 45 yrs Male Actors for OVC. Interested persons plz send ur recent pictures, details & previous work link.
WhatsApp: +8801616665456

🎬 অভিনয় অথবা পরিচালনায় ক্যারিয়ার গড়তে আগ্রহী নতুন মুখ খুঁজছি!আপনি কি সত্যিই মিডিয়াতে নিজের অবস্থান গড়তে চান?আপনি কি অভিন...
14/06/2025

🎬 অভিনয় অথবা পরিচালনায় ক্যারিয়ার গড়তে আগ্রহী নতুন মুখ খুঁজছি!

আপনি কি সত্যিই মিডিয়াতে নিজের অবস্থান গড়তে চান?

আপনি কি অভিনয় অথবা পরিচালনায় আগ্রহী, এবং নিজেকে প্রস্তুত করতে সময় দিতে প্রস্তুত?

আপনার যদি সিরিয়াস মনোভাব, পরিশ্রম করার ইচ্ছা এবং ভবিষ্যৎ গড়ার লক্ষ্য থাকে — তাহলে এই সুযোগ আপনার জন্য।

আমরা খুঁজছি কিছু প্রতিশ্রুতিশীল ছেলে ও মেয়ে, যারা মিডিয়াতে অভিনয় কিংবা পরিচালকের পথে এগোতে চান পেশাদারভাবে।

📩 আগ্রহীরা দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনার নাম, বয়স ও আগ্রহের দিক (অভিনয়/পরিচালনা) উল্লেখ করে।

🎥 এখনই শুরু হোক আপনার স্বপ্নের যাত্রা!

যোগাযোগ:
হোয়াটসঅ্যাপ নাম্বার: 01911-887844 / +8801616665456

#অভিনয় #পরিচালনা #মিডিয়াক্যারিয়ার #নতুনপ্রতিভা

13/06/2025

শুরু হতে যাচ্ছে বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকের শুটিং। ভর্তি হলে থাকছে অভিনয়ের সুযোগ। যোগাযোগ: +8801616665456

"ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক জীবন, ফিরে আসুক সুস্থতা ও সমৃদ্ধি।পবিত্র ঈদ উল আযহায় FRESH LOOK পরিবারের পক্ষ থেকে সকলকে জা...
07/06/2025

"ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক জীবন, ফিরে আসুক সুস্থতা ও সমৃদ্ধি।
পবিত্র ঈদ উল আযহায় FRESH LOOK পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।"

গর্বের মুহূর্ত 🌟ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড - ২০২৫ পেলেন “ফিফট” এবং “ফ্রেশ লুক” এর পরিচালক ও দেশের অন্যতম কাস্টিং ড...
01/06/2025

গর্বের মুহূর্ত 🌟

ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড - ২০২৫ পেলেন “ফিফট” এবং “ফ্রেশ লুক” এর পরিচালক ও দেশের অন্যতম কাস্টিং ডিরেক্টর আরিফ খান।

বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে নিরলস পরিশ্রম, সৃজনশীল নেতৃত্ব এবং বিশিষ্ট অবদানের স্বীকৃতিস্বরূপ “ফিফট” এবং “ফ্রেশ লুক” –এর পরিচালক ও দেশের অন্যতম কাস্টিং ডিরেক্টর আরিফ খান অর্জন করেছেন “ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড - ২০২৫”।

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ট্র্যাব) আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাকে “সেরা কাস্টিং ডিরেক্টর” হিসেবে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)–এর মহাসচিব কাদের গণি চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)–এর ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিএফইউজে)–এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সঙ্গে ছিলেন আরও বহু গুণী মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক।

চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে প্রতিভাবান অভিনয়শিল্পীদের আবিষ্কার ও তুলে ধরার পেছনে আরিফ খান’র অবদান আজ সর্বজনবিদিত। তার এই অর্জন শুধু ব্যক্তিগত গৌরব নয়, বরং বাংলাদেশের অডিওভিজ্যুয়াল ইন্ডাস্ট্রির জন্য এক গর্বের মুহূর্ত।

“ফ্রেশ লুক” পরিবার এই অসাধারণ স্বীকৃতিতে আপ্লুত এবং “ট্র্যাব” কর্তৃপক্ষের প্রতি জানায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।





আজকের এই বিশেষ দিনে, “ফ্রেশ লুক” পরিবারের পক্ষ থেকে আমরা গুণী চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, গীতিকার ও বিজ্ঞাপন নির্...
29/05/2025

আজকের এই বিশেষ দিনে, “ফ্রেশ লুক” পরিবারের পক্ষ থেকে আমরা গুণী চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, গীতিকার ও বিজ্ঞাপন নির্মাতা প্রিয় অনম বিশ্বাস ভাইকে জানাই আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা 🎉

“আয়নাবাজি” চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সৃজনশীল ব্যক্তিত্ব “দেবী”, “দুই দিনের দুনিয়া” “ভাইরাস” এবং “রঙিলা কিতাব” এর মতো প্রশংসিত প্রজেক্টের মাধ্যমে আমাদের মুগ্ধ করেছেন। ২৬তম মেরিল প্রথম আলো পুরস্কার এ সেরা ওয়েব সিরিজের এওয়ার্ড জিতছে "রঙিলা কিতাব"। গীতিকার হিসেবেও তিনি “টেকা পাখি” এবং আইসিসি টি-২০ বিশ্বকাপের থিম সং “চার ছক্কা হই হই” এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন। বিজ্ঞাপন জগতেও অনম বিশ্বাসের অবদান উল্লেখযোগ্য।

আপনার সৃষ্টিশীলতা আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনার আগামীর পথ হোক আরও সাফল্যময় ও সমৃদ্ধ।

শুভ জন্মদিন, প্রিয় অনম বিশ্বাস! ভাই 🎉

Address

Maghbazar

Alerts

Be the first to know and let us send you an email when FRESH LOOK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FRESH LOOK:

Share