Lina tahmina

Lina tahmina I am a vlogger, i have a YouTube channel Lina Sky . Working for healthy lifestyle content writer

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest amo...
23/07/2025

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest among my fans!
Thanks dear friends 😘

15/07/2025

Beautiful Maldives 💜
ᩣシ

হোক প্রতিবাদ। ঘৃনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। ছিঃ
12/07/2025

হোক প্রতিবাদ। ঘৃনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। ছিঃ

মানুষ উপরে এক ভেতরে অন্য________        মানুষ একমাত্র প্রাণী যে তার ভেতরটা লুকাইতে পারে।      ছোট্ট বেলায় বাবা মা শিখিয...
11/07/2025

মানুষ উপরে এক ভেতরে অন্য
________
মানুষ একমাত্র প্রাণী যে তার ভেতরটা লুকাইতে পারে।
ছোট্ট বেলায় বাবা মা শিখিয়েছিল সব জায়গায় সব কথা বলতে নাই। না বললে যে কষ্ট সেটা শেখায়নি।
যাই হোক আজকাল ছেলে মেয়েরা মোটামুটি সব বলে দেয় তাদের পেটের ভেতর গোপন কথা থাকে না এবং আমি মনে করি এটাই ভালো।
আমি ছোট বেলায় বাসু মামার আম্মা নানি(আমার আপন নানি মনে করি যাকে),সেই নানীর কাছ থেকে যত রকমের গালি আছে শিখেছি।
যখন হলে উঠি আমার পুরান ঢাকার বান্ধবী এমন সব গালি দেয় বাপের জন্মে ওমন শব্দ শুনি নাই। মনে মনে নিজের উপর রাগ হয় কারণ আমি যত বাজে গালিই দেই ওদের গালির কাছে শুদ্ধ ভাষা।
আমি ছিলাম পড়ুয়া ,ঘরে দিনের পর দিন গল্পের বই নিয়ে কাটানো মায়ের আদরের নেকু বাচ্চা।
আমার যতো অন্যায় আবদার ছিল নানির কাছে।গাছে চড়া, পুকুরে ঘন্টার পর ঘন্টা গোসল, নানি পুকুর এর চারপাশে হাঁটত আর বলতো এইবার ওঠ ।দেখিস তর মায় জানলে আমারে শেষ কইরা দিবে ।
অতঃপর ছুটিতে মাদারীপুর গিয়ে নানি কে খুলে বললাম পুরান ঢাকার আমার খুব ভালো বান্ধবী হয়েছে ,কিন্তু তাদের মুখের ভাষাও আমার গালি কে হার মানায়। ঝগড়া লাগলে আমি কো কথাতেই পারি না।
নানি বললো আমার নাতনি হয়ে তুই গালিতে হার মানবি এ কেমনে? শুরু হলো গালি শেখার ক্লাস। নানি বলে বল মা_ আমি ফিসফিস করে বললাম 🤣 নানি রেগে এতো আস্তে বললে তুমি ফেল। জোরে বলো আমি আর একটু জোরে বলি আর চারপাশে তাকাই সে কি লজ্জা 😭
এভাবে অনেক গালি শিখলাম। কিন্তু সমস্যা হলো গালি প্র্যাকটিস করবো কার উপর? বাসায় বাবা,মা, সবার ভয়ে আমি এক কর্নার রুমে থাকি দরজাও খুলি না।এই অবস্থায় গালি দিবো এমন পরিবেশ নেই।নানি শিখিয়ে দিলো তোর সাথে যে কাজের মেয়েটা থাকে ওকে সবসময় গালি দিয়ে ডাকবি যখন বাসায় কেউ থাকবেনা।
আমার কাজের মেয়েটা আর আমার বয়স কাছাকাছি ও আমাকে আপু ডাকে। ওকে দিলাম এক ডাক ও শুনলো না 🤣 ও কল্পনা ই করতে পারে না এই বাজে ভাষায় আমি ওকে ডাকবো। আবার জোরে জোরে ডাকলাম। দৌড়ে ঘাবড়ে গেলো।
তারপর সবসময় ওকে নানুর শেখানো গালি গুলি দিতে লাগলাম।একটু কাজ না পারলে গালি, দেরিতে এলে গালি, কোন ভুল করলে গালি।
এখন ও বলে লিনাপু আপনে আমারে সবসময় গালিদেন কেন আপু? আমি বললাম তুই বুঝবি না ঢাকায় একটা প্রতিযোগিতা আছে কে কত গালি দিতে পারে তরে দিয়া প্রাকটিস করতেছি।
হেললেইগাইতো কই আফু জীবনে একটা জোরে ডাক দেয় না আফু আমারে এতো গাইলায় কেন।
যাই হোক হলে এসে অভ্যাস বসত রুমের বড় আপুকে ডাক দিলাম গালি দিয়ে 😭উনিতো লজ্জায় লাল।বলে লিনা এ কি অবস্থা তোমার?
তখন সব খুলে বললাম দেখো ঐ পুরান ঢাকার বান্ধবী গুলো রুমে আসে। কি পরিমান গালি দেয় আমি পারি না,তাই এবার একদম নানির কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসছি।
অন্য হলের মেয়েরাও এখন আমার কাছে আসে আমি শিখিয়ে দেই কোড নেমে গালি ।রাস্তায় দেখা হলে একজন আরেকজনকে গালি দিয়ে সম্বোধন।
ঐদিন গুলো চমৎকার ছিল। এখন সবার হাতে হাতে স্মার্টফোন গালি কারো কাছে কোন ব্যাপার না।
আমার মেয়েকে কিছু না পারলে আমি অকথ্য ভাষায় গালি দেই, মেয়ে উত্তর দেয় আম্মু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুই এত ভালো ভালো গালি কোথা থেকে জানিস তার উত্তর হবে একটাই সেটা হচ্ছে তুমি 😭
আমি বললাম মা জানতে দোষ নেই কিন্তু মুখে এনো না।
গালি দেয়ার ব্যাপারে একটা রুলস আছে মেয়েরা মেয়েদের গালি দিবে আর ছেলেরা ছেলেদের।এই নিয়ম ভঙ্গ করলে সে আর যাই হোক আমার বন্ধু না।
আমার মেয়ে বন্ধু খুব কম। মেয়েদের সাথে মিশলে জীবনে শুধু জটিলতাই বাড়ে। আমার ছেলে বন্ধু বেশি তাদের সাথে মিশলে অন্তত আর যাই হোক কুটনামি করা লাগে না। মন থাকে ঝরঝরে।
আমার অনেক ছেলে বন্ধু। তাদের কে আমি ভদ্র ভাষায় গালি দেই এই কুত্তার বাচ্চা ফোন ধরস না কেন? অথবা মরিস নাই , কোথায় গিয়ে মরছিস ? জুতা ঝাড়ু লাঠি, লাত্থি, থাপ্পড় এগুলো ওদের কাছে এখন ভিটামিন 😭
যাই হোক আমার বন্ধু বান্ধবী আমার অনেক প্রিয়।ওরা জানে এই গালি গুলি ভালোবাসা 🥰 🩷
এতো কথা লেখার শানেনজুল হলো আজকাল কার অনেক কে দেখলাম উপর দিয়ে একদম জানের বন্ধু ভেতরে চিচিং ফাঁক।

আমার নিজ হাতে লাগানো মরিচ গাছ শশুর বাড়ীর ব্যাক ইয়ার্ড এ।আমি গ্রামের মেয়ে।চাষ করতে খুব ভালবাসি।       এই মরিচ কিরন প্ল...
30/06/2025

আমার নিজ হাতে লাগানো মরিচ গাছ শশুর বাড়ীর ব্যাক ইয়ার্ড এ।
আমি গ্রামের মেয়ে।চাষ করতে খুব ভালবাসি।
এই মরিচ কিরন প্লেনে করে ঢাকায় আসিয়াছে আমার জন্য।
আমি যখন চলে আসি তখন গাছগুলো ফুল এসেছে ,আমি ভাবিনি এতো ফলন হবে।
সব ই আল্লাহ পাক এর দান।

Friends ❤️ ᩣシ
28/06/2025

Friends ❤️
ᩣシ

23/06/2025

আমার অনেক পছন্দের সপিং
ᩣシ

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ 💜
15/06/2025

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ 💜

🎉 Facebook recognized me as a top rising creator this week!
10/06/2025

🎉 Facebook recognized me as a top rising creator this week!

কিছু কথা ভালোলাগা !করে যায় রচনা 💜
10/06/2025

কিছু কথা ভালোলাগা !
করে যায় রচনা 💜

Address

Maghbazar

Alerts

Be the first to know and let us send you an email when Lina tahmina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lina tahmina:

Share

Category