
19/06/2025
আমাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা আগে কেও দেখেনি! আসলে ইরান যেটা বলছে করছে ও তাই।
এবার তাদের অস্ত্র ভান্ডারে থাকা আরেকটি নতুন অস্ত্রের আঘাত করতে যাচ্ছে অধিকৃত অঞ্চলে
সেটা হলো 'ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েপনস'।
ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েপনস বলতে এমন অস্ত্রকে বোঝায়, যা তরঙ্গ বা চৌম্বকীয় শক্তি ব্যবহার করে শত্রুর ইলেকট্রনিক যন্ত্রপাতি বা সিস্টেম ধ্বংস বা বিকল করতে পারে। এসব অস্ত্র সরাসরি মানুষকে হত্যা করার জন্য নয়, বরং ইলেকট্রনিক ডিভাইস, রাডার, কমিউনিকেশন সিস্টেম, ড্রোন বা ক্ষেপণাস্ত্র অকেজো করে ফেলার জন্য ব্যবহৃত হয়।
যুদ্ধের সময় শত্রুর কমিউনিকেশন সিস্টেম অচল করা ড্রোন বা ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরোধ।গোপন নজরদারি বা গুপ্তচর ডিভাইস নিষ্ক্রিয় করা বিদ্যুৎ এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামো ধ্বংস।
একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে শক্তিশালী ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ তৈরি করে, এর প্রভাবে কম্পিউটার, মোবাইল, রাডার, বিদ্যুৎ লাইন সব কিছু অকেজো হয়ে যায়।খুব শক্তিশালী মাইক্রোওয়েভ তরঙ্গ ছাড়ে, যা শত্রুর ইলেকট্রনিক সিস্টেমকে পুড়িয়ে দিতে পারে।
২০১০ সালে থিঙ্ক ট্যাঙ্কের গবেষণায় উঠে আসে যে ইরান ইলেক্ট্রোম্যাগনেটিক অস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে।তবে কখনও প্রকাশ্যে আসেনি তাদের এই অস্ত্র। ইরান কি তাহলে প্রথম দেশ হিসেবে ই'স'রা'ই'লে এই অস্ত্রের ব্যবহার করবে?
যদি করে তাহলে ক্ষয়ক্ষতি কেমন হবে তার একটি প্রতীকি চিত্র কমেন্টে।