ahornish vloge

ahornish vloge ................আল্লাহ সর্বশক্তিমান.......... , ❤️ইনশাআল্লাহ............... আসসালামু আলাইকুম আমার এই ছোট্র পেজে ৷ আপনাদের সবাইকে সাগতম
(19)

29/08/2025

আজ আমার ঘড়ে চুরি হইছে আমি বুজতে পারতাছি না কি করবো

29/08/2025

প্লিজ সবাই সতরকো হয়ে জান সেয়ার করে দিন এই বিডিও আজ আমার বাসায় চুরি হইছে ৪ লাক্ষ টাকার সরনো নিয়া গেছে

29/08/2025
23/08/2025

ছাদে জাইয়া একটু দুস্টামি #

23/08/2025

বাইরাল বিডিও # #

21/08/2025

ছাদে বসে টিকটক করছে

আলজেরিয়ার এক ব্যক্তি রাতে রাস্তার এক খোলা গর্ত দেখে চিন্তিত হয়ে পড়ে।তিনি ভাবলেন, কেউ গর্তে পড়ে দুর্ঘটনায় না পড়ে – তাই ...
08/08/2025

আলজেরিয়ার এক ব্যক্তি রাতে রাস্তার এক খোলা গর্ত দেখে চিন্তিত হয়ে পড়ে।

তিনি ভাবলেন, কেউ গর্তে পড়ে দুর্ঘটনায় না পড়ে – তাই সতর্ক করতে গর্তে এক মোটা ডাল গেঁথে রাখলেন।

গর্তে আর কেউ পড়ল না, কিন্তু গাছের ডাল দেখে হঠাৎ ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেল।🙂🙂

06/08/2025

আবারও নিয়ে এলাম আপুদের মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি😊😊
🌼🌼 #রসগোল্লা🌼🌼

📌📌উপকরণ:📌📌
এক লিটার দুধের ছানা
ময়দা-১ টেবিল চামচ
গুড়া দুধ -১ টেবিল চামচ
চিনি-১ টেবিল চামচ
সুজি-১ টেবিল চামচ
এলাচ গুড়া-১ চিমটি
বেকিং পাউডার -১/৪ চা চামচ
ঘি-১ চা চামচ

সিরা তৈরি করার জন্য লাগবে:
চিনি-২.৫ কাপ
পানি-২ কাপ

📌📌প্রস্তুত প্রণালী:📌📌
**প্রথমে চুলায় হাড়ি বসিয়ে ১ লিটার ফুল ক্রিম দুধ নিবো।এবার দুধে একটা বলক চলে আসলে চুলার আচ লো করে দিয়ে এতে ১/৪ কাপ পানির সাথে ২ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে ধীরে ধীরে দুধের সাথে মিশিয়ে নিবো।

**কিছুক্ষণের মধ্যেই ছানা কেটে সবুজ পানি বের হবে।চুলার আচ বন্ধ করে সাবধানে ছানা ছেকে নিবো।

**ছানা গুলো ট্যাপের পানিতে ভালো ভাবে ধুয়ে নিবো যাতে ছানায় কোন গরম ভাব না থাকে এবং ভিনেগার এর গন্ধ চলে যায়।
**পাতলা সুতি কাপড়ে ছানা নিয়ে ভালো ভাবে পানি নিংড়ে ২ ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো।

**এবার একটা পাত্রে সমস্ত শুকনো উপকরণ নিয়ে ঘি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিবো।

**এবার ছানা টাকে হাল্কা হাতে ভালো ভাবে ময়ান দিয়ে দলা ভেঙে নিবো এবং স্মুদ করে নিবো।যদি ছানা শক্ত বা শুকনো লাগে তাহলে ১ টেবিল চামচ লিকুইড দুধ ধীরে ধীরে এড করে নরম করে নিবো।
**এখন এই ছানার সাথে সমস্ত শুকনো উপকরণ গুলো ভালো ভাবে মিশিয়ে নিবো যাতে কোথাও কোন দানা ভাব না থাকে।
**কোন ভাবেই জোরে ময়ান দেয়া যাবে না।তাহলে ছানা তেল ছেড়ে দিবে ফলে মিস্টি শক্ত হবে,ফুলবে না।

**ছানার ডো থেকে ১০ টি সমান ভাগ করে মিস্টি বানিয়ে নিবো,এবং প্রতিটি মিস্টির উপর খুব ভালো ভাবে মসৃণ হতে হবে।
**চুলায় মাঝারি সাইজের(২০ সেন্টিমিটার) এর একটা গর্ত যুক্ত হাড়ি নিয়ে এতে চিনি এবং পানি দিয়ে সিরা করে নেই।সিরায় বলক আসলে ছানার বল গুলো দিয়ে ঢেকে হাই হিটে ৫ মিনিট রান্না করি।

**এবার ঢাকনা খুলে খুব আলতো ভাবে মিস্টি গুলো নেড়ে আবারও ৫ মিনিটের জন্য ঢেকে দিবো।

**১০ মিনিট পর ১ কাপ ফুটন্ত গরম পানি মিস্টি উপরে হাল্কা হাতে দিয়ে,হাল্কা ভাবে নেড়ে আবার ঢেকে দিবো।
**এভাবে টোটাল ১২ মিনিটে ৩ কাপ পানি যোগ করতে হবে।চুলার হাই তেই থাকবে।
**২২ মিনিট পর মিস্টি গুলো হয়ে যাবে এবং সিরার নিচে চলে যাবে।
**তখন ১ কাপ নরমাল পানি সিরার মধ্যে দিতে হবে,যাতে মিস্টি গুলোর কুকিং প্রসেস বন্ধ হয়ে যায়।

**মিস্টি গুলো ৭/৮ ঘন্টা সিরায় রেখে পরিবেশন করা যাবে।

🌼🌼রেসিপি টি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।এবং আর কি কি রেসিপি দেখতে চান,কমেন্ট করে জানাবেন🌼🌼

🌼🌼যারা অনলাইনে মিস্টির বেসিক টু এডভান্স কোর্স করতে চান,পেইজের ইনবক্সে যোগাযোগ করবেন🌼🌼

Address

Maghbazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ahornish vloge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share