
16/07/2025
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস কোর্সে দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান ৪র্থ পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা ২১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
#জাতীয়_বিশ্ববিদ্যালয় #ডিগ্রি_পাস_কোর্স #পরীক্ষা #দৈনিক_শিক্ষা #আমাদের_বার্তা
পত্রকোড ১২২৭০৩-এর অধীনে ২১ জুলাই অনুষ্ঠিতব্য পদার্থবিজ্ঞান (৪র্থ পত্র) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।