Al-amingk23

Al-amingk23 Stay connected with us.
(2)

15/07/2025

প্রশ্ন: ১ অক্টোবর ২০২৪ ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কী?

১‌। Operation True Promise

২‌ । Operation True Promise 2

৩। Operation Al-Aqsa Flood

৪। Operation Eagle Claw

12/07/2025

ইংরেজ শাসনের সংস্কার কার্যক্রম:
১। লর্ড ক্লাইভ:
*ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তন করেন।
**উপমহাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন।
***বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর।

২। ওয়ারেন হেস্টিংস :
*উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন।
**১৭৭২ সালে দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন।।
***১৭৭৩ সালে পাচশালা ভূমি বন্দোবস্ত চালু করেন।
***১৭৭৪ সালে সাম্রাজ্যবাদী স্বত্ব বিলোপ নীতি প্রবর্তন করেন।

৩। লর্ড কর্ণওয়ালিস:
*ভারতীয় উপমহাদেশে জমিদারি প্রথা চালু করেন।
**দশশালা ভূমি বন্দোবস্ত প্রবর্তন।
***১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন।
****১৭৯৩ সালে সূর্যাস্ত আইন প্রবর্তন।
****১৭৯৩ সালে সতীদাহ প্রথা প্রবর্তন করেন।

12/07/2025

SAARC প্রতিষ্ঠিত হয় কবে?
A. 1983
B. 1985
C. 1990
D. 1995
উত্তর: B. 1985

২. SAARC-এর সদর দফতর কোথায় অবস্থিত?
A. নয়াদিল্লি
B. ঢাকা
C. ইসলামাবাদ
D. কাঠমাণ্ডু
উত্তর: D. কাঠমাণ্ডু

৩. SAARC-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
A. ঢাকা
B. দিল্লি
C. কাঠমাণ্ডু
D. ইসলামাবাদ
উত্তর: A. ঢাকা

৪. SAARC-এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কতটি?
A. ৫টি
B. ৬টি
C. ৭টি
D. ৮টি
উত্তর: C. ৭টি

৫. নিম্নলিখিত কোন দেশটি SAARC-এর সদস্য নয়?
A. মালদ্বীপ
B. আফগানিস্তান
C. মায়ানমার
D. ভুটান
উত্তর: C. মায়ানমার

৬. SAARC-এ সর্বশেষ যে দেশটি সদস্য হিসেবে যোগ দেয় তা হলো—
A. ভুটান
B. পাকিস্তান
C. আফগানিস্তান
D. নেপাল
উত্তর: C. আফগানিস্তান

৭. SAARC-এর প্রধান লক্ষ্য কী?
A. সামরিক সহযোগিতা
B. রাজনৈতিক একতা
C. অর্থনৈতিক ও আঞ্চলিক উন্নয়ন
D. ধর্মীয় সংহতি
উত্তর: C. অর্থনৈতিক ও আঞ্চলিক উন্নয়ন

৮. SAARC চার্টার অনুযায়ী বছরে কয়বার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা?
A. একবার
B. দুইবার
C. প্রতি দুই বছর পরপর
D. প্রয়োজন অনুযায়ী
উত্তর: C. প্রতি দুই বছর পরপর

৯. SAARC চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (SCCI) প্রধান উদ্দেশ্য কী?
A. সামরিক সহযোগিতা বৃদ্ধি
B. নারী শিক্ষা উন্নয়ন
C. ব্যবসা ও শিল্প খাতের উন্নয়ন
D. ধর্মীয় প্রচার
উত্তর: C. ব্যবসা ও শিল্প খাতের উন্নয়ন

১০. SAARC ইউনিভার্সিটি কোথায় অবস্থিত?
A. ঢাকা, বাংলাদেশ
B. দিল্লি, ভারত
C. কাঠমাণ্ডু, নেপাল
D. করাচি, পাকিস্তান
উত্তর: B. দিল্লি, ভারত

প্রয়োজনে এগুলোর ব্যাখ্যাসহ সংস্করণও দেওয়া যেতে🌹🌹
নিচে SAARC বিষয়ক পূর্বে দেওয়া MCQ প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ উত্তর দেওয়া হলো, যাতে চাকরির প্রস্তুতির সময় বিষয়টি আরও ভালোভাবে বোঝা যায়:

১. SAARC প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: B. 1985
ব্যাখ্যা: SAARC আনুষ্ঠানিকভাবে ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে বাংলাদেশের ঢাকা শহরে প্রতিষ্ঠিত হয়। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার জন্য গঠিত একটি সংস্থা।

২. SAARC-এর সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: D. কাঠমাণ্ডু
ব্যাখ্যা: SAARC-এর প্রধান কার্যালয় বা সচিবালয় নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অবস্থিত। এটি সংস্থাটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে।

৩. SAARC-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর: A. ঢাকা
ব্যাখ্যা: ১৯৮৫ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত SAARC-এর প্রথম শীর্ষ সম্মেলনে সাতটি দেশের রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করেন এবং আনুষ্ঠানিকভাবে সংস্থাটি গঠিত হয়।

৪. SAARC-এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কতটি?
উত্তর: C. ৭টি
ব্যাখ্যা: SAARC গঠনের সময় সাতটি দেশ ছিল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ও মালদ্বীপ।

৫. নিম্নলিখিত কোন দেশটি SAARC-এর সদস্য নয়?
উত্তর: C. মায়ানমার
ব্যাখ্যা: মায়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ এবং এটি ASEAN-এর সদস্য হলেও SAARC-এর সদস্য নয়।

৬. SAARC-এ সর্বশেষ যে দেশটি সদস্য হিসেবে যোগ দেয় তা হলো—
উত্তর: C. আফগানিস্তান
ব্যাখ্যা: আফগানিস্তান ২০০৭ সালে SAARC-এর অষ্টম সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দেয়। এর ফলে সদস্য দেশের সংখ্যা দাঁড়ায় ৮টি।

৭. SAARC-এর প্রধান লক্ষ্য কী?
উত্তর: C. অর্থনৈতিক ও আঞ্চলিক উন্নয়ন
ব্যাখ্যা: SAARC-এর লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করা।

৮. SAARC চার্টার অনুযায়ী বছরে কয়বার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা?
উত্তর: C. প্রতি দুই বছর পরপর
ব্যাখ্যা: SAARC চার্টার অনুযায়ী প্রতি দুই বছর পরপর একটি শীর্ষ সম্মেলন হওয়ার কথা। তবে বাস্তবে অনেক সময় রাজনৈতিক কারণে বিলম্ব হয়।

৯. SAARC চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (SCCI) প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: C. ব্যবসা ও শিল্প খাতের উন্নয়ন
ব্যাখ্যা: SCCI SAARC অঞ্চলের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করে।

১০. SAARC ইউনিভার্সিটি কোথায় অবস্থিত?
উত্তর: B. দিল্লি, ভারত
ব্যাখ্যা: SAARC ইউনিভার্সিটি ভারতের দিল্লিতে অবস্থিত। এটি SAARC সদস্য দেশগুলোর ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

প্রস্তুতির পরামর্শ: SAARC সম্পর্কে সাধারণ তথ্য, সদস্য দেশ, শীর্ষ সম্মেলন, কার্যালয়, ইউনিভার্সিটি, এবং এর উদ্দেশ্য—এই বিষয়গুলো চাকরির পরীক্ষায় বারবার আসে, তাই এগুলো ভালোভাবে মনে রাখুন।

আরও MCQ বা বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত নোট দরকার হলে জানাতে পারেন।

Tools

কামরাঙ্গা
27/06/2025

কামরাঙ্গা

কমেন্ট করে উত্তর দাও
27/06/2025

কমেন্ট করে উত্তর দাও

27/06/2025
কমেন্ট করে উত্তর দাও।
27/06/2025

কমেন্ট করে উত্তর দাও।

বিশ্বের সেরা বাসযোগ্য শহর ২০২৫ হিসেবে নির্বাচিত হল ডেনমার্কের কোপেনহেগেন..গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-এ (Global Liveabili...
26/06/2025

বিশ্বের সেরা বাসযোগ্য শহর ২০২৫ হিসেবে নির্বাচিত হল ডেনমার্কের কোপেনহেগেন..

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-এ (Global Liveability Index) পৃথিবীর সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে শীর্ষস্থান অধিকার করেছে। এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU), যারা ১৭৩টি শহরকে পাঁচটি বিভাগের (স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা, এবং অবকাঠামো) ৩০টিরও বেশি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করেছে। কোপেনহেগেন স্থিতিশীলতা, শিক্ষা, এবং অবকাঠামো বিভাগে ১০০-তে ১০০ স্কোর পেয়েছে, এবং সামগ্রিকভাবে ৯৮.০ স্কোর নিয়ে শীর্ষে উঠেছে।




কমেন্ট করে উত্তর দিন
26/06/2025

কমেন্ট করে উত্তর দিন

সবাই কমেন্ট করে উত্তর দাও
23/06/2025

সবাই কমেন্ট করে উত্তর দাও

Big shout out to my newest top fans! 💎 Farjana AkterDrop a comment to welcome them to our community,
23/06/2025

Big shout out to my newest top fans! 💎 Farjana Akter

Drop a comment to welcome them to our community,

Address

Maghbazar

Telephone

+8801759393874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-amingk23 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-amingk23:

Share