অশ্রু ভেজা চোখ Oshru Veja Chokh

অশ্রু ভেজা চোখ Oshru Veja Chokh শুধু তোমার কারনেই আমার এই অশ্রু ভেজা চোখ আপাতত কিছু বলার নাই

নেতাদের অপরাধ: ব্যক্তি বনাম দলের দায়ভারপ্রায়শই শোনা যায়, "ব্যক্তির দায় দল নেবে না।" এই যুক্তিটি তখন পর্যন্ত গ্রহণযোগ...
12/07/2025

নেতাদের অপরাধ: ব্যক্তি বনাম দলের দায়ভার

প্রায়শই শোনা যায়, "ব্যক্তির দায় দল নেবে না।" এই যুক্তিটি তখন পর্যন্ত গ্রহণযোগ্য, যখন অপরাধী কেবল একজন সাধারণ সমর্থক হিসেবে জড়িত থাকে। কিন্তু যখন সেই ব্যক্তি দলের তালিকাভুক্ত সদস্য, একজন নেতা, অথবা কোনো দায়িত্বপ্রাপ্ত পদে আসীন থাকেন, তখন তার কৃতকর্মের দায়ভার কেবল ব্যক্তিগত থাকে না; বরং তা সরাসরি তার রাজনৈতিক দলের ওপর বর্তায়।

রাজনৈতিক প্রভাব ও দলের দায়:
একজন দলীয় নেতা বা দায়িত্বপ্রাপ্ত সদস্যের প্রতিটি অপরাধের পেছনে রাজনৈতিক প্রভাব একটি বড় ভূমিকা রাখে। তার ক্ষমতা, পদবি, এবং দলের পরিচয়ের মাধ্যমেই তিনি অনেক অপরাধ সংঘটিত করার সুযোগ পান। এক্ষেত্রে, তার ব্যক্তিগত পরিচয়ের চেয়ে দলীয় পরিচয়ই মুখ্য হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, চাঁদাবাজি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বা অন্য কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে, যদি অপরাধী একজন রাজনৈতিক নেতা হন, তবে জনগণ সেই অপরাধকে তার ব্যক্তিগত অপরাধ হিসেবে না দেখে বরং দলের নীতি ও নিয়ন্ত্রণের ব্যর্থতা হিসেবেই গণ্য করে।

দলের ভেতরে তার অবস্থান এবং দলের প্রতিশ্রুতির কারণে জনগণ তাকে বিশ্বাস করে। যখন তিনি সেই বিশ্বাসের অমর্যাদা করে কোনো অপরাধ করেন, তখন সেই দায়ভার স্বয়ংক্রিয়ভাবে দলের ওপর এসে পড়ে। দল যদি তার সদস্য বা নেতার অপরাধের দায় না নেয়, তবে তা জনগণের কাছে দলের নীতিহীনতা ও জবাবদিহিতার অভাবকে তুলে ধরে।

কেন দল দায়বদ্ধ?

১) সংগঠন ও নিয়ন্ত্রণের অভাব: যদি দলের একজন সদস্য বা নেতা অপরাধ করেন, তবে এটি দলের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা প্রমাণ করে। একটি সুসংগঠিত দল তার সদস্যদের নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার নির্দেশনা দেয় এবং তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

২) রাজনৈতিক আশ্রয়: অনেক ক্ষেত্রে অপরাধী নেতাকে দলীয় ছত্রছায়ায় আশ্রয় দেওয়া হয়, যা তাকে আরও বেপরোয়া করে তোলে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং জনগণের আস্থা কমে যায়।

৩) জনগণের বিশ্বাস: জনগণ একটি রাজনৈতিক দলকে তার নেতা ও কর্মীদের মাধ্যমে চেনে। যদি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অপরাধে জড়িয়ে পড়েন, তবে এটি দলের সামগ্রিক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে।

সুতরাং, একজন তালিকাভুক্ত সদস্য বা দায়িত্বপ্রাপ্ত নেতার অপরাধকে কেবল ব্যক্তিগত দায় হিসেবে দেখলে চলে না। এর বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক প্রভাব রয়েছে, যার সম্পূর্ণ দায়ভার সেই রাজনৈতিক দলের ওপরই বর্তায়। দল যদি এই দায়ভার স্বীকার করে ব্যবস্থা না নেয়, তবে তা কেবল সেই নেতার নয়, বরং সমগ্র দলের নৈতিক স্খলনকেই নির্দেশ করে।

"কেটে যাবে সংকট, থেকে যাবে স্ক্রীণশট।"
11/07/2025

"কেটে যাবে সংকট, থেকে যাবে স্ক্রীণশট।"

11/07/2025
আমি যে কিছু লিখবো, লিখতে পারছি না।কারণ নিরাপদ ফিল করছি না। নৈরাজ্যের উপর চলছে দেশ। পাথর দিয়ে দিন দুপুরে মেরে চলে যাবে। ফ...
11/07/2025

আমি যে কিছু লিখবো, লিখতে পারছি না।

কারণ নিরাপদ ফিল করছি না। নৈরাজ্যের উপর চলছে দেশ।

পাথর দিয়ে দিন দুপুরে মেরে চলে যাবে। ফেসবুকে ভাইরাল না হলে বিচার পাবেন না।

khun করবেন, dorshon করবেন, ব্যবসায়ী জিম্মি করে কোটি টাকা হাতিয়ে নিবেন। আপনাকে কেউ জিজ্ঞেসও করবে না। আপনি জাস্ট ক্ষমতায় আসতে যাচ্ছে ভাবা এমন একটা দলের সাথে যুক্ত হয়ে যাবেন।

বিশ্বাস করেন এভাবেই চলছে দেশ। প্রায় সব মিডিয়ায় দলীয় লোক বসানো হয়েছে। তাদের নির্দেশ ব্যতীত হয়তো আপনাকে নিয়ে নিউজও করবে না!

চোখের সামনেই তো ঘটে গেলো। পৌরসু পাথর নিক্ষেপ করে মারলো, আর ভাইরাল হলো আজকে। কোন মিডিয়া কেন সেদিনই সামনে আনলো না?

দলীয় ব্যানারে dorshon হলেও বিচার হচ্ছে না। নিজের চোক্ষে দেখা। পুলিশ-প্রশাসনও একদিকে ঝুঁকে পড়েছে। নিরপেক্ষ থেকে কজ করতে যান, দেখবেন ট্রান্সফার করার হুমকি আসতেছে।

আপনার পরিবারের বিচার পাওয়া- না পাওয়া নির্ভর করছে আপনার লাশ ফেসবুকে ভাইরাল হচ্ছে কিনা।

এদিকে ভাইরাল হবার চান্সও কম। স্পষ্ট দলীয় প্রমাণ থাকা সত্বেও ডেসপিকেবল বুদ্ধিজীবীরা এসে ঘুরিয়ে ফিরিয়ে সফট ওয়েতে বলবে, কে বা কারা খুন করেছে জানি না, আমরা বিচার চাই।

তারপর খুনিরাও এসে মিছিল করবে আমরাও বিচার চাই!

আমি কেবল বিচার চাইবো না। আমি চাই আমার ভাইকে পিশে ফেলা এই পাথর জুলুমকারীদের ধ্বংস অনিবার্য করুক।

ATN News-এর এক অনলাইন জরিপে অংশ নিয়েছেন প্রায় তিন লক্ষ ৪৪ হাজার মানুষ !
10/07/2025

ATN News-এর এক অনলাইন জরিপে অংশ নিয়েছেন প্রায় তিন লক্ষ ৪৪ হাজার মানুষ !

বাংলাদেশের জাতীয় প্রতীকে ধানের শীষ, পাটের পাতা, তারকা ও শাপলা আছে।নির্বাচনী মার্কা হিসেবে ধানে শীষ, তাঁরা থাকতে পারলে শ...
10/07/2025

বাংলাদেশের জাতীয় প্রতীকে ধানের শীষ, পাটের পাতা, তারকা ও শাপলা আছে।
নির্বাচনী মার্কা হিসেবে ধানে শীষ, তাঁরা থাকতে পারলে শাপলা থাকতে পারবে না কেন !?
বিচার বিভাগের প্রতীক দাড়ি পাল্লা নির্বাচনে প্রতীক থাকলে বা জাতীয় ফল কাঁঠাল নির্বাচনী মার্কা হতে পারলে জাতীয় ফুল শাপলা হতে পারবে না কেন !?
বৈষম্য না করে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

শাপলা জাতীয় প্রতীক নয়। জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ।শাপলা যদি ...
09/07/2025

শাপলা জাতীয় প্রতীক নয়। জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ।

শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবেনা। আর যদি জাতীয় প্রতীকের যেকোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।

Address

Maghbazar

Alerts

Be the first to know and let us send you an email when অশ্রু ভেজা চোখ Oshru Veja Chokh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share