31/10/2025
বড় অঙ্কের স্পন্সরে গতি পেল নারী হকি
বাংলাদেশের নারী হকি উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ব্র্যাক ব্যাংক। ১৮ জেলা দলকে নিয়ে আয়োজিত ‘অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট’-এ প্রায় ৯৯ লাখ টাকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ২ থেকে ১৪ নভেম্বর চার ভেন্যুতে অনুষ্ঠিত হবে আঞ্চলিক পর্ব।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ হকি ফেডারেশনে সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর বলেন,
“নারী ডেভেলপমেন্ট কাপে পৃষ্ঠপোষকতার পর আমরা নারী হকিকে আরও দীর্ঘমেয়াদে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রায় ৯৯ লাখ টাকা দিচ্ছি এবং পুরো প্রক্রিয়াটি আমরা সরাসরি তদারকি করব।”
দেশে যেখানে প্রিমিয়ার লিগ হকিতেও স্পন্সর আসে অর্ধকোটির নিচে, সেখানে জেলা পর্যায়ের নারী টুর্নামেন্টেই প্রায় এক কোটি টাকার বাজেট—এটিকে নারী হকির বড় অগ্রগতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
চার ভেন্যুতে রাউন্ড রবিন ম্যাচের পর আঞ্চলিক চ্যাম্পিয়নরা খেলবে চূড়ান্ত পর্বে বিকেএসপি-র বিপক্ষে। এই পর্ব অনুষ্ঠিত হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকায়।
ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন,
“খেলাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে আঞ্চলিক চ্যাম্পিয়নরা চাইলে অন্য জেলা থেকেও খেলোয়াড় নিতে পারবে।”
সপ্তরের দশকে নারী হকির শুরু হলেও তা পরে থেমে যায়। সাম্প্রতিক বছরগুলোতে আবারও প্রাণ ফিরে পাচ্ছে এই শাখা। অ-১৮ নারী এশিয়া কাপে ব্রোঞ্জ জয়ের পর এবার লক্ষ্য—এশিয়ান গেমসের বাছাইয়ে সুযোগ পাওয়া।
ভেন্যু ও দলসমূহ
রাজশাহী জয়পুরহাট, দিনাজপুর, রাজশাহী, ঠাকুরগাঁও, রংপুর
ময়মনসিংহ নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, নেত্রকোণা, ময়মনসিংহ
কুমিল্লা চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, সিলেট
যশোর নড়াইল, যশোর, ঝিনাইদাহ, পটুয়াখালী
নারী হকির অগ্রযাত্রা আরও জোরদার হবে—এমন প্রত্যাশা আয়োজকদের।
Bangladesh Hockey Federation-Group-Official Bangladesh Hockey Federation