Bangla Byte Sports বাংলা বাইট স্পোর্টস

Bangla Byte Sports  বাংলা বাইট স্পোর্টস "যেখানে স্পোর্টস কখনো স্লো না"

বড় অঙ্কের স্পন্সরে গতি পেল নারী হকিবাংলাদেশের নারী হকি উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ব্র্যাক ব্যাংক। ১৮ জেলা দলকে ...
31/10/2025

বড় অঙ্কের স্পন্সরে গতি পেল নারী হকি

বাংলাদেশের নারী হকি উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ব্র্যাক ব্যাংক। ১৮ জেলা দলকে নিয়ে আয়োজিত ‘অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট’-এ প্রায় ৯৯ লাখ টাকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ২ থেকে ১৪ নভেম্বর চার ভেন্যুতে অনুষ্ঠিত হবে আঞ্চলিক পর্ব।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ হকি ফেডারেশনে সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর বলেন,

“নারী ডেভেলপমেন্ট কাপে পৃষ্ঠপোষকতার পর আমরা নারী হকিকে আরও দীর্ঘমেয়াদে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রায় ৯৯ লাখ টাকা দিচ্ছি এবং পুরো প্রক্রিয়াটি আমরা সরাসরি তদারকি করব।”

দেশে যেখানে প্রিমিয়ার লিগ হকিতেও স্পন্সর আসে অর্ধকোটির নিচে, সেখানে জেলা পর্যায়ের নারী টুর্নামেন্টেই প্রায় এক কোটি টাকার বাজেট—এটিকে নারী হকির বড় অগ্রগতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

চার ভেন্যুতে রাউন্ড রবিন ম্যাচের পর আঞ্চলিক চ্যাম্পিয়নরা খেলবে চূড়ান্ত পর্বে বিকেএসপি-র বিপক্ষে। এই পর্ব অনুষ্ঠিত হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকায়।

ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন,

“খেলাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে আঞ্চলিক চ্যাম্পিয়নরা চাইলে অন্য জেলা থেকেও খেলোয়াড় নিতে পারবে।”

সপ্তরের দশকে নারী হকির শুরু হলেও তা পরে থেমে যায়। সাম্প্রতিক বছরগুলোতে আবারও প্রাণ ফিরে পাচ্ছে এই শাখা। অ-১৮ নারী এশিয়া কাপে ব্রোঞ্জ জয়ের পর এবার লক্ষ্য—এশিয়ান গেমসের বাছাইয়ে সুযোগ পাওয়া।

ভেন্যু ও দলসমূহ
রাজশাহী জয়পুরহাট, দিনাজপুর, রাজশাহী, ঠাকুরগাঁও, রংপুর
ময়মনসিংহ নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, নেত্রকোণা, ময়মনসিংহ
কুমিল্লা চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, সিলেট
যশোর নড়াইল, যশোর, ঝিনাইদাহ, পটুয়াখালী

নারী হকির অগ্রযাত্রা আরও জোরদার হবে—এমন প্রত্যাশা আয়োজকদের।
Bangladesh Hockey Federation-Group-Official Bangladesh Hockey Federation

ইসলামিক গেমস: লক্ষ্য সম্মানজনক পারফরম্যান্স, পদক নিয়ে সতর্ক বাংলাদেশএশিয়ান যুব গেমসে কাবাডিতে দুইটি পদক পেলেও আসন্ন ইসলা...
31/10/2025

ইসলামিক গেমস: লক্ষ্য সম্মানজনক পারফরম্যান্স, পদক নিয়ে সতর্ক বাংলাদেশ

এশিয়ান যুব গেমসে কাবাডিতে দুইটি পদক পেলেও আসন্ন ইসলামিক সলিডারিটি গেমসে পদকের ঘোষণা দিতে চাইছে না বাংলাদেশ দল। সৌদি আরবের রিয়াদে ৭ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য ষষ্ঠ আসরের জন্য ৬২ সদস্যের বাংলাদেশ কন্টিনজেন্ট ইতোমধ্যে প্রস্তুত। ২৩টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নেবে ১০টি ডিসিপ্লিনে। ৩৬ জন ক্রীড়াবিদের সঙ্গে রয়েছেন কোচ, ম্যানেজার এবং কর্মকর্তা মিলিয়ে ২৬ জন।

বৃহস্পতিবার বিওএর ডাচ-বাংলা অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে শেফ দ্য মিশন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির বলেন,

“আমরা এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। পদকের আশা আছে, তবে প্রতিযোগিতা কঠিন। সর্বোচ্চ চেষ্টা থাকবে সবার।”

উশু, অ্যাথলেটিক্স ও কারাতে ফেডারেশনও পদকের আশায় থাকলেও খুব বেশি উচ্চাশা করছে না। উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান জানান, বিওএ স্বর্ণজয়ীর জন্য ছয় লাখ টাকা এবং ব্রোঞ্জজয়ীর জন্য দুই লাখ টাকা ঘোষণা করেছে। ফেডারেশনও ব্রোঞ্জজয়ীদের জন্য ৫০ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে।

অ্যাথলেটিক্স ফেডারেশনের সহসভাপতি ইকবাল হোসেন বলেন,

“আমরাও প্রণোদনা ঘোষণা করেছি—স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জজয়ীর জন্য যথাক্রমে তিন, দুই ও এক লাখ টাকা।”

কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন,

“দক্ষিণ এশীয় গেমসে আমাদের সফলতা আছে। আশা করি এখানেও প্রতিযোগীরা ভালো করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিন আহমেদ এবং ভারোত্তোলনে সাফ স্বর্ণজয়ী মাবিয়া আক্তার। গেমস চলাকালীন ওমরাহ পালনের সুযোগও থাকবে দলের সদস্যদের। তবে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় ও বিওএ।
Bangladesh Olympic Association

30/10/2025

ভারতকে হারাতে জামালদের নতুন কৌশল!

ভারত ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্প শুরু! Bangladesh Football Federation
30/10/2025

ভারত ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্প শুরু!
Bangladesh Football Federation

চ্যাম্পিয়ন সানিডেইল—দুই বিভাগেই সাফল্যের মুকুটপোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (বালক ও বালিকা)-২০২...
30/10/2025

চ্যাম্পিয়ন সানিডেইল—দুই বিভাগেই সাফল্যের মুকুট

পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (বালক ও বালিকা)-২০২৫ এর দুই বিভাগেই শিরোপা ঘরে তুলেছে সানিডেইল স্কুল। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে সানিডেইল।

বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে বালক বিভাগে সানিডেইল ৩৬-১৭ গোলে হারিয়েছে নারিন্দা গভ. হাই স্কুলকে। প্রথমার্ধে ১৬-০৯ গোলের লিড নেয় বিজয়ী দল। পরপর পাঁচ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয় সানিডেইল।

বালিকা বিভাগেও একই দাপট—শেষ ম্যাচে তারা ১২-০৯ গোলে পরাজিত করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে। প্রথমার্ধে ৭-৪ গোলের লিড নেয় সানিডেইল। বালকদের মতো বালিকাদেরও পাঁচ ম্যাচে পাঁচ জয় এবং সমান ১৫ পয়েন্টে শিরোপা।

বালক বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সানিডেইলের আরিফ ইহতিরাম খান। বালিকা বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন ইশরাত মেহজাবিন রাহা।

পরবর্তী ধাপে হোম অ্যান্ড অ্যাওয়ে প্রতিযোগিতা

এই টুর্নামেন্ট শেষে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে হবে আরেকটি প্রতিযোগিতা।
বালক বিভাগে অংশ নেবে:
সানিডেইল
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ
নারিন্দা গভ. হাই স্কুল
নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

বালিকা বিভাগে খেলবে:
সানিডেইল
ভিকারুননিসা নূন স্কুল
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল
শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়

অধিনায়কের অনুভূতি

ট্রফি হাতে সানিডেইলের অধিনায়ক ফারাজ ফরহাদ বলেন,

“আবারও চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। পরের টুর্নামেন্টেও শিরোপা ধরে রাখতে চাই। আমাদের কোচ ভোরে উঠে সারা বছর অনুশীলন করিয়েছেন—এই সাফল্যের কৃতিত্ব তাঁর।”

পুরস্কার বিতরণ
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ ফেডারেশনের কর্মকর্তারা।
Bangladesh Handball Federation

বাংলাদেশে প্রথমবারের মতো জুনিয়র অ্যাম্পিউটি ফুটবল প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন তরুণদের ফুটবলার হিসেব...
30/10/2025

বাংলাদেশে প্রথমবারের মতো জুনিয়র অ্যাম্পিউটি ফুটবল প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন তরুণদের ফুটবলার হিসেবে গড়ে তুলতে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (এসএইচআই) এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।

দেশে প্রতিদিনই দুর্ঘটনা, জন্মগত সমস্যা বা নানা শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেকেই অঙ্গহানি নিয়ে জীবনযাপন করছেন। তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি, কার্যকর পুনর্বাসন এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে খেলাধুলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধারণাকে সামনে রেখে এসএইচআই ও আইসিআরসি দেশে প্রথমবারের মতো জুনিয়র অ্যাম্পিউটি ফুটবল প্রোগ্রামের সূচনা করে।

গত ২৯ অক্টোবর সংসদ ভবনসংলগ্ন আসাদ গেটের শহীদ ফারহান ফাইয়াজ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান। ২৫ থেকে ২৯ অক্টোবর পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পে সারা দেশ থেকে ১২ থেকে ১৮ বছর বয়সী ২৪ জন এবং ২৪ বছরের নিচের আরও চারজনসহ মোট ২৮ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তাঁদের ছেলে ও মেয়ে—দুটি গ্রুপে ভাগ করে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিটি দলে ছিল সাতজন করে খেলোয়াড়।

উদ্বোধনী দিনে অতিথিরা কেক কেটে তরুণ ফুটবলারদের শুভেচ্ছা জানান। সমাপনী দিনে আয়োজন করা হয় ছেলেদের ও মেয়েদের দুটি ফাইনাল ম্যাচ।

ফলাফল

মেয়েদের ফাইনাল: সবুজ দল ২-১ গোলের ব্যবধানে গোলাপি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
সেরা খেলোয়াড়: নিশাত

ছেলেদের ফাইনাল: নীল দল ৩-০ গোলের ব্যবধানে হলুদ দলকে হারিয়ে শিরোপা জেতে।
সেরা খেলোয়াড়: জিয়াম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপি ফাউন্ডার সিস্টার ভেলোরি টেইলর, আইসিআরসি'র হেড অব অপারেশন অ্যাঞ্জেলিকা শপ, স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (এসএইচআই) সভাপতি শারমিন ফারহানা, সহ-সভাপতি মাহবুবা পান্না, এনপিসিবি মহাসচিব ড. মারুফ আহমেদ, এনপিসিবি কোষাধ্যক্ষ আসিফুল হাসান মাসুদ, আইসিআরসি কর্মকর্তা সুভাষ সিনহা এবং আরও অনেকে।

এ ছাড়া টেরে ডেস হোমস, সাজিদা ফাউন্ডেশন, ইউনেস্কোসহ বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন কোচ হুমায়ুন কবীর খোকন, মো. আনোয়ার হোসেন, মো. আরিফ ও স্বর্ণা। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন নয়ন।

উল্লেখ্য, এসএইচআই ও আইসিআরসি ২০২৪ সালে এশিয়ার প্রথম নারী অ্যাম্পিউটি ফুটবল দল গঠন করে ইতিহাস সৃষ্টি করে। এবারের জুনিয়র আয়োজন সেই উদ্যোগেরই ধারাবাহিকতা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরুআগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফ...
29/10/2025

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু

আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। ক্যাম্পের জন্য ঘোষিত প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত খেলোয়াড়গণকে সন্ধ্যা ৭:০০ টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দলের টিম ম্যানেজার জনাব মোঃ আমের খান এর নিকট রিপোর্ট করতে বলা হয়েছে।

29/10/2025

৬ষ্ঠ জাতীয় নারী বেসবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ পুলিশ!

বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য উদযাপন: নারী ফুটবল দলের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য...
29/10/2025

বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য উদযাপন: নারী ফুটবল দলের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি মহিলা এশিয়ান কাপ-এ বাংলাদেশের ঐতিহাসিক যোগ্যতা অর্জন উপলক্ষে মাননীয় ক্রীড়া উপদেষ্টা কর্তৃক ঘোষিত পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ, নির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন ও কামরুল হাসান হিলটন, এবং বাফুফের সাধারণ সম্পাদক এমরান হোসেন তুষার।
এই পুরস্কার প্রদান অনুষ্ঠান নারী ফুটবলারদের অর্জনকে সম্মান জানানো ও ভবিষ্যৎ সাফল্যের জন্য অনুপ্রেরণা সৃষ্টির এক বিশেষ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

29/10/2025

জমে উঠেছে বাফুফে টার্ফের মাঠ!

29/10/2025

গোলকিপিং প্রশিক্ষণ চলছে বাফুফে টার্ফে!

29/10/2025

নিজেকে ফিট রাখতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার সুজন!

Address

New Eskaton
Maghbazar

Telephone

+8801997492440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Byte Sports বাংলা বাইট স্পোর্টস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Byte Sports বাংলা বাইট স্পোর্টস:

Share