Learn with AK

Learn with AK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Learn with AK, Digital creator, Magura.

আজকের চাঁদটা অসম্ভব সুন্দর!
24/04/2024

আজকের চাঁদটা অসম্ভব সুন্দর!

Read, comments & Share 👇👇
24/04/2024

Read, comments & Share 👇👇

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।আপনি কি জানতেন যে, এই গ...
24/04/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন? মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিতে পারেন🥰🥰
Collected

04/03/2024

How about – কেমন হয়?
Structure: How about + verb (ing) + extension.
Example:
**কম্পিউটার শিখলে কেমন হয়?
How about learning computer?
**একটু গরম গরম কফি খেলে কেমন হয়?
How about having some hot cofee?
**এই বৃষ্টিতে খিচুরি খেলে কেমন হয়?
How about having hotchpotch in this rainy day?
**ইংরেজি শিখলে কেমন হয়?
How about learning English?
**সার্চ ইংলিশ গ্ৰুপ এ পোস্ট করলে কেমন হয়?
How about posting in the search English group?

আমি শূন্য, প্রাণবন্ত, নির্জন একাকী আমি গন্ধহীন ,শব্দহীন,  ম্লান আলোকে,   আকাশ পানে চেয়ে থাকি! এ কে মাহিম
02/03/2024

আমি শূন্য, প্রাণবন্ত, নির্জন একাকী
আমি গন্ধহীন ,শব্দহীন, ম্লান আলোকে,
আকাশ পানে চেয়ে থাকি!
এ কে মাহিম

He is a fair-weather friend - সে হচ্ছে সুসময়ের বন্ধুShe is forever mine - সে সারা জীবনের জন্য আমারHe actually fell in lo...
02/03/2024

He is a fair-weather friend - সে হচ্ছে সুসময়ের বন্ধু
She is forever mine - সে সারা জীবনের জন্য আমার
He actually fell in love - সে সত্যি সত্যি তার প্রেমে পড়ে গিয়েছিল
He scored good result - সে ভাল রিজাল্ট করেছে
He Fell in love with her - সে তার প্রেমে পড়ে গিয়েছে
She wants to know when you’re coming. - সে জানতে চায় তুমি কখন আসবে
He has gone for forgood - সে চিরকালের জন্য চলে গেছে
He has gone to the dog. - সে গোল্লায় গেছে
How dare he go there! - সে কোন সাহসে সেখানে যায়
What does he do for work? - সে কি কাজ করে?

✅✅ পড়া শেষে Done লিখতে ভুলবেন না। পেজে নতুন হলে Follow করে দাও

01/03/2024

All day long/the whole day long - সারাদিন ধরে।
All night long/the whole night long- সারারাত ধরে।

I cannot/can't sleep all night long.
or, I cannot/can't sleep the whole night long.
(ঘুমাতে পারি না সারারাত ধরে)

The baby was crying all night long.
(বাচ্চাটি সারারাত ধরে কাঁদছিল)
He was farting all night long.
(সে সারারাত ধরে পাদছিল)

We have been waiting/walking all day long.
(আমরা সারাদিন ধরে অপেক্ষা করছি/হাঁটছি)

29/02/2024

নিচের শব্দগুলোতে শেষের t উচ্চারিত হয় না।
1. bouquet (বুকেই)- ফুলের তোড়া
2. buffet (বুফেই)- বুফে
3. ballet (ব্যালেই)- ব্যালে, নৃত্যের মাধ্যমে অভিনয়।
4. depot (UK, ডেপৌ; US, ডীপৌ) - গুদাম, ভাণ্ডার, যানাগার
5. debut (UK, ডেবিউ;/US, ডেইবিউ) - অভিষেক; গায়ক/গায়িকা/নায়ক/নায়িকা/খেলোয়াড়দের প্রথম উপস্থিতি/প্রকাশ
6. shalet (শ্যালেই) - (পর্বতের উপরে) কাঠের ঘর।
7. cachet (ক্যাশেই) - বিশেষ গুণ
8. rapport (UK, র‍্যাপো; US, র‍্যাপোর) - বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
9. gourmet (UK, গোমেই/US, গুরমেই) - (খাবার) খুবই উন্নত মানের।

Assalamuwyalaikum everyone, How is going on your day? Alhamdulillah my day is goof by the grace of Almighty,  protective...
27/02/2024

Assalamuwyalaikum everyone, How is going on your day? Alhamdulillah my day is goof by the grace of Almighty, protective and all knowing Allah.
Everyone pray for me. Because i am very weak in English speaking, Reading, writing and listening. I hope to overcome this weakness through more and more english speaking and writing practice. I know how to overcome this weakness but no more time cost for it's.
Whatever I talk about the picture value. Honesty! We are all know that Honesty is the best policy. Nobody will get the jannat without Honesty.
If anyone watns to get the jannatul ferduse then hold on honesty.
So the honesty is the optimum beneficially way.
No more today see you again next post.
Pray for me Allah Hafez.

He left - room in - fit of anger.[JU লোকপ্রশাসন 09-10]A. no article, the  B. the, no article C. the, a                D....
25/02/2024

He left - room in - fit of anger.[JU লোকপ্রশাসন 09-10]
A. no article, the B. the, no article
C. the, a D. the, an
Ans:C

খুব গুরুত্বপূর্ণ!
IN A FIT OF

in a fit of = বশে, নিয়ন্ত্রণ করা অসম্ভব এমন আকস্মিক কোনো আবেগের শক্তিশালী প্রতিক্রিয়ায়
in a fit of anger/rage/temper = রাগের বশে
in a fit of jealousy = হিংসার বশে
in a fit of panic = আতংকের বশে
He left the room in a fit of anger.
(সে রাগের বশে ঘর থেকে বেরিয়ে গেল)
I slapped him/her in a fit of anger.
(রাগের বশে তাকে চড় মেরেছিলাম)
She smashed the plate in a fit of rage.
(সে রাগের বশে প্লেটটি ভেঙে টুকরো টুকরো করে ফেলল)
When he realized nobody was listening to him, he left in a fit of pique. (যখন সে বুঝতে পারল কেউ তার কথা শুনছে না, সে বিরক্তির/ঘৃণার বশে চলে গেল)
[‌pique = যখন আত্মসম্মানে আঘাত লাগে সেই অনুভূতি]
He left the meeting in a fit of pique.
(সে আত্নসম্মানে আঘাত পেয়ে সভা ত্যাগ করল)
He broke his brother's new phone in a fit of jealousy.
(সে হিংসার বশে তার ভাইয়ের নতুন ফোন ভেঙে ফেলল)
He shot/killed her in a fit of jealous rage.
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম

1. Mistake (মিসটেক) - ভুল করা, ভুল বোঝা2. Misguide (মিসগাইড) - ভুল পথে চালিত করা3. Misbehave (মিসবিহ্যাভ) - অশোভন আচরন ক...
24/02/2024

1. Mistake (মিসটেক) - ভুল করা, ভুল বোঝা
2. Misguide (মিসগাইড) - ভুল পথে চালিত করা
3. Misbehave (মিসবিহ্যাভ) - অশোভন আচরন করা
4. Miscall (মিসকল) - ভুল নামে ডাকা
5. Misinterpret - ভুলভাবে ব্যাখ্যা করা
6. Miscalculate (মিসক্যালকুলেট) - ভুল হিসাব/গননা করা
7. Mish*t (মিসহিট) - ভুল আঘাত করা, লক্ষ্যভ্রষ্ট হওয়া
8. Misdate (মিসডেট) - তারিখ ভুল করা
9. Misuse (মিসইউজ) - অপব্যবহার
10. Misinform (মিসইনফর্ম) - ভুল তথ্য দেওয়া
11. Mistrust (মিসট্রাষ্ট) - অবিশ্বাস করা
12. Misadvise (মিসএ্যাডভাইস) - ভুল পরামর্শ দেওয়া
13. Misjudge (মিসজাজ) - ভুল বিচার করা
14. Mispronunciation (মিসপ্রোনান্সিয়েশন) - অশুদ্ধ উচ্চারণ
15. Mishap (মিসহাপ) - দুর্ঘটনা
16. Misgiving (মিসগিভিং) - সন্দেহ, সংশয়
17. Misfortune (মিসফর্চুন) - দুর্ভাগ্য
18. Mislead (মিসলিড) - ভুল পথে চালানো
19. Misquotation (মিসকোটেশন) - অশুদ্ধ উদ্ধৃতি
20. Misrepresentation (মিসরিপ্রেজেন্টেশন) - অতথ্য/অসত্য/উপস্থাপনা

🌲 So kind of you! - আপনার দয়া।🌲 Anybody home? - বাড়িতে কেউ আছেন?🌲 Keep quiet - চুপ কর🌲 No entrance - প্রবেশ নিষেধ🌲 It’s ...
24/02/2024

🌲 So kind of you! - আপনার দয়া।
🌲 Anybody home? - বাড়িতে কেউ আছেন?
🌲 Keep quiet - চুপ কর
🌲 No entrance - প্রবেশ নিষেধ
🌲 It’s enough - যথেষ্ট হয়েছ
🌲 What happened - কি হয়েছে
🌲 What an idea! - কি বুদ্ধি!
🌲 Well done - সাবাশ
🌲 Indeed! - সত্যি!
🌲 How peaceful! - কি শান্ত!
🌲 Get lost - বিদায় হোন।
🌲 Let me see - আমাকে দেখতে দাও
🌲 Oh sure - ও নিশ্চয়ই
🌲 Who knows! – কে জানে!
🌲 Bu****it! – বাজে কথা
🌲 But who cares! - কে ধারধারে!
🌲 No more buts - আর কোন কিন্তু নয়
🌲 How so – তা কি করে হয়?
🌲 I think so - আমি তাই মনে করি
🌲 Calm down - শান্ত হও
🌲 Let’s have a look - চল দেখি

^

পড়া শেষে Done লিখতে ভূলবেন না এবং Follow & Share করে অবশ্যই পাশে থাকবেন।

Address

Magura
7600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn with AK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn with AK:

Share