21/06/2025
> "কেউ তোমাকে বুঝতে না পারলে কষ্ট পাও না… কারণ গভীর জলের মাছ সবাই দেখে না।"
জীবন অনেক সময় চুপ করে থাকতে শেখায়। সবাইকে নিজের কথা বোঝাতে হয় না। যারা বোঝে না, তাদের বোঝানোর দরকারও নেই।
নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, আর মনে রেখো—
ভালো মানুষরা দেরিতে হলেও একদিন ঠিক জ্বলে ওঠে, সূর্যের মতো।