06/08/2024
আমি মনে করি আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও যারা নেত্রীত্ব দিয়ে মূলত আন্দোলন করে আমরা দেশটা স্বাধীন করলাম তাদের কে অনুরোধ করছি আগে আগাছা পরিষ্কার করুন। না করা পর্যন্ত দেশ স্বাধীন হয়নি। আপনারা আমাদের কে আবার রাজ পথে ডাকদেন।
কারণ , আন্দোলন ও স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য যে সংঘর্ষ শুরু করেছে তা স্বৈরাচারের চেয়ে কম নয়। তাদের কে দমন করা না গেলে নিজেদের কে আরও অপরাধী মনে হচ্ছে। সে যেই হোন না কেন। স্বৈরাচারের রেখে যাওয়া জানয়ার গুলো হোক কিংবা অতিউৎসাহী কোন রাজনৈতিক দল। তাদের কে আগে শেষ না করা পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় সম্ভব নয়।
বি এন পি ভাইদের উদেশ্যে বলছি স্বাধীন হয়েছে মানে যে আপনারা ক্ষমাতাই চলেগেছেন ব্যাপার টা এরকম না। আমরা আপনাদের বিগতদিনের ইতিহাস ভুলে যায়নি।
মানুষের শান্তির জন্য, জনগনের সুখের জন্য, মাজলুমের পক্ষে আর জালিমের বিপক্ষে, আগামী প্রজন্মের জন্য একটি সুষ্ঠ সমাজ রেখে যাওয়ার জন্য আন্দোলন করেছি।
উত্তর বাড্ডা নিজের সামনে হেলিকাপ্টার থেকে ছুড়া টিয়ার শেলের মুখ মুখি হয়েছি। ঢাকা মেডিকেলে ৪ আগস্ট কারওয়ান বাজার থেকে ফার্ম গেট থেকে আসা সহযোদ্ধা ভাইয়ের রক্তাত্তদেহের গরম রক্ত ধরে শ্লোগান দিয়ে আন্দোলন করেছি এই হত্যা যোগ্য দেখার জন্য নয়।
আমি নিজেও আওয়ামী লীগ দ্বারা অনেক বিড়ম্বনার শিকার হয়েছি। ছাত্র লীগ দ্বারা হয়েছি অলামা লীগ দ্বারা হয়েছি, ৪ আগোস্ট পল্টন যাওয়ার পথে ৪জন যুবলীগ আমাকে দেখে আচকরতে পারে যে আমি হয়তো আন্দোলনে যাচ্ছি আমাকে সেখানেই মারবে, আমার ব্যাগ , পকেট, মানিব্যাগ ও মোবাইল চেক করে হুমকি ধামকি দিয়ে ছাড়ে। এমনকি মাগুরা জেলা ও উপজেলা মডেল মসজিদের চূড়ান্ত নিয়োগ পাওয়ার পরও শুধু মাত্র আওয়ামী লীগ কোটা না থাকার করণে আমার নিয়োগ পত্র দেওয়া হয়না পরে আমি ঝামেলা না করে সাচ্চায় পদ ত্যাগ করি । কৈ আমি তো কোন লীগের সাথে খারাপ আচারণ তো দুরের কথা আর তাদের সহানুভূতি দেখাচ্ছি। কিন্তু তার পরেও কেন দেশের সংখ্যা লঘু , আদিবাসি ও অন্যান্য সম্প্রদায় আর উপসনালয়ে আক্রমণ , ভাংচুর? কেন তারা কি এ আন্দোলনে সহযোগীতা করে নাই? মনে রাখতে হবে আমাদের কার একার চেষ্টা হয় নাই বরং সকল দল মত শ্রেনী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা স্বাধীনতা পেয়েছি। তা হলে বুঝতে হবে যারা এই ন্যাকার জনক কাজের সাথে জড়িত তারা কখনও জনগনের না। তারা দেশ জাতির শত্রু। মনে রাখবেন জনগণের নির্বাচন সামনে কিন্তু । নির্বাচন আগের মত রাতে হবে না । ছাত্রদের তত্বাবধনেই হবে ইংশা আল্লাহ । তাই সবাই সতর্ক হন।
আমার কোন এ্যান্ড্রয়েড ফোন নেই তাই আন্দোলনের কোন ছবিও তুলি নাই। আর ছবি তোলার জন্য রাত দিন জীবন বাজি রেখে উত্তর বাড্ডা থেকে শুরু করে পল্টন, মৎস ভবন, শাহাবাগ, রাজু ভাস্কর্য এবং জাতিয় শহিদ মিনারে হাজার বাধা উপেক্ষা করে মসজেদের দায়িত্ব পালন করে এশার নামাজের পরে রাত ১২ / ১ টা পর্যন আন্দোলন করি নাই।
এক ভাই ৪ আগোস্ট শহিদমিনারে একটা ছবি তুলে আমার এক আত্মিয়র কাছে পাঠায়ছিল সেই ছবি আর ভিডিও থেকে কেটে ছবি গুলো এজন্য দিলাম যে তুমি কি আন্দোলন করেছ নাকি তুমি উল্লাস করবা? তারা আমার এই বুক ভরা ব্যাথার কথা গুলো বিশ্বাস করবে না তাই।