বিচিত্রে মাগুরা

বিচিত্রে মাগুরা নানাভাবে চিত্রিত মাগুরার নানাপ্রকার বিষয় সমন্বিত

12/12/2022

ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে মাগুরা মহম্মদপুরে নানা আয়োজন

09/11/2022

মহম্মদপুরে আলোচিত ধনী বক্কারের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।

05/11/2022

মন মাতানো নৌকাবাইচ দেখুন

02/11/2022

ওকে আজ চলে যেতে বলনা ও ললনা
সত্যিই শিশুর কন্ঠে অসাধারণ একটি গান---

01/11/2022

ঘটি গরম বিক্রেতা সামির অসাধারণ বাঁশির সুর----

25/10/2022

অসাধারণ দৃশ্য
না দেখলেই লস

24/10/2022

আর মাত্র কয়েকদিন পরেই সেই মন মাতানো নৌকাবাইচ

19/10/2022

অসাধারণ বেহুলা ড্যান্স ---

17/10/2022

মাগুরা জেলা পরিষদে চেয়ারম্যান পদে পঙ্কজ কুন্ডু পূন: নির্বাচিত, কে পেলেন কত ভোট?

মাগুরা
মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু ৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কা প্রতীকের শরীয়ত উল্লাহ হোসেন মিয়া পেয়েছেন ১২৯ ভোট । আজ সোমবার সকাল ৯ টা থেকে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় । মাগুরা সদর, শ্রীপুর, মোহাম্মদপুর ও শালিখা উপজেলা পরিষদ ভবনে ইভিএম মেশিনে ভোট দেয় উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ৪৯৩ জন জনপ্রতিনিধির মধ্যে ৪৮৩জন । অপরদিকে জেলার সদর উপজেলায় সদস্যপদে তালা মার্কা প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য আনিসুর রহমান খোকন। মহম্মদপুর উপজেলা থেকে আব্দুল মান্নান জিতেছেন ৪৯ ভোট পেয়ে। শালিখা থেকে ৪৭ ভোট পেয়ে জিতেছেন আবু হানিফ। শ্রীপুর থেকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরজান বাদশা। তাদের তিনজনেরই মার্কা ছিল টিউবওয়েল। এছাড়া মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা থেকে সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে ফুটবল মার্কা প্রতীক নিয়ে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুন নাহার জলি। শালিখা ও মহম্মদপুর থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে মহম্মদপুরের নাজনীন রব্বানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ৬ পদের লড়েছেন ২৬ জন প্রার্থী ।

15/10/2022

মাগুরা জেলা প্রশাসনের শোকবার্তা

চট্টগ্রাম জাহাজ দূর্ঘটনায় নিহত
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা। প্রত্যেক পরিবারকে ২৫০০০ টাকা করে সহযোগিতার ঘোষনা।

10/10/2022

শিশুটিকে খাবার ও খেতে দিলনা
হত্যাকারী জানোয়াররা

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মোঃ হিরু মোল্লার আনুমানিক প্রায় ৪ বছরের শিশু কন্যা হিরা কে হত্যার অভিযোগ উঠছে ।

07/10/2022

মাগুরার শ্রীপুর থানার ওসি'র নাম ভাঙিয়ে টাকা
নেওয়ার অভিযোগে আটক ২

--------------------------------

মাগুরার শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা নেওয়ার অভিযোগে ২ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের সোনাতুন্দী বাজার থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সব্দালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম (৪০) ও অলেঙ্কাপুর গ্রামের আলমগীর হোসেন (৩৫)।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বৃহস্পতিবার বিকেলে একটি মোবাইল নাম্বার থেকে নিজেকে শ্রীপুর থানার ওসি পরিচয় দিয়ে একই অভিযোগের দুই পক্ষকে ফোন করে। এ সময় মিন্টুর কাছে ১০ হাজার টাকা দাবি করে। অসহায় পরিবার বাধ্য হয়ে মিন্টু বিশ্বাসের স্ত্রী সালেহা বেগম সোনাতুন্দী বাজারে নাজমুলের দোকান থেকে ৩ হাজার টাকা দেই। কিছু সময় পর অপরপক্ষের লিমনের নিকট ফোন করে ১০ হাজার টাকা দাবি করে। পরে লিমন বাধ্য হয়ে বউয়ের কানের দুল বন্ধক রেখে একই দোকান থেকে একই নাম্বারে ৫ হাজার টাকা দেয় । পরে ভুক্তভোগী মিন্টু বিশ্বাস ওই এলাকার বিট অফিসার জাহিদুল ইসলামকে বিষয়টি জানাই। এ সময় বিট অফিসার জাহিদুল ইসলাম তাদের ২ জনকে আটক করেন।
এ বিষয়ে মিন্টুর স্ত্রী সালেহা বেগম বলেন, লিমন ও আমাদের মধ্যে শ্রীপুর থানায় একটি অভিযোগ ছিল। এ সুযোগে শ্রীপুর থানার ওসির নাম ভাঙিয়ে আমাদের নিকট টাকা দাবি করে কাশেম ও আলমগীর। পরে বাধ্য হয়ে টাকা ধার করে ওই নাম্বারে টাকা পাঠাই। পরে জানতে পারি এটা ওসির ফোন ছিল না। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে দোকানদার নাজমুল ইসলাম বলেন, আমি ব্যবসায়ী যে কেউ টাকা দিলে আমি দিতে বাধ্য। মিন্টুর স্ত্রী সালেহা বেগম টাকা পাঠাতে আসে। টাকা পাঠানোর আগে ৬ থেকে ৭ বার ফোন করি। আমার ফোন ধরে না। পরে কাস্টমারের কথা মত টাকাটা পাঠাই। কিছু সময় পর ওই একই নাম্বারে লিমন টাকা পাঠাতে আসলে আমার সন্দেহ হয়। পরে বাধ্য হয়ে লিমনের কথা মত আমি টাকা পাঠাই। আমার বিকাশ নাম্বার থেকে ওই নাম্বারে ৩ হাজার ও ৫ হাজার টাকা পাঠিয়েছি।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাব্বারুল ইসলাম বলেন, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। সকালে তাদের ২ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Address

Magura
7620

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিচিত্রে মাগুরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিচিত্রে মাগুরা:

Share