18/07/2025
মাগুরার কুচিয়ামোড়া ইউনিয়ানের বলু গ্রামে ঘটে গেলো এক হৃদয় বিদারক ঘটনা , নিজের কষ্টের জমানো ১ লক্ষ টাকা দরিদ্র মা নাসিমা বেগম বিদেশে যাওয়ার জন্য ছেলে ইয়াসিনের হাতে তুলে দেন আজ থেকে ৬ মাস আগে | সেই টাকা নিয়ে ছেলে ইয়াসিন বিদেশে না গিয়ে চলে যান শশুরবাড়িতে এবং সেখানেই থাকতে শুরু করেন | ছেলের মতিগতি দেখে মা নাসিমা সেই টাকা ছেলের কাছে চাইতে গেলে, আজ শুক্রবার ছেলে ইয়াসিন সন্ত্রাসী কায়দায় দলবল সোহো মায়ের উপর হামলা চালায়, এতে করে বাড়ির অন্তত ৬ জন সদস্য গুরুতর আহত হয় , চলুন ভিডিওতে দেখে আসি সেই ঘটনা | #মাগুরা