দৈনিক নবগঙ্গা - Dainik Noboganga

দৈনিক নবগঙ্গা - Dainik Noboganga Bangladeshi news and entertainment content creator

Dainik noboganga is one of the reliable news and entertainment content publishers, this page produces drama, kiccha, natok, news, funny video, comedy program and current affairs.

03/11/2025

মাগুরা সরকারি স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের পদত্যাগের দাবিতে ফুসে উঠেছে শিক্ষার্থীরা। ❤️ #মাগুরা #মাগুরা #স্কুল

03/11/2025

মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর ইসলাম এর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্ররা মাগুরা ডিসি অফিসের সামনে জমায়েত হতে শুরু করেছে।

🙄🙄 কোনভাবেই থামানো যাচ্ছে না মাগুরার সবচেয়ে বড় মাদক বিক্রিতা ভরতকে 🙄🙄 মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে 🙄🙄মাগুরা সবচেয়ে বড় মাদ...
02/11/2025

🙄🙄 কোনভাবেই থামানো যাচ্ছে না মাগুরার সবচেয়ে বড় মাদক বিক্রিতা ভরতকে 🙄🙄 মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে 🙄🙄

মাগুরা সবচেয়ে বড় মাদক বিক্রেতা ভরত চন্দ্র সাহা, পেশায় হোমিওপ্যাথি ডাক্তার হলেও, দেদারসে বিক্রি করছেন অ্যালকোহল, বিভিন্ন পালা প্রবনে হিন্দুদের উৎসবে অনেকেই তার মাগুরার জামরুল তলায় অবস্থিত শান্তি হোমিও হল থেকে অ্যালকোহল কিনে সেবন করে মারা যাচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও কাত্তিয়নি পূজায় তার দোকানের অ্যালকোহল খেয়ে মাগুরার আমিয়ান গ্রামের পরিতোষের মন্ডলের মাগুরা কলেজ পড়ুয়া ছেলে মারা গেছে। প্রতিমাসে অন্তত দুইবার প্রশাসন এর তরফ থেকে শান্তি হোমি হলে বিশেষ তল্লাশি দেয়া হয় এবং বিভিন্ন মাত্রায় জরিমানা করা হলেও কোনভাবেই থামানো যাচ্ছে না ভরতকে। ভরতের এলকোহল বা স্পিরিট বিক্রির কোনো লাইসেন্স নেই, অনেক দিন সে অবৈধভাবে এই এলকোহল বিক্রি করে মাগুরা শহরে একাধিক জমি ও ফ্লাট এর মালিক হয়েছেন ।
শান্তি হোমিও হল ছাড়াও আশেপাশের আরো কয়েকটি হোমিও ফার্মেসি এই অবৈধ বিক্রির সাথে জড়িত বলে অনেকে দাবি করেছেন। ভরতের মাগুরা জামরুলতলা ছাড়াও রাধানগর নামক স্থানে আরো একটি ফার্মেসি রয়েছে বলে সবাই জানান | এই দুই ফার্মেসিতে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা অবৈধ স্পিরিট বিক্রি করেন ভরত চন্দ্র সাহা |

ছি ছি ছি শিবির কর্মী রা মান ইজ্জত আর রাখবে না মনে হয়। ছাগল বলাৎকারের অভিযোগে শিবিরকর্মী আটক। শেরপুর প্রতিনিধি:শেরপুরের ঝ...
31/10/2025

ছি ছি ছি
শিবির কর্মী রা মান ইজ্জত আর রাখবে না মনে হয়।
ছাগল বলাৎকারের অভিযোগে শিবিরকর্মী আটক।
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ছাগল বলাৎকারের অভিযোগে এক শিবিরকর্মীকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার ধানশাইল ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম মো. নাজমুল হক (২৪)। তিনি স্থানীয় ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নাজমুলকে এক প্রতিবেশীর ছাগলের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দেখে ফেলেন এলাকাবাসী। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে নাজমুলকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ঝিনাইগাতি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী এমন ন্যাক্কারজনক ঘটনার কঠোর শাস্তি দাবি করেছে।

রাষ্ট্রবিরোধী  সকল ষড়যন্ত্রকে না বলুন।
30/10/2025

রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্রকে না বলুন।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ওয়ার্ড মাষ্টার নুর আলমের দুর্নীতির রাজত্ব!মাগুরা প্রতিনিধি এর নাম  নুর আলম। মাগুরা ২৫...
28/10/2025

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ওয়ার্ড মাষ্টার নুর আলমের দুর্নীতির রাজত্ব!
মাগুরা প্রতিনিধি
এর নাম নুর আলম। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তিনি একজন ওয়ার্ড মাষ্টার। চাকুরী দানের নাম করে মিনিমাম ৪০ থেকে ৫০ জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাগুরা শহরে ৪ বাড়ি নির্মাণ করেছেন। কিছুদিন পরপরই তিনি জেলে যান আবার মুক্তিও পান।
হাসপাতালে তত্ত্বাবধায়ক মহাসিন ফকিরকে উৎকোচ দিয়ে আবার চাকরিতে বহালও থাকেন।
এই নুর আলম ওয়ার্ড বয় থেকে তত্ত্বাবধায়কের বদৌলতে ওয়ার্ড মাস্টার বনে গেছেন।
প্রতিদিন ২০ থেকে ২৫ জন লোক তাকে খুঁজতে আসে হাসপাতালে। তারা সবাই টাকা পান নুর আলম এর কাছে।
এ সব বিষয়ে তত্ত্বাবধায়কের কাছেও অনেকে অভিযোগ করে কোন প্রতিকার মেলেনি। সবচাইতে মজার বিষয় হলোঃ এই নূর আলম এত বড় প্রতারক যে, রোগীদের টেস্ট করে দেয়ার কথা বলে টাকা নিয়ে দিনের পর দিন তাদেরকে ঘুরাচ্ছেন।
এটা নিয়ে তদন্ত করলে অনেক সত্য তাই বেরিয়ে আসবে।
যেমন,মাগুরা গার্লস স্কুলের শিক্ষক উত্তম কুমারের কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে ১৬ লক্ষ টাকা নিয়েছেন।
কিন্তু চাকুরী দিতে পারেন নি। ফলে তিনি নূর আলমের নামে প্রতারণার মামলা করেছেন। মামলা নম্বর ৪২৮/২৫।
একে দ্রুত আইনেরনআওতায় না আনলে আরো নিরীহ মানুষ
তার প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হবেন।
প্রচার আছে যে,এ পর্যন্ত নুর আলম ১৫ থেকে ২০ বার জেল খেটেছেন।
কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারি ফৌজদারি অপরাধে আসামী হয়ে জেলা হাজতে গেলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। এমন কি তার চাকরিও থাকার কথা নয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বিধানটি বেমালুম চেপে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে অনেক কর্মচারী জানান যে, আগেও পাবলিক তাকে ধরে পিটিয়েছে। যে কোন সময় আবার তিনি হাসপাতালের স্টাফদের হাতে মার খেতে পারেন।
তার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক পদক্ষেপ কামনা করেছেন মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
এ বিষয় ওয়ার্ড মাষ্টার নুর আলমের কোন বক্তব্য পাওয়া যায় নি।

17/10/2025

মাগুরায় লালন উৎসব
#লালন #উৎসব

17/10/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

13/10/2025
মাগুরা মহম্মদপুরে একই পরিবারের তিন কন্যা শিশু পানিতে ডুবে মৃত্যু। আল্লাহ সকলকে ধৈর্য্য ধারন করার ক্ষমতা দিন। আমিন🤲
11/10/2025

মাগুরা মহম্মদপুরে একই পরিবারের তিন কন্যা শিশু পানিতে ডুবে মৃত্যু। আল্লাহ সকলকে ধৈর্য্য ধারন করার ক্ষমতা দিন। আমিন🤲

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আওয়ামী দোসর উত্তম কুমার অধিকারী এখন বিএনপিতে কি করে?শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক...
11/10/2025

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আওয়ামী দোসর উত্তম কুমার অধিকারী এখন বিএনপিতে কি করে?

শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক, সাবেক এমপি শিখরের ছোটভাই, তার আশির্বাদপুষ্ট, উত্তম কুমার অধিকারী এখন বিএনপিতে কি করে? ৫ তারিখের পর বেশ কিছুদিন পালাতক থাকার পর এলাকার কিছু পাতি নেতাকে ম্যানেজ করে আজ সে এলাকার কিং। প্রত্যেক সরকারি মিটিংয়ে শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচয়ে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামীলীগ বিদায়ের ৩-৪ বছর আগে এমপি শিখরের সুপারিশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সহঃসভাপতি ও ইউপি চেয়ারম্যান মসিয়ারকে মোটা অংকের টাকা দিয়ে হেড মাস্টার নিয়োগপ্রাপ্ত হন এবং উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক নির্বাচিত হন। শিখরে লোক ও বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক হয়েও আজ সে ছাত্রদলের মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিএনপির লোকজনদের ম্যানেজ করে অনুষ্ঠান পরিচালনা করেছে এবং গান গেয়েছে।

Address

Magura
7600

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক নবগঙ্গা - Dainik Noboganga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক নবগঙ্গা - Dainik Noboganga:

Share