11/09/2025
আপনি কি দীর্ঘদিন যাবৎ নাকের পলিপানের সমস্যায় ভুগছেন??
তাহলে এই ভিডিওটি আপনার জন্য👇
✅ পলিপাসের লক্ষণ:
👉ঘন ঘন হাঁচি ও ঠান্ডা লাগা,নাক বন্ধ থাকা,,,নাক দিয়ে তরল সর্দি নির্গমন, কপালে ও মাথায় ব্যথা, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট,নাকডাকা (Snoring), ঘ্রাণশক্তি কমে যাওয়া,জ্বর জ্বর অনুভূতি, খাবারে অরুচি, শরীর শুকিয়ে যাওয়া ইত্যাদি।
🪴আমাদের সেবা সমূহঃ🪴
ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে বিজ্ঞান সম্মত উপায়ে সম্পূর্ণ বিনা অপারেশনে নাকের পলিপাস, পাইলস, ফিস্টুলা, এনাল ফিসার ও টনসিলের চিকিৎসা ।
👉এছাড়াও এখানে অতি যত্ন সহকারে হিজামা (শিঙ্গা) কাপিং থেরাপি দেওয়া হয়।
বিঃদ্রঃ মহিলা রোগীদের জন্য রয়েছে গাইনী হিজামা স্পেশালিস্ট।
🌳আমাদের চিকিৎসার সুবিধা সমূহঃ
⭐কোন ধরনের ব্যথা,ক্ষত বা রক্তপাত হয় না।
⭐কোন বিশ্রামের প্রয়োজন নেই।
⭐কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই শতভাগ নিরাপদ।
⭐৭-১০ দিনেই রোগী সুস্থ হবে (ইনশা-আল্লাহ)
⭐শতভাগ রোগী ভালো হবে (ইনশা-আল্লাহ)
⭐ছোট বাচ্চা থেকে যেকোনো বয়সের রোগী/ প্রেগন্যান্ট মহিলাদের চিকিৎসা করা যাবে।
🏠চেম্বারঃ শেফা মেডিকেল এন্ড হিজামা থেরাপি সেন্টার
মোহাম্মদপুর উপজেলা পরিষদ সংলগ্ন উত্তর পার্শে, আখতারুজ্জামান চেয়ারম্যানের ক্লিনিক এর সামনে দ্বিতীয় তলা, মোহাম্মদপুর বাজার, মাগুরা।
যোগাযোগঃ👉https://wa.me/qr/I2AJ6OS2EAJ2C1
মোবাইলঃ 01950603294 (WhatsApp)