20/04/2025
সূরা ইব্রাহিম – আয়াত ২২ (১৪:২২)
এটি শয়তানের কিয়ামতের দিনের ভয়ানক বক্তব্য নিয়ে, যা খুবই গুরুত্বপূর্ণ
وَقَالَ ٱلشَّيْطَٰنُ لَمَّا قُضِىَ ٱلْأَمْرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمْ وَعْدَ ٱلْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِىَ عَلَيْكُم مِّن سُلْطَٰنٍ إِلَّآ أَن دَعَوْتُكُمْ فَٱسْتَجَبْتُمْ لِى ۖ فَلَا تَلُومُونِى وَلُومُوٓا۟ أَنفُسَكُم ۖ مَّآ أَنَا۠ بِمُصْرِخِكُمْ وَمَآ أَنتُم بِمُصْرِخِىَّ ۖ إِنِّى كَفَرْتُ بِمَآ أَشْرَكْتُمُونِ مِن قَبْلُ ۗ إِنَّ ٱلظَّـٰلِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
আর শয়তান বলবে, যখন ব্যাপার চূড়ান্ত হয়ে যাবে:
‘নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন,
আর আমি তোমাদেরকে দিয়েছিলাম মিথ্যা ওয়াদা,
আমি তোমাদের ওপর কোনো কর্তৃত্ব রাখতাম না,
শুধু তোমাদের ডাক দিয়েছিলাম,
আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে।
তাই এখন আমাকে দোষ দিও না,
নিজেদেরকেই দোষ দাও।
আমি তোমাদের সাহায্য করতে পারবো না,
তোমরাও আমার কোনো সাহায্য করতে পারবে না।
আমি তো আগেই অস্বীকার করেছি,
তোমরা আমাকে আল্লাহর সাথে শরীক করেছিলে।
নিশ্চয়ই যালেমদের জন্য রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি।
শয়তান কিয়ামতে কী বলবে, শুনলে তোমার মাথা ঘুরে যাবে!
কিয়ামতের দিন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে শয়তান কী বলবে জানো?
আল্লাহ তোমাদের যা বলছিলেন, সবই সত্যি ছিল!
আর আমি? আমি তো মিথ্যা বাটপারি করছিলাম— একটু ডাকি দিছিলাম, তুমরা নিজেই দৌড়ে আসলে।
জোর করে গুনাহ করাইছি? না ভাই, শুধু ইনভাইট দিছি!
তোমরাই হাই রেসপন্সিভ ছিলা!
তাই এখন কইতেছি—
আমাকে দোষ দিও না,
নিজেরে দোষ দাও!
ভাবো তো!
তুমি সারা জীবন শয়তানের কথায় হাটলা,
পাপ করলা, নামাজ ছাড়লা,
রোজা ফাঁকি দিছিলা,
চিন্তা করলা—শেষে তো মাফ চাইবো…
আর কিয়ামতে গিয়ে শয়তান মুখে মাইক্রোফোন ধরে ঘোষণা দিবে:
আমি তো শুধু TikTok লিংক পাঠাইছিলাম!
তুমি নিজেই scroll করতে করতে গুনাহর মহাসাগরে ভেসে গেলা!
তখন?
না নামাজ,
না ইস্তেগফার,
না মাফের সুযোগ—
শুধু আফসোস আর জাহান্নামের আগুন।
ভুলেও ভাবো না— “পরে ঠিক হয়ে যাবো!”
কারণ শয়তান কিন্তু তোমার “পরের ” টাইমটাও কিনে রাখছে!
আজই ফিরে এসো—
• তার ওয়াসওয়াসা রিজেক্ট করো,
• আল্লাহর ওয়াদা গ্রহণ করো,
• এবং একবার হলেও নিজের বিবেককে জাগাও—
আমি কাকে ফলো করতেছি?!
#শয়তানের_মুখে_শেষ_বক্তব্য
#তুমি_তোর_ভুলের_দায়_নেবেই
#জান্নাত_না_জাহান্নাম_তোমার_চয়েজ