Magura Reporter's Unity

Magura Reporter's Unity news

30/10/2025

জেলা ক্রীড়া সংস্থার সাথে মস্তানি করে।
না খেলেও জয় ছিনিয়ে নিল চাউলিয়া কাবাডি ক্লাব

30/10/2025

মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫ মোহাম্মদপুর স্বপ্নচক
বনাম
চরঙ্গী ক্লাব

আজ ৩০-১০-২০২৫,রোজ বৃহস্পতিবার।মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ-২০২৫।দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবে বিকাল ৪ ঘটিকায় মাগুরা রি...
29/10/2025

আজ ৩০-১০-২০২৫,রোজ বৃহস্পতিবার।
মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ-২০২৫।
দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবে বিকাল ৪ ঘটিকায়
মাগুরা রিপোর্টার্স ইউনিটি বনাম চাউলিয়া স্পোর্টস একাডেমী।
স্থান:নোমানী ময়দান
আয়োজক: জেলাঃ ক্রিড়া সংস্থা মাগুরা।
সরাসরি সম্প্রচার: মাগুরা রিপোর্টার্স ইউনিটি পেজ।

মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগের ২য় ম্যাচে রিপোর্টার্স ইউনিটির দারুণ জয়মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজন...
28/10/2025

মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগের ২য় ম্যাচে রিপোর্টার্স ইউনিটির দারুণ জয়

মাগুরা প্রতিনিধি:

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগ-এর দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি কাবাডি দল। প্রতিপক্ষ ভায়না কাবাডি দলকে হারিয়ে জয় দিয়ে লীগ অভিযান শুরু করেছে তারা।

আজ মঙ্গলবার বিকেলে নোমানী ময়দানে অনুষ্ঠিত খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে রিপোর্টার্স ইউনিটি। দলের রেইডাররা একের পর এক পয়েন্ট সংগ্রহ করে দলকে এগিয়ে নেন। অপরদিকে, ভায়না কাবাডি দল কিছু সময় ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত হার এড়াতে ব্যর্থ হয়।

প্রথমার্ধেই ১৯ পয়েন্টে এগিয়ে যায় রিপোর্টার্স ইউনিটি। দ্বিতীয়ার্ধে ভায়না দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৪৭–৩৯ পয়েন্টে জয় নিশ্চিত করে রিপোর্টার্স ইউনিটি কাবাডি দল।

খেলা শেষে উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে নোমানী ময়দান প্রাঙ্গণ। লীগ পরিচালনা কমিটির কর্মকর্তারা খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং আগামীর ম্যাচগুলোতেও ভালো খেলা অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগে জেলার বিভিন্ন ক্লাবের ৮টি দল অংশ নিচ্ছে। লীগের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টা এবং ১ নভেম্বর বিকাল ৩টায়, একই স্থানে—নোমানী ময়দানে।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় শিল্প সচিব ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগের উদ্বোধন করেন।

মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগের প্রথম খেলায় জয় পেয়েছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি কাবাডি দল, সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
28/10/2025

মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগের প্রথম খেলায় জয় পেয়েছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি কাবাডি দল, সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।

28/10/2025

মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫
মাগুরা রিপোর্টার ইউনিটি বনাম
ভাইনা কাবাডি লিগ

মাগুরার প্রথম কাবাডি লীগ ২০২৫ এর মাগুরা রিপোর্টার ইউনিটি এর টিম।   #মাগুরা #ভাইরাল
28/10/2025

মাগুরার প্রথম কাবাডি লীগ ২০২৫ এর মাগুরা রিপোর্টার ইউনিটি এর টিম।
#মাগুরা
#ভাইরাল

২৮ শে অক্টোবর বিকেল  ৩টায় মাগুরা রিপোর্টার্স ইউনিটি বনাম ভায়না কাবাডি ক্লাব।
27/10/2025

২৮ শে অক্টোবর বিকেল ৩টায় মাগুরা রিপোর্টার্স ইউনিটি বনাম ভায়না কাবাডি ক্লাব।

Address

Asaduzzaman Road
Magura
7600

Alerts

Be the first to know and let us send you an email when Magura Reporter's Unity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Magura Reporter's Unity:

Share