Hardship

Hardship Hardship - ফেসবুক পেইজ”

মায়া আর আত্মা হচ্ছে পরস্পর বন্ধু » মৃত্যু'র আগে কেউই দেহ ত্যাগ করে না!

- লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।🥰🖤

হাসিনা বেঁচে আছে নাকি মারা গেছে এই নিয়ে গোপালগঞ্জে ২ পক্ষের সং*ঘর্ষে নি*হত ১
28/10/2025

হাসিনা বেঁচে আছে নাকি মারা গেছে এই নিয়ে গোপালগঞ্জে ২ পক্ষের সং*ঘর্ষে নি*হত ১

07/10/2025

সিতাকুন্ড চন্দ্রনাথ পাহাড়ে গেছিলাম তখন দেখি তারাও এত উপরে উঠে আবার নামতেছে তারা ও ঘুরতে আসছে আমাদের মতো। আমাদেরই অনেক কষ্ট হইছে এই বয়সে। আর তারা আমাদের দাদার বয়সের হবে তরাও আমাদের মতো ৫-৬ জন মিলে ঘুরতে গেছে। শখ কখনো বয়স মানে না❤️

05/10/2025

অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার যাবেন না।🖤

21/09/2025

ফিলি*স্তি*নকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা।

আগে যার সাথে রাত-দিনঅবিরাম গল্পের শেষ হত না,একটা মেসেজের উত্তরেআরো হাজারো কথা জন্ম নিতো।আজ সেই মানুষটিই আছে সামনে,কিন্তু...
11/09/2025

আগে যার সাথে রাত-দিন
অবিরাম গল্পের শেষ হত না,
একটা মেসেজের উত্তরে
আরো হাজারো কথা জন্ম নিতো।

আজ সেই মানুষটিই আছে সামনে,
কিন্তু নীরবতার দেয়াল
আমাদের মাঝখানে দাঁড়িয়ে—
যেখানে কথাই আর জন্ম নেয় না,
শুধু অপূর্ণতার দীর্ঘশ্বাস ভেসে বেড়ায়। 🖤
লেখায় -শুভ ✍️
পেজ Hardship 📖

07/09/2025

চন্দ্রগ্রহণে নাগ-নাগিনীরা মিলনকালে নাগিনীরা মাথা থেকে মণি খুলে পাশে রেখে দেয়।এখন সেই মণির সন্ধানে বের হচ্ছি তাই পার্টনারের প্রয়োজন।

06/09/2025

- সময় সবার একরকম থাকে না.!😊💔🥀

যখন তুমি কাউকে সমস্ত ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা দিয়ে দাও, তবুও যদি তার চোখে তোমার কোনো মূল্য না থাকে—সেটাই পৃথিবীর সবচে...
01/09/2025

যখন তুমি কাউকে সমস্ত ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা দিয়ে দাও, তবুও যদি তার চোখে তোমার কোনো মূল্য না থাকে—
সেটাই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শাস্তি।

তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়ো, নিঃশ্বাস নিতে যন্ত্রণা হয়, অথচ সে বুঝতেই পারে না তোমার কষ্টের গভীরতা।

ভালোবাসা সত্যিই শুধু দেওয়া যায়—পাওয়া নয়।

লেখায় -শুভ ✍️
Page -Hardship 📖

তুমি নেই কথাটা শুনলেইবুকের ভেতর কেঁপে ওঠে হৃদয়,মনে হয় যেন চারপাশ হঠাৎ নিভে যায়সব আলো, সব স্বপ্ন—ডুবে যায় অন্ধকারের গভীরে...
24/08/2025

তুমি নেই কথাটা শুনলেই
বুকের ভেতর কেঁপে ওঠে হৃদয়,
মনে হয় যেন চারপাশ হঠাৎ নিভে যায়
সব আলো, সব স্বপ্ন—
ডুবে যায় অন্ধকারের গভীরে। 💔

তুমি নেই,
এই শব্দটাই আমার কাছে
অসহ্য ঝড়ের মতো,
যা সবকিছু ভেঙেচুরে দেয় মুহূর্তে,
ফেলে যায় শুধু শূন্যতা আর নীরবতা।

আমি বারবার ভাবি,
এত ভালোবাসা, এত মায়া
তাহলে কি সত্যিই মুছে যায়?
তুমি না থাকলেও কেন এখনো
তোমার নামেই ভরে ওঠে আমার শ্বাস,
তোমার স্মৃতিতেই জেগে ওঠে প্রতিটা রাত।

তুমি নেই—
এই কথাটাই আমাকে প্রতিদিন
আবার নতুন করে ভাঙে,
আবার নতুন করে জ্বালায়,
কিন্তু তবুও অদ্ভুতভাবে
তোমাকেই খুঁজে ফিরি আমি,
হাজার ভিড়ের মাঝেও একা হয়ে। 🥀

লেখায় -শুভ ✍️
পেজ Hardship 📖

তুমার না-থাকার যন্ত্রণা লুকায়ানিরবে বইসা থাকি আমি।কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই,শুধু হৃদয়টা চুপচাপ কাঁদে।শুধু নীরব তু...
21/08/2025

তুমার না-থাকার যন্ত্রণা লুকায়া
নিরবে বইসা থাকি আমি।

কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই,
শুধু হৃদয়টা চুপচাপ কাঁদে।

শুধু নীরব তুমারে-ই মিস করি,
প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে।

তুমি যত দূরে থাকো,
তুমি যত সময়ের বাইরে—
আমার দুনিয়ার রং হারায়,
শুধু তোমার স্মৃতিতেই বাঁচি আমি।

নীরবতায় তোমার নাম ফিসফিসাই,
চোখের কোণে গোপনে জল জমে যায়,
তুমারে-ই মিস করি,
আজও, কালও, চিরকাল।

লেখায় -শুভ ✍️
পেজ Hardship 📔

Address

Magura
7610

Telephone

+8801568052912

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hardship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category