Islami Media 22

  • Home
  • Islami Media 22

Islami Media 22 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্,
Islami media 22 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম
(1)

08/07/2025

আলোচিত বক্তব্যের পুরোটা সমালোচকদের ক'জন শুনেছেন জানিনা। অত্যন্ত জ্ঞানগর্ভ এবং সারগর্ভ আলোচনা।

একজন মুহাক্কিক ও বিদগ্ধ আলেম, ইতিহাসবিদ, কিংবদন্তী মাওলানা উবায়দুল্লাহ ফারুক। (বারাকাল্লাহ হাফিযাহুল্লাহ)।

06/07/2025

কারবালার মর্মান্তিক ঘটনার জন্য হযরত আমীরে মুয়াবিয়া রাদিআল্লাহু তাআ'লা আনহুকে দায়ী করা ঈমানবিধ্বংসের শামিল; সাহাবায়ে কেরামদের গালমন্দ করা কুফরি......!!!
- ফুরফুরার গদ্দীনশীন পীর শায়খ মিশকাত সিদ্দিকী হাফি.

ইনশাআল্লাহ
05/07/2025

ইনশাআল্লাহ

05/07/2025

আশুরা ও মুহররম সম্পর্কে বিস্তারিত জানুন।
🎙️ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.

গতকাল গতকাল জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত ফুরফুরার মাসিক জিকির, দোয়া ও তা'লিমী মাহফিলের স্থিরচিত্র ❤️।ছবি কৃতজ্ঞত...
05/07/2025

গতকাল গতকাল জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত ফুরফুরার মাসিক জিকির, দোয়া ও তা'লিমী মাহফিলের স্থিরচিত্র ❤️।
ছবি কৃতজ্ঞতায়ঃ
হযরত মাওলানা মীর হাকিমুল ইসলাম (হাফিয্বাহুল্লাহ্)।

04/07/2025

অমর খতীব মাওলানা উবায়দুল হক রহ. এর পর এমন একজন খতীবের অপেক্ষায় ছিলো জাতি।
আল্লাহ তাআলা জাতির এ অকুতোভয় রাহবারকে দীর্ঘজীবী করেন, আমীন!

29/06/2025

ওই ব্যক্তির ঈমান নেই; শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
ফুরফুরা দরবার, দারুসসালাম মীরপুর ২/২,বাংলাদেশ।

25/06/2025

এভাবে মানব সভ্যতা টিকবে না।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.

22/06/2025

প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অংশগ্রহণ করা ২৭ টি যু$দ্ধে উভয়পক্ষে মারা গেছে মোট চারশ মানুষ। তাদের প্রত্যেকে আবার ছিলেন সামরিক যো$দ্ধা।

আজকের পৃথিবীতে এক বো$মার আঘাতেই চারশর বেশি মানুষ মারা যায়। যাদের বেশিরভাগই আবার নারী-শিশু-বৃদ্ধ সহ বেসামরিক সাধারণ মানুষ।

এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী সভ্য!

নবীজি (সা.) এবং তাঁর সৈনিকেরা কখনো কোনো নারী কিংবা শিশুর গায়ে ফুলের টোকাও দেননি। অথচ আজ প্রতিটি রণাঙ্গণে কান পাতলেই শোনা যায় নারী ও শিশুর আর্তনাদ।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী অনেক মানবিক!

নবীজি (সা.) কখনো উপাসনালয়ে থাকা যাজকদের হ$ত্যা করেননি। অথচ আজ বেছে বেছে ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় নেতাদের টার্গেট করা হয়।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী সংখ্যালঘুদের ব্যাপারে সংবেদনশীল!

নবীজি (সা.)-এর খলিফা আবু বকর (রা.) যুদ্ধের সময় সৈনিকদের গাছপালা ও ফসল নষ্ট করতে নিষেধ করেছেন। অথচ আজ নির্বিচারে কা$র্পেট বো$মা মেরে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করা হয়।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী অনেক বেশি পরিবেশ সচেতন।

নবীজি (সা.) লাশের সাথে অমানবিক আচরণ করত নিষেধ করেছেন। অথচ আজ মৃত লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা হয়।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী মানবাধিকারের উর্বরভূমি

নবীজি (সা.) সম্মুখ যু$দ্ধেও প্রতিপক্ষের আক্রমণের অপেক্ষা করতেন, আক্রমণের আগে তাদের শেষবারের মতো দাওয়াত দিতেন, অথচ আজ ক্ষমতাধরেরা যখন যেখানে খুশি এমনকি রাতে আঁধারে ঘুমন্ত মানুষের ওপর হামলা করে।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী শান্তিকামী।

- শায়খ আহমাদুল্লাহ ত্রিশালী

20/06/2025

কিন্তু আপনার জান্নাত! কে দেখবে?
শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ.)

19/06/2025

আজকের পড়ন্ত বিকালে মিল্লাতে ইব্রাহীমের চত্ত্বর...
নেই বর্ণবাদ.. নেই জাতীয়তাবাদ..
মানবজাতির বৈশ্বিক সংস্কৃতি তাওহীদ - যেটা ছাড়া মানবজাতি কখনও ঐক্যবদ্ধ হতে পারেনা।

11/06/2025

যে দুই শ্রেণির উম্মত জান্নাতের সুগন্ধিও পাবে না
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)

Address


Alerts

Be the first to know and let us send you an email when Islami Media 22 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islami Media 22:

  • Want your business to be the top-listed Media Company?

Share