TasNim Hasiba

TasNim Hasiba Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TasNim Hasiba, Digital creator, Magura.

07/05/2025

আমরাই বোধয় একমাএ জেনারেশন যারা নিজেদের জীবনে করোনা , লক ডাউন, ভূমিকম্প , যুদ্ধ ,সাইরেন , বাঙ্কার সব দেখে যাবো 🙂💔

30/03/2025

মাগুরার লোকজনের তৈরি করা কিছু আঞ্চলিক ভাষা🙂🥴😩

১।মাগুরা=মাইগরো
২। কলস= ঘড়া
৩। নারিকেল =নাইরকেল
৪।মেশিন = ম্যাশিং
৫। জুতা= জুতো
৬।গ্লাস=গিলাস
৭।বিদ্যুৎ = কারেন/ কারেন্ট
৮।কাঁথা = খেতা
৯। বৃহস্পতিবার = বিসুদবার
১০।শুক্রবার = শুক্কুরবার
১১। মরিচ - ঝাল
১২। সরিষার তেল - শইসশের তেল
১৩। বিড়াল - বিলেই
১৪। সুয়েটার = জাম্পার
১৫। ট্রেন = টেন
১৬। মসজিদ = মসজিদ
১৭। মেয়ে=ছেমরি
১৮। মহিষ = মইষ
১৯। গাভী = গাই
২০। উঠান = উটোন
২১। কাঁঠাল = কাটাঁল
২২। পেয়ারা = পিয়ারা
২৩। আখঁ =কুশর
২৪। জুম'আ = জুমা
২৫। লুঙ্গি = লুঙি
২৬। প্যান্ট = প্যান
২৭। মাথা =মাতা
২৮। ডাল = ডাইল
২৯। গোশত = গোস
৩০। সুতা = সুতো
৩১। সূচ = সুই
৩২। গোসল = গা ধুয়া
৩৩। চাউল = চাল

আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দেবে।😓চাপে পড়ে সবকিছু মানতে মানতে একসময় দেখবেন, সবাই ঠিক ঠাক ই আছে কিন্তু...
09/01/2025

আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দেবে।😓
চাপে পড়ে সবকিছু মানতে মানতে একসময় দেখবেন, সবাই ঠিক ঠাক ই আছে কিন্তু আপনি আর সেইই আপনি নেই..💔🥹🖤

HR -RaHa
29/12/2024

HR -RaHa

💔
06/12/2024

💔

19/08/2024

দুইদিন আগে সারজিসকে বিয়ে করতে চাওয়া আপুরা এখন আবার সেই Army অফিসারকে বিয়ে করতে চায়।🙂🙂😑😑

মানুষের জীবন খুবই অদ্ভুত।  কত মিল🙂 দিপীকা পাডুকোন  যখন রনবীর কাপুরের সাথে প্রেমে ছিলেন  এই নায়িকা অতি আবেগে তার ঘাড়ে  রন...
11/08/2024

মানুষের জীবন খুবই অদ্ভুত। কত মিল🙂

দিপীকা পাডুকোন যখন রনবীর কাপুরের সাথে প্রেমে ছিলেন এই নায়িকা অতি আবেগে তার ঘাড়ে রনবীরের নামে ট্যাটু পযর্ন্ত একেঁছিল। রনবীর কাপুরের ভালোবাসায় এই নায়িকা এতটা ডুবে গেয়েছিল যে ,সে রনবীরের জন্য অনেক ভালো ভালো ছবি করার অফার পর্যন্ত ফিরিয়ে দিয়েছিল সে সময়টায়।

অতঃপর রনবীর দিপীকার সাথে সম্পর্ক থাকা অবস্থাতেই জড়িয়ে পরে অন্য একজন জনপ্রিয় নায়িকার সাথে। কারন সে তার স্বভাবে অটল ছিল ,তাই প্রকৃত ভালোবাসার টানও তাকে লয়্যাল করতে পারেনি। আর ওই সময় ঘটনাটা জানার পর দিপীকা সম্পূর্ণ ভে*ঙ্গে পড়েছিলেন মানসিকভাবে হয়ত বা দিপীকার জীবনে অনেক মানুষ এসেছিল, কিন্তু রনবীর কাপুরকে সে মন থেকে ভালোবেসে ছিলেন।

ওই সময়ে এক ইন্টারভিউতে আমি দিপীকা কে বলতে শুনেছি যে দিপীকা নাকি ১৬ ঘন্টা ঘুমের ঔ*ষু*ধ খেয়ে বিছানায় পরে থাকতো। নিজেকে পরিবর্তন করতে তার অনেক ক*ষ্ট ও য*ন্ত্র*না সহ্য করতে হয়েছে। বিভিন্ন মানসিক ডাঃ এর কাছে যেতে হয়েছে কারন একজন মানুষ যখন আরেকটা মানুষকে মন থেকে ভালোবাসে ও ঘর বাঁধার স্বপ্ন দেখে তার চিটিং সে মেনে নিতে পারে না।

পরবর্তীতে তার জীবনে অনেক গুলো জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি এসেছে। তিনি অনেক পুরস্কৃত ও হয়েছিলেন কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করে। তার ও দিন ফিরেছে। তার জীবনে ওই ভেঙ্গে পরা সময়টায় কেউ এসেছিলো।কারন প্রকৃতি সমতা পছন্দ করে তাই তার জীবনে সৃষ্টিকর্তা এনে দিয়েছিলেন রনবীর সিং কে। রনবীর সিং তাকে এতটাই ভালোবাসা দিয়ে তার মনের ক্ষ*ত সারিয়ে দিয়েছিলেন যে তার পরিনতি আমরা এখন দেখতে পারি। তারা সুখী দম্পতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দিপীকাকে রনবীর এতটাই ভালোবাসে দিপীকা তাই তার পুরানো প্রেমকে ভুলতে বা*ধ্য হয়েছিলেন।

আমি বলবো কারো জন্য পৃথিবী থেমে থাকেনা, আমরা ভালোবাসতে ভুল করি কিন্তু ভালোবাসা কখনও ভুল হতে পারেনা। কেউ আপনার মূল্য না বুঝলে তার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ করুন, কেউ চলে গেলে আফসোস করার কিছু নেই কারন যে আপনার জন্য পারফেক্ট রাইট ওয়ান সে আসবেই। সে শুধু আপনার জীবনে আসবেই না আপনাকে প্রচন্ড ভালোবেসে আগলে রাখবে সমস্ত কিছুর থেকে।

Every girl love this type of possesiveness ❤️

~মাসুমা ইসলাম নদী

11/08/2024

আমি শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়া যত শত্রু বানাইছি, আপনি মা'রামারি কইরাও ততগুলা শত্রু বানাইতে পারবেন না! 😭
তাও লেখালেখি বন্ধ হয়না😓

Address

Magura

Website

Alerts

Be the first to know and let us send you an email when TasNim Hasiba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share