
04/07/2025
বর্ষায় মধুমতী নদী এক হৃদয়ছোঁয়া দৃশ্যপট বর্ষা নামলেই বদলে যায় মধুমতী নদীর চেহারা। নদীর তীরজুড়ে তখন সবুজের সমারোহ। ছোট নৌকাগুলো ছুটে চলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, বর্ষায় নদী যেমন সৌন্দর্য ছড়ায়, তেমনি বয়ে আনে কিছু চ্যালেঞ্জও।
কোথাও কোথাও তীর ভাঙে, কোথাও প্লাবন হয়, তবুও মানুষের জীবনে নদীর সাথে এই বন্ধন অনন্য। ছোট ছোট গ্রামগুলোর মানুষগুলো তখনও নদীকে ঘিরেই বাঁচে, গড়ে নেয় জীবনের নতুন গল্প। মধুমতী তখন কেবল একটি নদী নয়, সে এক জীবন্ত কাব্য, বর্ষার ছোঁয়ায় নবজীবনের প্রতীক। ছবি ছবি চুড়ারগাতী বাবুখালি মহাম্মদপুর মাগুরা ২০২৫ !! 😍