মাগুরা জেলার ইতিহাস ও ঐতিহ্য

  • Home
  • Bangladesh
  • Magura
  • মাগুরা জেলার ইতিহাস ও ঐতিহ্য

মাগুরা জেলার ইতিহাস ও ঐতিহ্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাগুরা জেলার ইতিহাস ও ঐতিহ্য, Créateur de vidéos, magura khulna, Magura.
(5)

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা মাগুরা। আমরা অনেকেই জেলা সম্পর্কিত কিছু জানি না। যেমন প্রাচীনকালে গৌড় জনপদের অংশ ছিল। এ জেলার পুরাকীর্তি, জন্ম নেওয়া কবি ও সাহিত্যক ব্যক্তি। মধুমতী নদী ও নবগঙ্গা নদী এই জেলার প্রাণ। মাগুরার জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য আমাদের এই পেজ। আমরা অনেকেই মাগুরা সম্পর্কিত অনেক কিছু জানি না। যেমন ধরুন বিভিন্ন পুরাকীর্তি, মাগুরার জন্ম নেওয়া অনেক সম

্মানিত ব্যক্তি। আমরা সকলেই চেষ্টা করবো মাগুরার আসল ইতিহাস এবং ঐতিহ্য সকলের সামনে তুলে ধরার। মনে রাখবেন এটা মাগুরার পরিবার। বাইরের কেউ মাগুরা ঘুরতে আসলে এই পেজে তাকে অনেক সাহায্য করবে এবং কোনো না কোনো পেজে মেম্বার তাকে মাগুরা ঘুরতে সাহায্য করবে ইনশাল্লাহ, শুধুমাত্র পেজের সাথে একটু যোগাযোগ করলেই হবে !! 😍

পৌষ মাস আগমনের সাথে সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীত মানেই খেজুরের রস শীত মানেই পিঠা। তাই শীত মৌসুম আসার সাথে সাথে ...
26/11/2025

পৌষ মাস আগমনের সাথে সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীত মানেই খেজুরের রস শীত মানেই পিঠা। তাই শীত মৌসুম আসার সাথে সাথে ব্যস্ত হয়ে উঠেছে উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের গাছিরা। শীত হলো খেজুর রস আহরণের মৌসুম। গাছিরা এখন খেজুর গাছ থেকে রস আহরণের যাবতীয় প্রস্তুতি ও সংগ্রহের জন্য ব্যস্ত। এ মৌসুমে আবহমান বাংলায় খেজুর রস থেকে তৈরি পিঠার উৎসব আর নবান্নের উৎসব একটি প্রাচীন ঐতিহ্য। কৃষকরা নতুন ধান সংগ্রহের পাশাপাশি গাছিরা খেজুর রস আহরণ শুরু করেছে। গাছিরা মাটির হাড়িতে খেজুর রস সংগ্রহ করা হয়। তবে আজকাল প্লাস্টিকের বোতলেও খেজুর রস আহরণ করে চাষিরা। এসব রস বাজারে বিক্রি করা হয়। ছবি মাগুরা ২০২৩ !! 😍

সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের কার্তিক পুজায় অভিনব এ সিঙ্গা মিষ্টির ব্যবহার হয়ে আসছে। দেখতে চোঙাকৃতি মিষ্টির উচ্চতা এ...
18/11/2025

সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের কার্তিক পুজায় অভিনব এ সিঙ্গা মিষ্টির ব্যবহার হয়ে আসছে। দেখতে চোঙাকৃতি মিষ্টির উচ্চতা এক ফুট থেকে শুরু করে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে। জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের লোকজন বাংলা কার্তিক মাসের শেষ দিন পুত্র সন্তান লাভের আসায় তাদের দেবতাদের সেনাপতি কার্তিকের সন্তুষ্টির জন্য পুজা করে থাকে। এ পুজার প্রধান উপকরণ মিষ্টিকে বিচিত্র ভাবে দেবতার সামনে উপস্থাপন করার জন্য বহু কাল ধরে সিঙ্গা তৈরির প্রচলন রয়েছে। মাগুরা সদর উপজেলা আলোকদিয়া গ্রামে সিঙ্গা মিষ্টি এলাকার একটি ঐতিহ্যবাহী মিষ্টি। দীর্ঘদিন ধরে গ্রাম বাংলায় এ মিষ্টির প্রচলন রয়েছে। ছবি আলোকদিয়া মাগুরা ১৭ অক্টোবর ২০২৫ !! 😍

18/11/2025

আধ্যাত্মিক ফকির লালন সাঁইজীর ১৩৫ তম তিরোধান দিবস। 🙏❤️

সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের কার্তিক পুজায় অভিনব এ সিঙ্গা মিষ্টির ব্যবহার হয়ে আসছে। দেখতে চোঙাকৃতি মিষ্টির উচ্চতা এ...
17/11/2025

সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের কার্তিক পুজায় অভিনব এ সিঙ্গা মিষ্টির ব্যবহার হয়ে আসছে। দেখতে চোঙাকৃতি মিষ্টির উচ্চতা এক ফুট থেকে শুরু করে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে। জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের লোকজন বাংলা কার্তিক মাসের শেষ দিন পুত্র সন্তান লাভের আসায় তাদের দেবতাদের সেনাপতি কার্তিকের সন্তুষ্টির জন্য পুজা করে থাকে। এ পুজার প্রধান উপকরণ মিষ্টিকে বিচিত্র ভাবে দেবতার সামনে উপস্থাপন করার জন্য বহু কাল ধরে সিঙ্গা তৈরির প্রচলন রয়েছে। মাগুরা সদর উপজেলা আলোকদিয়া গ্রামে সিঙ্গা মিষ্টি এলাকার একটি ঐতিহ্যবাহী মিষ্টি। দীর্ঘদিন ধরে গ্রাম বাংলায় এ মিষ্টির প্রচলন রয়েছে। ছবি আলোকদিয়া মাগুরা ১৭ অক্টোবর ২০২৫ !! 😍

ঐতিহাসিক নোমানী ময়দান হলো মাগুরা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান, যা একসময় খেলার মাঠ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক...
15/11/2025

ঐতিহাসিক নোমানী ময়দান হলো মাগুরা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান, যা একসময় খেলার মাঠ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র ছিল। এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংগ্রাম কমিটির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং এখন এখানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। বর্তমানে এটি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়, যেমন ঈদুল ফিতরের নামাজ।

ঐতিহাসিক তাৎপর্য: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই ময়দানটি সংগ্রাম কমিটির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল, যেখান থেকে অ্যাডভোকেট আছাদুজ্জামান অন্যান্য জেলা সংগ্রাম কমিটির সাথে যোগাযোগ রাখতেন। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই মাঠটি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী।

বর্তমানে মাঠের কিছু অংশ বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক স্থাপনা, যেমন দিনান্ত ক্লাব, আনসার ভিডিপি কার্যালয় এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণের কারণে সংকুচিত হয়ে এসেছে।
ঈদুল ফিতরের প্রধান জামাতের মতো বড় ধর্মীয় অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হয়। এছাড়াও, এটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক। ছবি ২০২৫ !! 😍

13/11/2025

ফকির লালন সাঁইজির ১৩৫ তম স্মরণোৎসব। 🙏❤️

06/11/2025

গ্রামীণ সৌন্দর্যের চিত্র মধুমতী নদী।

ঐতিহ্যবাহি ডুমুরশিয়া গ্রামে ১০৫ তম লাঠি খেলার আয়োজন হয়েছে। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের ঐতিহ্যবাহি ল...
04/11/2025

ঐতিহ্যবাহি ডুমুরশিয়া গ্রামে ১০৫ তম লাঠি খেলার আয়োজন হয়েছে। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের ঐতিহ্যবাহি লাঠি খেলার মেলাটি মাগুরা জেলার মধ্যে অন্যতম জনপ্রিয় মেলা। মূলত এ মেলার কারনেই ডুমুরশিয়া গ্রামের পরিচিতি ও সুখ্যাতি বৃদ্ধি পেয়েছে। প্রতিবছর বাংলা সনের কার্তিক মাসের ১৬ তারিখ লাঠি খেলার মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যতদুর জানা যায় মাগুরা জেলায় প্রথম আলোকদিয়া বড় পীর সাহেবের কাচারির সামনে সুন্নতি লাঠি খেলার প্রচলন শুরু হয়। আলোকদিয়ার পীরবাড়ির সৈয়দ মোল্যা শের আলী ছিলেন নবাব সিরাজুদ্দৌলার গৃহশিক্ষক। তাঁর সম্মানে নবাব আলীবর্দি খাঁ আলোকদিয়া ভূমির খাজনা নিষ্কর করে দেন। এ বংশের সৈয়দ জাফর সাদেক বড়পীর সাহেব বলে পরিচিত। এই বড়পীর সাহেবের কাচারির সামনে সপ্তদশ অষ্টাদশ শতাব্দিতে সুন্নাতি লাঠি খেলার আয়োজন করা হতো। বর্তমানে আলোকদিয়া পীরবাড়ির সামনে লাঠি খেলার আয়োজন দেখা যায় না।

তবে ডুমুরশিয়াবাসী এ ধার অব্যহত রেখেছেন, ঐতিহ্যবাহি লাঠি খেলা। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বিচার গান বা পালা গান অন্যতম এ ছাড়াও দেশের নামিদামি শিল্পিবৃন্দ এ মেলাতে সংগীত পরিবেশন করে থাকেন। মেলাকে কেন্দ্র করে ডুমুরশিয়া গ্রামসহ আশপাশের দশ গ্রামের মানুষের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়। তাদের মধ্যে ঈদ বা পূজার মত প্রস্তুতি চলতে থাকে যেমন- জামাই-মেয়ে, নাতি-নাতনিকে মেলার দাওয়াত দেওয়া, মুড়ি ভাজা, চিড়া কোটা, কাপড় কাচা ইত্যদি। ছবি ডুমুরশিয়া মহম্মদপুর মাগুরা ২০২৫ !! 😍

03/11/2025

ডুমুরশিয়া ঐতিহ্যবাহি ১০৫ তম লাঠি খেলা মহম্মদপুর মাগুরা ২০২৫ !! ❤️

Address

Magura Khulna
Magura
7600

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাগুরা জেলার ইতিহাস ও ঐতিহ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share