Beroil Polita Girl's High School

Beroil Polita Girl's High School The Beroil Palita Secondary Girls' School is located in a remote area of Beroil Palita village in so

26/10/2025

২৬/১০/২০২৫
আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি বেরইল পলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আওতায় সকল গ্রামবাসীর প্রতি যাদের সুন্দর ও দূরদর্শী চিন্তাভাবনার মাধ্যমে ৫ জন অভিভাবক সদস্যকে মনোনীত করেছেন কোনো ভোটাভুটি ছাড়া। যটা না বললেই নয় তা হলো
এই বিদ্যালয়ে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে কমিটি গঠনের বিষয়ে কোনো নির্বাচন করতে হয়নি শুধু ছাড় দেওয়ার মানসিকতার মাধ্যমে অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন/করেছেন।
আজও সেই ধারাবাহিকতার প্রতিফলন ঘটিয়েছেন। আর সার্বিক তত্ত্বাবধানে ও সুন্দর দিকনির্দেশনা দিয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো: গোলাম সোবহানী স্যার ও এলাকাবাসী।

26/10/2025

২৬/১০/২০২৫
বেরইল পলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সরকারি বিধিমালা অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটি (ম্যানেজিং কমিটি) গঠনের নিমিত্তে স্বাগত বক্তব্যে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো: গোলাম সোবহানী স্যার।

21/10/2025

আগামীকাল থেকে বিদ্যালয়ের সকল শ্রেণি কার্যক্রম চলবে।সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার জন্য আহবান করা হলো।
প্রধান শিক্ষক, বেরইল পলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়

বেরইল পলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের তফসিল ঘোষণা।
21/10/2025

বেরইল পলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের তফসিল ঘোষণা।

12/10/2025

এইমাত্র দশজন প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ উপদেষ্টা অর্থ সচিবের সাথে বৈঠক করার জন্য সচিবালয়ে প্রবেশ করছে।

10/10/2025
🔴 শিক্ষা মন্ত্রণালয় এর পরিপত্রে  এম,পি,ও ভুক্ত বেসরকারি কর্মচারীদের স্কুল, কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে  ত...
29/09/2025

🔴 শিক্ষা মন্ত্রণালয় এর পরিপত্রে এম,পি,ও ভুক্ত বেসরকারি কর্মচারীদের স্কুল, কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পর্যায়ে নিয়োগের সুপারিশ প্রণয়নের জন্য নির্দেশমালা জারি করা হলো।
প্রতিষ্ঠান প্রধান শূন্যপদের তালিকা পঞ্জিকা বৎসরের ৩১ আগস্টের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা শিক্ষা অফিসারকে অনলাইনে পাঠাবেন।

নতুন নির্দেশনা ssc-2026 এর জন্য।বাংলা, আইসিটি ও ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে কিছু প্রশ্ন কাঠামোর পরিবর্তন এনেছে।
23/09/2025

নতুন নির্দেশনা ssc-2026 এর জন্য।
বাংলা, আইসিটি ও ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে কিছু প্রশ্ন কাঠামোর পরিবর্তন এনেছে।

22/09/2025

যদি ড্রাইভারের আচরণ সন্দেহজনক মনে হয়, তখন শান্ত থেকে কিছু বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিতে পারেন:

করণীয় পদক্ষেপ

1. লোকেশন শেয়ার করুন

পরিবারের কারও সাথে বা বিশ্বস্ত বন্ধুর সাথে আপনার লাইভ লোকেশন শেয়ার করুন (WhatsApp/Google Maps এ সহজেই করা যায়)।

গাড়ির নাম্বার ও ড্রাইভারের ছবি (যদি সম্ভব হয়) পাঠিয়ে দিন।

2. আচরণ লক্ষ্য করুন

ড্রাইভার যদি অস্বাভাবিকভাবে কথা বলে, অচেনা রাস্তায় নেয় বা ফোনে সন্দেহজনকভাবে কারও সাথে কথা বলে, তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে যান।

3. অবস্থান পরিবর্তন কৌশল

ফোনে জোরে জোরে কথা বলুন, এমন ভান করুন যেন কেউ অপেক্ষা করছে (“আমি ১০ মিনিটে পৌঁছাচ্ছি, গেটে দাঁড়িয়ে থেকো”)।

প্রয়োজনে বলুন আপনি GPS ট্র্যাকিং-এ আছেন।

4. বসার জায়গা

ট্যাক্সি/কারে হলে পিছনের সিটে, ড্রাইভারের ডানপাশে বসা ভালো। এতে দরজা সহজে খোলা যায় ও ড্রাইভার সহজে আক্রমণ করতে পারে না।

অটোতে উঠলে একেবারে পেছনে না বসে একটু কৌশলী অবস্থানে বসুন যাতে সহজে নেমে যেতে পারেন।

5. জরুরি প্রস্তুতি

মোবাইলে জরুরি নাম্বার (999 বাংলাদেশে) ডায়াল করে হাতের কাছে রাখুন।

সেফটি অ্যাপ (যেমন Google Safety বা Women Safety Apps) ব্যবহার করতে পারেন।

ব্যাগে ছোট সেফটি টুল (যেমন হুইসেল, পেপার স্প্রে) রাখা ভালো।

6. অস্বাভাবিক হলে দ্রুত নেমে পড়ুন

মনে হলে ড্রাইভার ভুল পথে নিচ্ছে বা বিপদ হতে পারে, কাছের জনবহুল জায়গা/দোকান/পেট্রল পাম্পে নেমে যান।

নেমে সাথে সাথে অন্য গাড়ি নিন।

👉 সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো: শান্ত থাকা, সতর্ক থাকা, এবং আশপাশে লোকজন বা কর্তৃপক্ষকে জানাতে দেরি না করা
তথ্য :
মেহেদী হাসান সবুজ

বেরইল পলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সরকারি নীতিমালা অনুযায়ী দাতা সদস্য আহবান করা যাচ্ছে। উল্লেখ্য, এককালীন দাতা সদস্যে...
21/09/2025

বেরইল পলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সরকারি নীতিমালা অনুযায়ী দাতা সদস্য আহবান করা যাচ্ছে।
উল্লেখ্য, এককালীন দাতা সদস্যের জন্য ৫০,০০০/= ও আজীবন দাতা সদস্যের জন্য ৩,০০,০০০/= বিদ্যালয়ের সাধারণ হিসাব নম্বরে পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে প্রধান শিক্ষকের নিকট জমা স্লিপ দিতে হবে। আগ্রহীদের প্রধান শিক্ষকের নিকট যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সকলের জন্য শুভকামনা রইল।

17/09/2025

৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার বিজ্ঞানের প্রশ্ন ও মান বন্টন :
১। বহুনির্বাচনি প্রশ্ন ১০টি=১০
২। সংক্ষিপ্ত প্রশ্ন ৫ট=১০
৩। সৃজনশীল প্রশ্ন ৩ টি=৩০

Address

Magura To Norail
Magura
7632

Alerts

Be the first to know and let us send you an email when Beroil Polita Girl's High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share