Ami Mamun

Ami Mamun সবাই সাপোর্ট করবে।
ইনশাআল্লাহ মিষ্টি খাওয়াবো ।
Plz flowing my page❤️🤗🌲

29/11/2023

"নীল চিরকুট খানি"
With He🤗❤️
নীল চিরকুটের ভাজে ভাজে কিছু যেন লেখা রয়েছে।
সবটা বোঝা যায় না
রয়েছে কিছুটা আবছা।
নীলাম্বরীর মতো চোখ দুটো চেয়ে থাকে নীল আকাশটার দিকে, আকাশের নীলিমায় হারিয়ে বারে বারে নিজেকে খুজে ফিরে।
হাজারো তারার মাঝে
একটি তারার ভ্যালভ্যালানি আর চাঁদ খানার অদ্ভুত এক চাহুনী, আরো কিছু কথার ভিড়ে লুকিয়ে নীল চিরকুট খানি।

29/11/2023

♦️ বিশ্বের সবচেয়ে ছোট হরর স্টোরি গুলোর কয়েকটার বাংলা অনুবাদ। ♦️

⚠ Warning : দুর্বল হৃদয়ের হলে পোষ্টটি Skip করতে পারেন। ⚠️

১। জাফর সাহেব তার মেয়ে মিতুকে গুড নাইট জানিয়ে চলে যাওয়ার সময় মিতু বলল,বাবা আমার খুব ভয় করছে, খাটের নিচে ভুত লুকিয়ে আছে। জাফর সাহেব মুচকি হাসলেন,মেয়ের ভয় ভাঙানোর জন্যে খাটের নিচে তাকিয়ে দেখলেন অবিকল তার মেয়ের মত একটি মেয়ে বসে আছে,নিচ থেকে মেয়েটি বলল,বাবা,খাটের উপর কে জানি শুয়ে আছে!

২। আমার বিড়ালটা সব সময় আমার দিকে এক নজরে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো। একদিন আমি ভালো করে লক্ষ্য করলাম, আসলে সে আমার দিকে নয়। আমার মাথার ঠিক পিছনে কারো দিকে তাকিয়ে থাকে।

৩। আমি আমার খাটের নিচে একটি লাশ পেলাম। ব্যাপারটা অদ্ভুত, কারণ আমি দুটো লাশ লুকিয়ে রেখেছিলাম!

৪। আজ ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখলাম আমার ফোনের গ্যালারিতে ঘুমন্ত আমি'র একটা ছবি আছে। অথচ আমি একা থাকি!

৫। শেষ যেটি দেখলাম তা হল, ঘড়িতে ১২.০৭ বাজছে আর ভয়ংকর সেই মেয়েটি তার লম্বা নখগুলো আমার বুকের ভেতর ঢুকিয়ে দিয়েছে, আর অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরেছে। আমি চিৎকার দিয়ে জেগে উঠে কিছুটা স্বস্তি পেলাম, "স্বপ্ন ছিল"। কিন্তু ঘড়িতে তাকিয়ে দেখলাম ১২.০৬ বাজছে, সঙ্গে সঙ্গে দরজা খোলার আওয়াজ পেলাম!

৭। কাচে নক করার শব্দ শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে। জানালা গুলো ভাল করে চেক করে দেখলাম। ভাল করে শুনতে গিয়ে বুঝলাম আওয়াজটা ড্রেসিং টেবিলের আয়না থেকে আসছে।

৮। তুলির মা ছাদ থেকে ডাক দিলেন, "কাপড়গুলো নিয়ে যা, বৃষ্টি আসছে!" তুলি ছাদের দিকে যেতেই তার মা খপ করে হাত ধরে ফেললেন। ভয়ার্ত গলায় বললেন, "ছাদে যাস না, ডাকটা আমিও শুনেছি!"

৯। পৃথিবীর সর্বশেষ মানুষটি তার রুমে বসে আছে। হঠাৎ দরজায় কে যেন নক করলো!

কোনটা সবচেয়ে ভয়ংকর?

ফেসবুক থেকে সংগ্রহিত। এই পোস্ট নিয়ে কারো কোন অভিযোগ থাকলে অবশ্য ইনবক্সে বলুন। সাথে সাথে ডিলেট করে দেয়া হবে। এটা কোন প্রকার বানিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে না। এটা কেবলই বিনোদনের জন্য ব্যবহৃত হচ্ছে। তাই আশা করি এটা ফেয়ার ইউজ। কোন কপি রাইট ভঙ্গ করে নাই।

Announcement: Collected from Facebook. If anyone has any complaints about this post, please let us know in the inbox. It will be deleted immediately. It is not being used for any commercial purpose. It is only being used for entertainment. So I hope it is fair use.

29/11/2023

তোমার কাব্যে আমার ঠাই নাই,
আমার কাব্যে তোমার গান গাই।
ঐ কাব্যে তোমার মায়া নাই,
দেখবে না আর আমার ছায়া তাই।
ছোট্ট ফুলের, ছোট্ট ছায়াতে,
প্রজাপতিরা, ডানা মেলেছে।
শিশির ভেজা সবুজ ঘাসেতে,
আমার দুঃখ চাপা পরেছে।
স্নিগ্ধ ভোরের শিউলি ফুলেতে,
তোমার সুবাস আটকা পরেছে।
(আরোশ আহমেদ মামুন)
Ahmed Mamun

29/11/2023

😓💔😓ব্রেকআপ হওয়ার ২ বছর পর😓💔😓

শষী: ক্ষমা করা যায় না আমাকে?😓

জয়: হুম যায়!

শষী: তাহলে করো না কেন?

জয়: করেছি অনেক আগেই

শষী: তাহলে কাছে নাওনা কেন.

জয়: ক্ষমা আমি করেছি কিন্তু আমার অনুভূতিরা
করেনি।

শষী: মানে?

জয়: বুঝবে না.

শষী:তাহলে বোঝাও?

জয়: ধৈর্য আসে না আর।

শষী: এখন আর ভালোবসো না?

জয়: তুমি বেসেছিলে!

শষী: হ্যা

জয়: তাহলে ছেড়ে গিয়েছিলে কেন?

শষী: ভূল করেছিলাম

জয়: একটা ভূলের মাসুল সারাজীবন দিতে হয়।

শষী: কি বলতে চাইছো

জয়: আমাকে যেতে হবে এখন?

শষী: কিসের এতো তাড়া?

জয়: ব্যাক্তিগত।

শষী: অনেক বদলে গেছো তুমি?

জয়: অস্বাভাবিক আর কি,এখন একা থাকা শিখে গেছি।

শষী: আর কতবার ক্ষমা চাইবো?

জয়: চাইতে হবে না আর।

শষী: অনেক কষ্ট দিয়েছি তোমাকে নাহ?

জয়: আসি ভালো থেকো?

শষী: আগে তো আমাকে যেতে দিতে না এখন নিজেই তাড়া দিচ্ছো

জয়: পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে।

শষী: শেষবারের মতো ক্ষমা করে দেও?

জয়: ভালো থেকো😅💔

©️
✍️
গল্পোটা ভালো লাগলে একটা ফলো করে পাসে থাকো জাতে পারের গল্পোটা সবার আগে পেতে পারো🥰🥰

29/11/2023

(অস্থির জোকস)
শিক্ষক ছাত্রদের উদ্দেশে বললেন:- ‘আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে তাকে পড়া দিতে হবে না। কে সবচেয়ে অলস?'
৪৯ জন ছাত্র হাত তুলল।
হাত না তোলা বল্টুকে স্যার জিজ্ঞেস করলেন:- ‘তুমি হাত তুলছ না কেন?’
বল্টু:- 'স্যার, হাত তুলতে কষ্টহয়।'
😁😁😁😁
(মজার মজার জোকস পেতে বল্টুর এই ছোট পেজটিতে লাইক দিন)

28/11/2023

জোকস:-) ;-)
কলেজের ক্লাস রুমে হঠাৎ
এক সুন্দরী মেয়ে ঢুকলো!
ছেলেরা তো তার
একটা কথা শুনেই অঙ্গান
ভাইয়েরা সরেন,
রুমটা ঝাড়ু দিয়া লই

28/11/2023

মানসিক হাসপাতালের
এক
রোগী একমনে কী যেন
লিখছেন।
চুপি চুপি পেছনে এসে
দাঁড়ালেন
ডাক্তার & বললেন,"
কী হে,
চিঠি লিখছেন
নাকি?"
রোগী: হু।
ডাক্তার: কাকে
লিখছেন?
রোগী: নিজেকে।
ডাক্তার: বাহ্! ভালো
তো।
তা কী লিখলেন?
রোগী: আপনি কি পাগল
নাকি মশাই?
সবে তো চিঠিটা
লিখছি।
চিঠি পাঠাব, দুদিন
বাদে চিঠিটা পাব, খুলে
পড়ব। তারপর
তো বলতে পারব
কী লিখেছি!

28/11/2023

দুই বন্ধু বিদেশে গেল।
একজন চালাক একজন
বোকা।তারা বিদেশে
যাওয়ার পর গোসল
করার জন্য একদিন
সুইমিং পুলে গেল।
তারা দেখল সুইমিং পুলে
অনেক
মেয়ে গোসল করছে।
তাই
তারা সুইমিং পুলে নামল
না।চালাক বন্ধু
টা দেখল সুইমিং পুলের
পাশে একটা গোসলখানা
আছে।
সে গোসলখানাটার
ভিতরে ঢুকল। সে
দেখল
সেখানে ৭ টা সুইচ
আছে।সে
১ নম্বর সুইচটা টিপ
দেয়ার পর একটা যন্ত্র
তার কাপড়
খুলে দিল।
২ নম্বর টা দেয়ার পর
তার
শরীরে ঠান্ডা পানি
ডেলে দিল।
৩ নম্বরটা টিপ দিলে
তার শরীরে সাবান
লাগিয়ে দিল।
৪ নম্বর দেয়ার পর গরম
পানি ঢেলে দিল।
৫ নম্বর টা দেয়ার পড়
তার
শরীর মুছে দিল।
৬ নম্বর টা দেয়ার পর
তাকে কাপড় পরিয়ে
দিল ।
৭ নম্বর টা দেয়ার পর
তাকে ধাক্কা দিয়ে
বের করে দিল।
সে তখনপুরো ফিট ফাট
হয়ে তার বন্ধুর
কাছে গেল।
তার বন্ধু তাকে দেখে
অবাক
হয়ে গেল এবং কোথায়
গোসল
করেছে জানতে চাইল।
সে তার বন্ধুকে বলল

টয়লেটে গিয়ে ১-৭
টিপতে বলল।
তখন বোকা বন্ধুটা
টয়লেটে গিয়ে দেখল
এবং বন্ধু
কি করতে বলেছিল
তার মধ্যে খালি ১ আর

টিপতে বলছে সেটা
মনে পড়ল।সে তখন ১
নম্বর
টিপল এবং একটা
যন্ত্র তাকে ন্যাংটা
করল
তখন সে লজ্জায়
তাড়াতাড়ি করে ৭
টিপে দিল।
তারপর…




” ”

যন্ত্রটা ছেলেটাকে
ন্যাংটা অবস্থায়
ধাক্কা দিয়ে বের করে
দিল

Address

Parla
Magura

Telephone

+8801935629671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ami Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share