Daily Routine Of My Family Life

Daily Routine Of My Family Life Welcome to my page. Please support my page. And always be with me
(38)

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন...? জুম্মা মোবারক..🕌🕌
18/07/2025

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন...? জুম্মা মোবারক..🕌🕌

কি*ড*নি পেয়ে পর*কীয়ায় জড়ানো বিষয়টি নিয়ে একে অপরকে  দো*ষা""রোপ করছেন। কিন্তু প্রশংসা করতে ভু*লে যাচ্ছেন সেই ডাক্তার...
05/07/2025

কি*ড*নি পেয়ে পর*কীয়ায় জড়ানো বিষয়টি নিয়ে একে অপরকে দো*ষা""রোপ করছেন। কিন্তু প্রশংসা করতে ভু*লে যাচ্ছেন সেই ডাক্তারের। যিনি এত ভালো অপারেশন করেছেন যে রোগী সুস্থ হয়েই প"র*কী"য়ায় জড়িয়ে গেছেন।🙂

আমরা মেয়েরা এমন করি! কারো দেয়া কিছু ন""ষ্ট হয়ে গেলেও ফেলতে মায়া লাগে, ফেলতে পারিনা। সযতনে তুলে রাখি! মাঝেমধ্যে বের করে দ...
04/07/2025

আমরা মেয়েরা এমন করি! কারো দেয়া কিছু ন""ষ্ট হয়ে গেলেও ফেলতে মায়া লাগে, ফেলতে পারিনা।
সযতনে তুলে রাখি! মাঝেমধ্যে বের করে দেখে, মুছে আবারও রেখে দিই....।

আর বেশি ভাগ পুরুষরাই পুরনো জিনিস, এবং ন"ষ্ট জিনিস, দীর্ঘদিন ইউজ করা জিনিস আর পছন্দ করে না। এবং মূল্যহীন মনে করে।

তবে দীর্ঘদিনের পুরনো জিনিস অথবা কারো দেওয়া কোন জিনিসের স্মৃতি যত্ন করে রেখে দেয় একজন পুরুষ। তাহলে এমন পুরুষের সঙ্গ আপনি কখনো ছাড়বেন না। কারণ, সে খুবই যত্নবান এবং কেয়ারিং একজন পুরুষ।

মেয়েদের মায়া অবশ্যই সুন্দর তা নিয়ে সন্দেহ নেই!
তবে, ছেলেদের মায়া কতটা সুন্দর তা প্রকাশের কোনো শব্দ নেই!

সেটা শুধুই অনুভব করা যায় 🌻

🤔🚫চিন্তা আর পানিসবসময় পরিস্কার হওয়া উচিত!! কারণ খা"রা"প পানি স্বাস্থ্য ন""ষ্ট করে,, আর খা"'রাপ চিন্তা জীবন ন""ষ্ট করে?
03/07/2025

🤔🚫চিন্তা আর পানি
সবসময় পরিস্কার হওয়া উচিত!! কারণ খা"রা"প পানি স্বাস্থ্য ন""ষ্ট করে,, আর খা"'রাপ চিন্তা জীবন ন""ষ্ট করে?

⚡এক রাজার ৪ স্ত্রী ছিল।৪র্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সোনা, হীরা, দামি পোশাক দিয়ে সাজাতেন তাকে। আর সবসময় তার...
02/07/2025

⚡এক রাজার ৪ স্ত্রী ছিল।

৪র্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সোনা, হীরা, দামি পোশাক দিয়ে সাজাতেন তাকে। আর সবসময় তার খেয়াল রাখতেন।

৩য় স্ত্রী ছিল রূপসী ও আকর্ষণীয়। রাজা তাকে নিয়ে গর্ব করতেন, কিন্তু মনে মনে ভ"য়ও করতেন — এ হয়ত একদিন অন্য কাউকে ভালোবেসে তাকে ছেড়ে চলে যাবে!

২য় স্ত্রী রাজার পাশে থেকে সাধ্যমত সাহায্য সহযোগিতা করত, বিশ্বাসযোগ্যও ছিল, কিন্তু রাজার ভালোবাসার জায়গায় ৪র্থ এবং ৩য় স্ত্রীর মতো গুরুত্ব পায়নি সে।

১ম স্ত্রী ছিল সবচেয়ে অ"ব"হে"লিত। সে নীরবে সবকিছু সহ্য করত, স্বামীকে ভালোবেসে সবসময় পাশে থাকত, স্বামীর শরীর খা""রাপ করলে রাত জেগে সেবাযত্ন করত, কিন্তু কখনোই সে তার প্রাপ্য অধিকার পায়নি।

একদিন রাজা গুরুতর অ"'সুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝলেন, তার সময় ফুরিয়ে এসেছে। তখন ভাবলেন, মৃ&*ত্যুর পরে কে তার সঙ্গী হবে?

প্রথমে ৪র্থ স্ত্রীকে ডেকে বললেন,
“তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি আমি, তুমি কি আমার সঙ্গে যাবে?”
সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, “না, একদম না!” এবং রাজাকে ছেড়ে চলে গেল।

এরপর ৩য় স্ত্রীকে একই কথা জিজ্ঞাসা করলেন রাজা। জবাবে ৩য় স্ত্রী বলল, “আমি কেবল মৃ%&ত্যুর দিন পর্যন্ত থাকতে পারি, এরপর আমি নতুন জীবন শুরু করব।”

এবার ২য় স্ত্রীকে ডাকলেন তিনি। ২য় স্ত্রী বলল, “আমি কেবল তোমার কবর পর্যন্ত যাব, কিন্তু সেখানেই আমার পথ শেষ!”

হঠাৎ রাজা শুনলেন, কারও শান্ত কণ্ঠস্বর, “আমি তোমার সঙ্গে যাব, যেখানেই যাও না কেন!”

রাজা অবাক হয়ে দেখলেন, সেই কণ্ঠ ১ম স্ত্রীর। তাকে এতটাই ক্লা""ন্ত, দু""র্বল আর অবহেলিত দেখাচ্ছিল যে, রাজার চোখে পানি এসে গেল।

তিনি বললেন, “আমি যদি তোমার যত্ন নিতাম! আজ বুঝছি, আসলে তুমিই ছিলে আমার সবচেয়ে আপন!”

শিক্ষা: এই ৪ স্ত্রীর প্রত্যেকেই আমাদের জীবনের একেকটি প্রতীক।

৪র্থ স্ত্রী হলো আমাদের শরীর, যাকে আমরা সবচেয়ে বেশি যত্ন নিই, সাজাই; কিন্তু মৃ"%ত্যুর পর এটাই আমাদের সবার আগে ছেড়ে যায়।

৩য় স্ত্রী হলো সম্পদ, যেটা মৃ&%ত্যুর পর অন্যের হয়ে যায়।

২য় স্ত্রী হলো পরিবার ও বন্ধু, যারা কেবল কবর পর্যন্তই আমাদের সঙ্গে থাকে।

আর ১ম স্ত্রী হলো আমাদের আত্মা, যাকে আমরা সবচেয়ে বেশি অ""ব""হেলা করি, অথচ মৃ"%ত্যুর পরে একমাত্র ওটাই আমাদের সঙ্গে থাকে।

জীবনে ব্যস্ততা থাকবেই, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলবেন না। কারণ শেষ পর্যন্ত সেই আপনার চিরসঙ্গী।

ব্যস্ত থাকাই যথেষ্ট নয়, পিঁপড়ারাও ব্যস্ত থাকে। প্রশ্ন হল, আমরা কি নিয়ে ব্যস্ত?
01/07/2025

ব্যস্ত থাকাই যথেষ্ট নয়, পিঁপড়ারাও ব্যস্ত থাকে।
প্রশ্ন হল, আমরা কি নিয়ে ব্যস্ত?

সময়ের সাথে ভেসে যেও না। স্রোতের অনুকূলে সবাই-ই যায়, কিন্তু তাদের কেউ মনে রাখে না। যারা স্রোতের প্রতিকূলে সাঁতরায়, এবং সম...
30/06/2025

সময়ের সাথে ভেসে যেও না। স্রোতের অনুকূলে সবাই-ই যায়, কিন্তু তাদের কেউ মনে রাখে না। যারা স্রোতের প্রতিকূলে সাঁতরায়, এবং সময়ের সঠিক ব্যবহার করে তারাই জয়ী হয়।

মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভে"জাল মেশালে আমার কোনো স"ম"স্যা নাই।বেকারির মালিক মনে করে, আ...
26/06/2025

মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভে"জাল মেশালে আমার কোনো স"ম"স্যা নাই।

বেকারির মালিক মনে করে, আমি তো বিস্কুট খাই না, তাই প"'চা ডিম ময়দা দিয়ে বিস্কুট বানালে আমার কোনো স"ম"স্যা নাই।

ফল বিক্রেতা মনে করে আমি তো ফল খাই না, তাই ফলে কেমিক্যাল দিলে আমার কোনো স"ম"স্যা নাই।

মাছ বিক্রেতা মনে করে আমি এই মাছ খাব না, তাই মাছে ফরমালিন দিলে আমার কোনো স"ম"স্যা নাই।

দিনের শেষে

মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়।

এরা সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে, বেশি লাভ করছে ভেবে আত্মতৃপ্তির ঢেঁকুর তোলে। আসলে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, অন্যের ক্ষ"তি করতে গিয়ে নিজেদেরই ক্ষ""তি করছে — তা তারা বুঝতেও পারে না!

゚viralシ

পুরুষের ০৫ মিনিটে বাড়ি ফিরছি, আর নারীদের ০৫ মিনিটে রে/ডি হচ্ছি, একই ব্যা'পা'র!🙂 ゚viralシ
25/06/2025

পুরুষের ০৫ মিনিটে বাড়ি ফিরছি, আর নারীদের ০৫ মিনিটে রে/ডি হচ্ছি, একই ব্যা'পা'র!🙂

゚viralシ

কাওকে তার ভালো ম"ন্দ বেশি বোঝাতে যাবেন না।এতে আপনিই খা"রা"প হয়ে যাবেন।🥱 বরং তাকে ছেড়ে দিন। 👍সে যখন ঠ" কবে বা বি"'প"দে পড়...
25/06/2025

কাওকে তার ভালো ম"ন্দ বেশি বোঝাতে যাবেন না।
এতে আপনিই খা"রা"প হয়ে যাবেন।🥱 বরং তাকে ছেড়ে দিন। 👍
সে যখন ঠ" কবে বা বি"'প"দে পড়বে। 🧐
তখন সে এমনি আপনার মুল্য বুঝতে পারবে।🙂
যদিও তখন বুঝে আর কোন লাভ হবেনা।🥴

23/06/2025

যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যেও বি প দ জনক এবং অন্য সবার জন্যেও।
゚viralシ

আসসালামু আলাইকুম, শুভ দুপুর
23/06/2025

আসসালামু আলাইকুম, শুভ দুপুর

Address

Magura

Telephone

+8801314882931

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Routine Of My Family Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Routine Of My Family Life:

Share