
17/06/2025
📌 বাইকের হাওয়া চলে যাচ্ছে? হতে পারে এটি আপনার সমাধান!✓
অনেক সময় হঠাৎ বাইকের হাওয়া কমে গেলে হাওয়া দেওয়ার প্রয়োজন পড়ে , তবে অনেক ক্ষেত্রে আমরা হাওয়া দিয়ে বাসায় বাইক রেখে দিলে পরের দিন দেখি অথবা কিছু সময় পর দেখি বাইকে হওয়া থাকে না। এরকম সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই বাইকের চাকায় হাওয়া দেয়ার পরে, পানি দিয়ে পরীক্ষা করে দেখবেন নল থেকে কোন হাওয়া বের হচ্ছে কিনা। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।