মাগুরার গল্প / Magurar Golpo

মাগুরার গল্প /  Magurar Golpo মাগুরার গল্প / Magurar Golpo

জায়গাটি চিনলে লিজেন্টরা কমেন্ট বক্সে জানান।
05/09/2024

জায়গাটি চিনলে লিজেন্টরা কমেন্ট বক্সে জানান।

এক নজরে মাগুরা জেলা ****************************মাগুরার ভৌগোলিক অবস্থান -  মাগুরা ২৩ ডিগ্রি ২৯ মিনিট উত্তর অক্ষাংশে এবং ...
23/10/2023

এক নজরে মাগুরা জেলা
****************************

মাগুরার ভৌগোলিক অবস্থান - মাগুরা ২৩ ডিগ্রি ২৯ মিনিট উত্তর অক্ষাংশে এবং ৮৯ ডিগ্রি ২৬ মিনিট পূর্বদ্রাঘিমাংশে অবস্থিত।

আয়তন - ১০৪৯ বর্গ কিলো মিটার

নিবার্চনীএলাকা - ৯১ মাগুরা-১ ও ৯২ মাগুরা-২

জনসংখ্যা মোট জনসংখ্যা: ১০,৩৩,১১৫ জন
পুরুষ: ৫,০৮,৯৪০ জন
মহিলা:৫,২৩,৯৮৮ জন
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গ কি.মিটারে ৯৯৪ জন
খানার সংখ্যা: ্‌৫৪,১৫৪ টি
(২০২১ সনের আদমশুমারি ও গৃহগণণা অনুযায়ী)
মোট ভোটার সংখ্যা

মোট ভোটার সংখ্যা : ৫,৩৪,১১৫

পুরুষ : ২,৬০,১৬৯

মহিলা : ২,৭৩,৯৪৬

উপজেলা -৪ টি

পৌরসভা - ১ টি

ইউনিয়ন - ৩৬ টি

গ্রাম - ৭৩০ টি

মৌজা - ৫৩৭ টি

নদী - নবগঙ্গা, কুমার, গড়াই, মধুমতী, চিত্রা ও ফটকী

বদ্ধ জলমহাল - ২০ একরের উর্ধ্বে : ৯টি

অনুর্ধ্ব ২০ একর : ৫০ টি

হাট-বাজার ১১২ টি

মোট জমি - ১০৩৪২৮ একর

মোট আবাদি জমি - ৭৭১৬৬ একর

ইউনিয়ন ভূমি অফিস -৩০ টি

পাকা রাস্তা - ৪৩৯.৪১৮ কি. মি.

কাঁচা রাস্তা - ১৬২৬.৪৭৪ কি. মি.

আবাসন/আশ্রায়ন প্রকল্প

আবাসন- ৬ টি

আশ্রায়ন- ৫ টি

আদর্শ গ্রাম

৩ টি

গুচ্ছ গ্রাম

৬ টি

শিক্ষাসংক্রান্ততথ্য

মাগুরা জেলার শিক্ষার হার : ৪৪.৭%

মাগুরা সদর : ৪৫.৭৫%

শালিখা : ৪৩.৯৯%

শ্রীপুর : ৪৩.৪৯%

মহম্মদপুর : ৪৪.৫%





স্কুল-কলেজ সংক্রান্ততথ্য :

কলেজ : সরকারি ২টি + বেসরকারি ২৪টি মোট=২৬ টি

পলিটেকনিক কলেজ : ১টি

মাধ্যমিক বিদ্যালয় : সরকারি ২টি + বেসরকারি ১৪৭টি মোট=১৪৯ টি

নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ৩০ টি

মাদ্রাসা : ৭২ টি

কারিগরী কলেজ : ১৫ টি

বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ :৪ টি

আইন মহাবিদ্যালয় :১ টি

টিচার্স ট্রেনিং কলেজ :১ টি

অন্যান্য তথ্য

বিশুদ্ধপানির উৎস

নলকূপ : ১,০০,৬৫২ টি

গভীর নলকূপ : ৩৩৪ টি





শিল্প কারখানা

বৃহৎ শিল্পের সংখ্যা : ৪টি

মাঝারি শিল্পের সংখ্যা : ২টি

কুঠির শিল্পের সংখ্যা : ২,৮৮১টি

ভাতের ভিটাস্থান -  টিলা, মঘি ইউনিয়ন, মাগুরা সদর, মাগুরাকিভাবে যাওয়া যায় -মাগুরা জেলা শহর হতে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে ...
23/10/2023

ভাতের ভিটা

স্থান - টিলা, মঘি ইউনিয়ন, মাগুরা সদর, মাগুরা

কিভাবে যাওয়া যায় -

মাগুরা জেলা শহর হতে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে মঘি ইউনিয়নে ফটকী নদীর তীরে টিলা গ্রাম অবস্থিত। যশোর-মাগুরা সড়কে বাস ও ভ্যানযোগ যাতায়াত করা যায়।

বিস্তারিত -

মাগুরা সদর উপজেলার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম প্রান্ত বেয়ে ফটকী নদীর উত্তর তীরবর্তী এক পল্লীগ্রাম টিলা। নামের সাথে গ্রামের ভূ-প্রকৃতির মিল খুঁজে পাওয়া যায়। স্থানীয়ভাবে পূণ্যস্থান হিসেবে আদৃত ‘ভাতের ভিটা’ মাগুরা জেলা শহর হতে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণের এই টিলা গ্রামে অবস্থিত। ‘ভাতের ভিটা’ স্থানটি দেখতে টিলার মত। কিংবদন্তী এই যে- কোন এক অলৌকিক ক্ষমতার অধিকারী দরবেশ নিশিকালে এপথে ভ্রমণের সময় এখানে এসে মসজিদ নির্মাণ শুরু করেন। নির্মাণ কাজে নিয়োজিতদের জন্য ভাতরাধা যখন শেষ নির্মাণ কাজ তখনও শেষ হয়নি। এর মধ্যে ভোরের নকীব পাখ-পাখালীর কূঞ্জনে মুখরিত হয়ে ওঠে রাতের নিস্তব্ধতা। নির্মাণ কাজ অসমাপ্ত রেখে দরবেশ চলে যান। পথিমধ্যে ফরিদপুর জেলার বোয়ালমারিতে যেয়ে রাত শেষ হয়নি দেখে সেখানে মসজিদ নির্মাণ শুরু করে ফজরের নামাজ আদায় করেন। রাত শেষে লোকজন দেখতে পায় অসমাপ্ত মসজিদ, রান্না করা ভাত আর ভাতের ফ্যান গড়িয়ে পাশে পুকুরের মত তৈরী হয়েছে। সেই থেকে উঁচু টিলার নাম হয় ভাতের ভিটা। যেখানে ফ্যান গড়িয়ে পুকুরের মত হয়েছে তার নাম দেয়া হয় ফ্যানঘালী।

23/10/2023

রাজা সীতারাম এর রাজপ্রাসাদ

স্থান -
মোহাম্মদপুর সদর উপজেলা, মাগুরা

কিভাবে যাওয়া যায় -

মাগুরা সদর হতে ২৮ কি.মি. দূরে মহম্মদপুর উপজেলায় রাজাবাড়ী নামক স্থানে রাজা সীতারাম রায়ের বাড়িটি অবস্থিত। মহম্মদপুর বাস স্ট্যান্ড হতে আধা কিলোমিটার উত্তরে পাকা রাস্তার পার্শ্বে রাজবাড়ির অবস্থান। রিক্সা, ভ্যান অথবা পায়ে হেটে যাতায়াত করা যায়।

বিস্তারিত

রাজা সিতারাম রায় উত্তর রাঢ়ীয় কায়স্থ, তিনি চিত্র গুপ্তের পুত্র। বিশ্বভানুর বংশে জাত কাস্যপদাস বংশীয়। উত্তর রাঢ়ীয় কায়স্থের মধ্যে বাৎসসিংহ সৌকালীন ঘোষ, বিশ্বমিত্র, মৌদগল্য দাস ও কাস্যপ দেবদত্ত আদি সুরের সময় বঙ্গে আসেন;এই ৫ ঘরই প্রধান বীজ স্বরূপ বলে খ্যাত। ষোড়শ শতাব্দীর শেষভাগে রাজা মানসিংহ যখন রাজ মহলে রাজধানী স্থাপন করেন, সম্ভবতঃ তখন শ্রীরাম দাস তাঁর নিকট হতে ‘‘খাস বিশ্বাস’’ উপাধী লাভ করেন। তিনি সুবাদারের খাস সেরেস্তায় হিসাব বিভাগে বিশ্বস্ত কর্মচারী ছিলেন। তৎপুত্র হরিশচন্দ্র অল্পবয়সে পিতার সঙ্গে রাজ সরকারে কার্যারম্ভ করেন এবং রাজধানী স্থানান্তরিত হওয়ার সঙ্গে ঢাকায় যান (১৬০৯ খ্রীষ্টাব্দে)। তিনি সেখানে কর্মদক্ষতা দেখিয়ে ‘‘রায় বাঁয়া’’উপাধি পান। তৎপুত্র উদয় নারায়ণ ভূষণার ফৌজদারের অধীন সাজোয়াল বা তহশিলদার নিযুক্ত হয়ে ভূষণায় আসেন। ইনিই সীতারামের পিতা। মাগুরা জেলা শহর হতে ১০ মাইল পূর্বে মধুমতি নদীর তটে মাগুরা জেলায় অবস্থিত মহম্মদপুর উপজেলা। এই মহম্মদপুর উপজেলা শহর এলাকায় ছিল রাজা সীতারামের রাজধানী ও বাসস্থান। এটা বৃহত্তর যশোরের একটি গৌরবের স্থান। অবশ্য ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারি উপজেলা শহর থেকেও এই স্থানে যাওয়া যায়। বোয়ালমারী বাজার হতে এই স্থান ৬/৭ মাইল পশ্চিমে। সাহিত্য সম্রাট বঙ্গিম চন্দ্রের ‘‘সিতারাম’’ নামক উপন্যাসের সহিত শিক্ষিত বাঙ্গালি মাত্রেই পরিচিত। এই মহম্মদপুরে রাজা সিতারাম রায়ের রাজধানী ছিল। সীতারামের আদিনিবাস ছিল বীরভূম জেলায় জাতিতে তিনি উত্তর রাঢ়ীয় কায়স্থ ছিলেন। তাঁর পিতা উদয় নারায়ণ প্রথমে রাজমহলে নবাব সরকারে কার্য্য করিতেন, পরে ভূষণা পরগণায় তহশিলদার পদে নিযুক্ত হইয়া আসেন। তাঁহার পত্নীর নাম দয়াময়ী।

১৬৫৮ খ্রীষ্টাব্দে সীতারামের জন্ম হয়। উদয়ন নারায়ন ক্রমে একটি ক্ষুদ্র তালুক ক্রয় করেন এবং মধুমতি নদীর অপর পারে হরিহর নগরে বাস করিতে থাকেন।

সীতারামের মাতা দয়াময়ী তেজস্বিনী নারী ছিলেন। কথিত আছে অল্প বয়সে একটি খড়েগর সাহায্যে এক দল ডাকাতকে তিনি পরাস্থ করিয়াছিলেন। মহম্মদপুরে আজও ‘‘দয়াময়ী’’ তলা নামে একটি স্থান দৃষ্ট হয়; এই স্থানে সীতারামের সময়ে বারোয়ারী উৎসব হইতো। সীতারামের অভুত্থান সর্ম্পকে নানারূপ কাহিনী প্রচলিত আছে। কেহ কেহ বলেন যে সপ্তদশ শতকের শেষভাগে বাংলার তদানিন্তন ভৌমিক রাজগণ যথাসময়ে রাজকর না দেওয়ায় দিল্লীর বাদশাহ সীতারামকে তাঁহাদের নিকট হইতে বাকী রাজকর আদায়ের জন্য সৈন্য সামন্তসহ প্রেরণ করেন। সীতারাম আসিয়া তাঁহাদিগকে যুদ্ধে পরাস্ত ও রাজ্যচ্যুত করিয়া স্বয়ং তাহাদের রাজ্য অধিকার করেন এবং পরে বাদশাহের সহিত বিবাদের ফলে তাহার পতন ঘটে। মতান্তরে সীতারাম ভূষণা পরগণার অন্তর্গত মধুমতির পূবর্বপারস্থিত হরিহর নগর নামক একটি তালুকের অধিপতি ছিলেন।

Address

Chowrongi Mor , Magura
Magura
7600

Telephone

+8801976543595

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাগুরার গল্প / Magurar Golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাগুরার গল্প / Magurar Golpo:

Share