News Portal

News Portal We will keep you updated News. Like, Sports/Tourism/Media etc.

19/03/2024

তুমি তো তুমি ছিলে না,
তুমি ছিলে আমার প্রিয় অভ্যেস।
তোমাকে ছাড়তে পারলেও
অভ্যেসটা তো কিছুতেই ছাড়তে পারছি না!

Copa America 2024: Venues and schedule revealed for tournament. Next year's 48th edition of the Copa America, featuring ...
17/12/2023

Copa America 2024: Venues and schedule revealed for tournament. Next year's 48th edition of the Copa America, featuring 10 South American nations and six North American teams, will be held in 14 venues.... full details 1st comments box.....👇👇👇

কেমন হলো ব্রাজিলের কোপা আমেরিকার সূচি?সবশেষ দুই কোপা আসরের আয়োজক ব্রাজিল। তবে এদের মাঝে শেষবার নিজেদের মাঠেই তাদের হারতে...
09/12/2023

কেমন হলো ব্রাজিলের কোপা আমেরিকার সূচি?

সবশেষ দুই কোপা আসরের আয়োজক ব্রাজিল। তবে এদের মাঝে শেষবার নিজেদের মাঠেই তাদের হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। আবার বর্তমান সময়টাও তাদের যে খুব ভাল যাচ্ছে এমনটাও বলা চলে না। নভেম্বরের প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমেছে দলটি।
কোপা আমেরিকায় শিরোপা উদ্ধারের মিশনে ব্রাজিলকে তাই মাঠে নামার আগেই Read More: https://rb.gy/qna3zs

#

03/12/2023

Sports Man only.. full movie link 1st comments.......

26/11/2023

😱😱😱 WoW 🧞‍👀👀

25/11/2023

Action.......

22/11/2023

Brazil vs Argentina match fight full video

ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, ম্যাচ দেখবেন যেভাবেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামীকাল ভোরে সুপার ক্লাসিকোতে মুখোম...
21/11/2023

ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, ম্যাচ দেখবেন যেভাবে

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামীকাল ভোরে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি হবে ব্রাজিলের ঘরের মাঠ রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে। যেখানে জয়ে ফেরার লক্ষ্য সেলেসাওদের। যদিও কাজটা তাদের জন্য কিছুটা কঠিনই, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। বিপরীতে সর্বশেষ ম্যাচ বাদ দিলে গত এক বছর অপরাজিত আর্জেন্টিনা।

ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, ম্যাচ দেখবেন যেভাবে
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামীকাল ভোরে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি হবে ব্রাজিলের ঘরের মাঠ রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে। যেখানে জয়ে ফেরার লক্ষ্য সেলেসাওদের। যদিও কাজটা তাদের জন্য কিছুটা কঠিনই, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। বিপরীতে সর্বশেষ ম্যাচ বাদ দিলে গত এক বছর অপরাজিত আর্জেন্টিনা।

আগামীকাল (বুধবার) ভোর সাড়ে ৬টায় হাইভোল্টেজ এই ম্যাচটি অনুুষ্ঠিত হবে। যেখানে আলবিসেলেস্তেদের একাদশে প্রধান তারকা লিওনেল মেসির থাকাটা প্রায় নিশ্চিত। তারা বলতে গেলে শক্তিশালী একাদশই নামাবে চিরপ্রতিপক্ষের বিরুদ্ধে। তবে ব্রাজিল দল বর্তমানে ইনজুরিপ্রবণ। দীর্ঘ সময়ের জন্য আগেই চোটে পড়েছিলেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। সর্বশেষ ম্যাচের আগে চোটে পড়েছিলেন গোলরক্ষক এডারসন। এছাড়া কলম্বিয়ার বিপক্ষে হারের ম্যাচে ইনজুরিতে পড়েন ভিনিসিয়ুস জুনিয়রও। ফলে সেলেসাওরা যে আশানুরূপ একাদশ নিয়ে নামতে পারবে না সেটা সহজেই অনুমেয়।

সবমিলিয়ে ব্রাজিলের একাদশটা কাতার বিশ্বকাপে খেলা দলের চেয়ে বেশ নতুনই হতে যাচ্ছে। যেখানে মিডফিল্ড সামলানোর দায়িত্ব পেতে পারেন আন্দ্রে এবং ব্রুনো গুইমারেস। রক্ষণে পুরনো মার্কিনিয়োসের সঙ্গে থাকা কার্লোস আগুস্তো, গ্যাব্রিয়েল মাগালহায়েস কিংবা এমারসন রয়েলও নতুন প্রজেক্টের অংশ। এছাড়া ব্রাজিলের অভ্যন্তরীণ কোচ ফার্নান্দো দিনিজ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে নম্বর নাইন পজিশনে খেলিয়েছেন। ভিনির সঙ্গে জুটি গড়ে গোলও করেছিলেন এই আর্সেনাল ফরোয়ার্ড। আর্জেন্টিনার বিপক্ষেও তাকে স্ট্রাইকার পজিশনে দেখা যেতে পারে। আবার গ্যাব্রিয়েল জেসুসও ফিরতে পারেন শুরুর একাদশে।

আর্জেন্টিনা ম্যাচের আগে আরও শক্তি কমলো ব্রাজিলেরসাম্প্রতিক সময়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল-আর্জেন্টিনার পারফরম্যান...
21/11/2023

আর্জেন্টিনা ম্যাচের আগে আরও শক্তি কমলো ব্রাজিলের

সাম্প্রতিক সময়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল-আর্জেন্টিনার পারফরম্যান্সে বেশ ব্যবধান দেখা গেছে। তবুও দুই দলের মুখোমুখি লড়াই মানে বাড়তি উন্মাদনার সৃষ্টি। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে সেলেসাওরা। বিপরীতে চার জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা এবার সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারীদের মুখোমুখি হবে। আগামী ২২ নভেম্বর ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে হবে ম্যাচটি। তার আগে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হতাশাজনক see more :https://www.dhakapost.com/sports/238732

Address

Magura
Magura

Alerts

Be the first to know and let us send you an email when News Portal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share