Ali Akbar

Ali Akbar ইসলামিক পেজ

10/07/2025

দরুদ পড়েছেন তো⁉️

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ

18/06/2025

আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি কি বলা হয়, তাহলে আপনি অনেকের সাথে হেসে কথা বলা বাদ দিতেন।

07/06/2025

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

27/03/2025

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।

04/03/2025

অন্য দেশে রমজান আসে ইবাদতের জন্য,
বাংলাদেশের রমজান আসে ব্যবসা করার জন্য!

04/03/2025

বন্ধু কম থাক কিন্তু স্বার্থপর না থাক

04/03/2025

মানুষ যে স্মৃতিগুলো সুখের মনে করে হৃদয়ে জমিয়ে রাখে, একসময় সেই সুখের স্মৃতিগুলোই তাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়!

— মাহমুদুল হাছান

04/03/2025

বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই, একটা সময় সবার কাছে দোষী হয়!

26/01/2025

ভাত দেবার মুরোদ নেই, কিল দেবার গোসাই⸺ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে বিগত ৪০ বছর ধরে। সিলেবাস, কারিকুলাম, নীতিমালা⸺সরকার সবই চাপিয়ে দিচ্ছে। কিন্তু ন্যূনতম জীবন ধারণের মতো বেতনটুকুও দিচ্ছে না।

সম্মানীয় শিক্ষকরা যখন অভাব-অনটনের কাছে হার মানেন, একান্ত মানবিক ও যৌক্তিক দাবি আদায়ের জন্যও রাস্তায় নামতে বাধ্য হন⸺এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার।

সরকারের উচিত, এই শিক্ষকদের প্রতি সুবিচার করা, জাতির ৪০ বছরের ভুল শুধরে নেয়া। আশা করি, সরকার সুবেবচনার পরিচয় দেবে।

25/12/2024

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
“তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও কেউ জন্ম দেয়নি।”
— (সূরা আল-ইখলাস, ১১২:৩)

18/09/2024

রাসুল ﷺ বলেছেনঃ-
অনেক সময় মুমিনের উপর লা'গাতার বি'পদ আসতেই থাকে যাতে করে জীব'ন্ত অবস্থায় তার সমস্ত গো'নাহ মাফ হয়ে যায়।

[তিরমিযি- ২৩৯৮]

– সুবহান'আল্লাহ!🖤🌸

01/09/2024

Address

Magura

Alerts

Be the first to know and let us send you an email when Ali Akbar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share