Marjan Islam Ruxi

Marjan Islam Ruxi "যে একটি গাছ লাগানো। সে একটি আসা তৈরি করলো। "

--- লুসি লারকম

15/07/2025

জুলাই ২০২৪-এ গণঅভ্যুত্থানের সময়, যখন হঠাৎ করে সারা দেশে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল, কারফিউ জারি হলো

—সকল বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেওয়া হচ্ছিল এবং শিক্ষার্থীদের কে জোরপূর্বক বের করে হয়
তখনই আমার কাজিন, মেডিকেল স্টুডেন্ট @জ্যোতি আপাকে ও হল থেকে বের করে দেয়া হয়।
কিন্তু কোনো গাড়ি না পাওয়ায় বাসায় ফিরতে পারে না। আমি তখন ছিলাম নানুর বাড়িতে। আপু সেখানে এলো,
আমরা সারা দেশের কোনো খবরই পাচ্ছিলাম না, কিছুই জানতে পারছিলাম না—দেশের কী অবস্থা তাও বুঝতে পারছিলাম না।”
আমরা দুবোন শুধু রান্না করি, খাই, আর একঘেয়ে দিন কাটাই।

—টিভিতে ‘আকাশ লাইন’, কিন্তু মোবাইল ব্যবহারের কারণে টিভি দেখা হতো না বললেই চলে।
তাই কখন যে রিচার্জের সময় পেরিয়ে গেছে, তা টেরই পাইনি।
তারপর নেটওয়ার্ক পুরো বন্ধ হওয়ায় আর কোনোভাবেই আমরা টিভি রিচার্জ করতে পারিনি।

ভাবছিলাম, ফোনে একটা গেমও নেই!
ঠিক তখনই মনে পড়ল — আমার ট্যাবে কয়েকটা নাটক ডাউনলোড করে রাখা আছে।

— দু-তিন সপ্তাহ আগেই কয়েকটা নাটক ডাউনলোড করে রেখেছিলাম। তবে সেগুলো বেশ বড় হওয়ায় তখন আর দেখার আগ্রহ হয়নি।

আমরা শুরু করলাম— দিন-রাত এক করে নাটক দেখা আরতো কোনো কাজ-বাজ নাই।
—এর মধ্যে ছিল হুমায়ূন আহমেদের "বহুব্রীহি"।

—নাটকের এক পর্যায়ে যখন সেই দৃশ্যটা আসে — টিয়া পাখিকে দিয়ে "তুই রাজাকার" বলানোর দৃশ্য — আমাদের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু আমি আর আপু জানি সেই মুহূর্তটা আমাদের ওপর কতটা প্রভাব ফেলেছিল। আমি তো জানতামই না, নাটকে এমন কিছু আছে! সময়টার সঙ্গে একেবারে মিলে গিয়েছিল ওই মুহূর্তটা।

নেটওয়ার্ক পুরো বন্ধ হওয়ার আগে ফেসবুকে দেখেছিলাম বাহিরে ,শহরে শহরে বিক্ষোভ মিছিল হচ্ছে "তুই রাজাকার" স্লোগান দিয়েছেন।

যেন সময়ের সঙ্গে, বাস্তব পরিস্থিতির সঙ্গে সেই দৃশ্যটা একদম মিলে গিয়েছিল।

আজ এই নাটকের একটা ক্লিপ আর কমেন্ট দেখে হঠাৎ করেই সেই সময়টার কথা মনে পড়ে গেল।
মনে হচ্ছে — নাটকটা আবারও একবার দেখতে ইচ্ছা করছে।
কারণ কিছু অনুভূতি, কিছু মুহূর্ত — বারবার ফিরে আসে।

েন _ইতিহাসের_পুণরাবৃত্তি
---

📌 তোমাদের কি সেই সময়টার কথা মনে আছে?
📺 বহুব্রীহির সেই দৃশ্যটা তোমাকেও কি কাঁপিয়ে দিয়েছিল?

#স্মৃতি #জুলাই২০২৪ #গণঅভ্যুত্থান #বহুব্রীহি

---

Address

Magura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marjan Islam Ruxi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marjan Islam Ruxi:

Share