Islamic Studio

Islamic Studio এক আল্লাহ-র ইবাদত করে যে মুসলিম ধর্ম পালন করে সে।

30/03/2025

হযরত মুসা (আ.) ছিলেন একজন মহান নবী, যিনি বনী ইসরাইলকে ফিরাউনের অত্যাচার থেকে রক্ষা করেন এবং তাদেরকে তাওরাত প্রদান করেন। তাঁর জীবন কাহিনীতে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়, যা মানবজাতিকে সঠিক পথে চলতে উৎসাহিত করে।
হযরত মুসা (আ.)-এর জন্ম ও শৈশব:
কুরআন অনুসারে, মুসা (আ.) একটি ইস্রায়েলীয় পরিবারে জন্মগ্রহণ করেন।
শৈশবে, ফিরাউনের নির্দেশে বনী ইসরাইলের সকল পুত্র সন্তানকে হত্যা করা হতো, তাই মুসা (আ.) কে একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেওয়া হয়।
ফিরাউনের স্ত্রী মুসা (আ.) কে খুঁজে পান এবং তাকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেন।
হযরত মুসা (আ.)-এর نبوة ও使命:
হযরত মুসা (আ.) আল্লাহ তাআলার কাছ থেকে نبوة লাভ করেন এবং বনী ইসরাইলকে ফিরাউনের অত্যাচার থেকে মুক্ত করার জন্য আল্লাহ কর্তৃক বিশেষভাবে নির্বাচিত হন।
ফিরাউনের কাছে তিনি আল্লাহর একত্ব ও সত্য পথের দাওয়াত নিয়ে যান, কিন্তু ফিরাউন তা প্রত্যাখ্যান করে।
মুসা (আ.) আল্লাহর নির্দেশে বনী ইসরাইলকে নিয়ে ফিরাউনের হাত থেকে মুক্তি লাভ করেন এবং লোহিত সাগরের উপর দিয়ে পথ করে বনী ইসরাইলকে নিয়ে যান।
আল্লাহর ইচ্ছায় মুসা (আ.) বনী ইসরাইলকে তাওরাত প্রদান করেন।
হযরত মুসা (আ.)-এর শিক্ষা:
হযরত মুসা (আ.)-এর জীবন কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে, সত্য ও ন্যায়ের পথে চলতে হলে অনেক প্রতিকূলতা ও কষ্টের সম্মুখীন হতে হতে পারে, কিন্তু সত্যের প্রতি অবিচল থাকলে আল্লাহ তাআলা সাহায্য করেন।
মুসা (আ.)-এর ঘটনা আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে এবং সত্যের পথে অবিচল থাকতে উৎসাহিত করে।
হযরত মুসা (আ.)-এর মৃত্যু:
হযরত মুসা (আ.)-এর মৃত্যুর স্থান এবং সময় সম্পর্কে বিভিন্ন মত রয়েছে, তবে ধারণা করা হয় যে, তিনি মিসর ও শাম-এর মধ্যবর্তী তীহ্ প্রান্তরে বনু ইস্রাঈলের ৪০ বছর আটক থাকাকালীন সময়ে মারা যান।

30/03/2025

বাংলাদেশের এনজিও গুলো যদি সুদ বিহীন হতো তাহলে কেমন হতো বলেন তো?

সৌদিতে ঈদের চাঁদ দেখার প্রস্তুতি, ঘোষণা রাত ৯টায়পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। শনিবার (২৯ মার...
29/03/2025

সৌদিতে ঈদের চাঁদ দেখার প্রস্তুতি, ঘোষণা রাত ৯টায়
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। শনিবার (২৯ মার্চ) দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে।দুই পবিত্র মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছে। এতে দেখা যায়, চাঁদ দেখার জন্য উন্মুক্ত স্থানে সাজিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক যন্ত্র।

তারা আরও জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে মক্কা সময় সন্ধ্যা ৬টায়। অর্থাৎ সৌদিতে চাঁদ উঠেছে কি না, তা জানা যাবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
এদিকে আরব ও মুসলিম বিশ্বে আজ (শনিবার) শাওয়াল মাসের চাঁদ দেখা ‘অসম্ভব’ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। বলা হচ্ছে, যেহেতু চাঁদ সূর্যের আগে অস্ত যাবে এবং সূর্যাস্তের পরে মিলন ঘটবে, তাই এদিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না।

আরও পড়ুন: ঈদের চাঁদ দেখার প্রস্তুতির মধ্যেই আংশিক সূর্যগ্রহণের বিরল দৃশ্য!

গালফ নিউজকে দেয়া এক বিশেষ বিবৃতিতে, আমিরাতের জ্যোতির্বিদ ও এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমির সদস্য, ইব্রাহিম আল-জারওয়ান প্রকাশ করেছেন, ‘সুনির্দিষ্ট জ্যোতির্বিদ্যাগত গণনা ইঙ্গিত দেয় যে, ২৯ মার্চ, ২০২৫ তারিখে সূর্যাস্তের পরে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব।’

এই গণনার ওপর ভিত্তি করে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি অনুমান করছে, রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করবে। অর্থাৎ ৩০ মার্চ (রোববার) হবে পবিত্র মাসের শেষ দিন। ফলে, পবিত্র ঈদুল ফিতর ৩১ মার্চ (সোমবার) হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন মতে, যেসব দেশে শাওয়াল মাস শুরু হওয়ার ব্যাপারে নিশ্চিত হতে প্রকৃত দর্শন (চাঁদের) প্রয়োজন, সেখানে রমজান সম্ভবত ৩০ দিনের হবে। আর ঈদুল ফিতর পড়বে ৩১ মার্চ।
তবে, যেসব অঞ্চলে সূর্যাস্তের আগে সংযোগ ঘটে, সেখানে কিছু দেশ ঐতিহ্যবাহী চাঁদ দেখার পদ্ধতির ভিত্তিতে ৩০ মার্চ, রোববার ঈদ ঘোষণা করতে পারে।

28/03/2025

Islamic Studio

25/03/2025
25/03/2025
25/03/2025
25/03/2025
25/03/2025
25/03/2025
25/03/2025
25/03/2025

আপনি কি চান? বাংলাদেশের রাজনীতিতে ইসলামের জয় হোক
(হ্যা/ না) কমেন্ট।

Address

Magura

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share