Nabagram Secondary School-নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়

  • Home
  • Nabagram Secondary School-নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়

Nabagram Secondary School-নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়,
শ্রীপুর,মাগুরা।

ইতিহাস

মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৩৮ সালে স্থাপিত একটি প্রাচীন প্রতিষ্ঠান। পল্লী প্রকৃতির মনোরম পরিবেশে অবস্থিত বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ। যিনি একজন বিশিষ্টি সমাজ সেবী এবং শিক্ষানুরাগী ছিলেন। তিনি নিজ বাড়ীর আঙ্গিনায় ১.৮২ একর জমির উপর টিন শেড নির্মান করে এলাকাবাসির সহযোগিতায় বিদ্যালয়ের কাজ শুরু করেন। ১-১-১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রথম স্বীকৃ

তি (মাধ্যমিক) লাভ করে। বর্তমানে বিদ্যালয়ে ৫টি ভবনে বিজ্ঞান ও মানবিক শাখায় ৫০০ জন ছাত্র/ছাত্রী অধ্যয়ন করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি সুশৃংখলার সাথে সরকারী নীতি মালার আলোকে পরিচালিত হচ্ছে। আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ গঠনে এবং জ্ঞান বিজ্ঞান বিকাশের ক্ষেত্রে বিদ্যালয়টি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে।

READ MORE
16/12/2023

READ MORE

Collect it
16/12/2023

Collect it

16/08/2023

সকল অভিভাবকদের দৃষ্টি আর্কষণ করছি।
***************************************

সকল ছাত্র-ছাত্রীদের সম্মানিত অভিভাবকগণকে অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজ খবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করুন।

সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখার জন্য অনুরোধ করা হ'ল :-

১. সে কখন স্কুলে যায়,
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে,
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন ও ব্লুটুথ ইয়ার ফোন নিয়ে আসে কি না।
৪. মাথার চুল স্বাভাবিক আছে কি না,
৫. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন,
৬. মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে আসবেন,
৭. শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন,
৮. কার সাথে মিশে জানতে চেষ্টা করবেন,
৯. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না,
১০. মাঝে মধ্যে স্কুল ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করবেন,
১১. স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করবেন, যদি কোন তথ্যের
প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করবেন।
১২. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন, আসা-যাওয়া নিশ্চিত করবেন,
১৩. যে কোনো সমস্যা সম্পর্কে জানতে শ্রেণি শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
১৪. সূর্য ওঠার আগেই আপনার সন্তানকে জাগিয়ে দিন,
১৫. পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নীতি অনুযায়ী চলার তাগিদ দিতে হবে।
১৬. রাতে বাসায় পড়া নিশ্চিত করতে হবে।
১৭. আপনার সন্তান বিদ্যালয় থেকে দেওয়া ২৪ঘন্টার রুটিন অনুযায়ী চলে কি-না সেদিকে খেয়াল রাখতে হবে,রুটিন বিষয়ে প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন, কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে ও একজন ভালো মানুষ এবং মানব সম্পদ হিসেবে তৈরি হতে পারে।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

কপি পোস্ট।

03/07/2023

চলমান সরকারি চাকরির নিয়োগ, বিস্তারিত প্রথম কমেন্টে

এই দোকানের খরিদদার হয়েছেন? 😍😍
17/06/2023

এই দোকানের খরিদদার হয়েছেন? 😍😍

জমজ শশা❤️
13/06/2023

জমজ শশা❤️

11/06/2023

আপনি কি চাকরির পরীক্ষার বয়সসীমা ৩৫ বছর এর পক্ষে নাকি বিপক্ষে
আপনার মতামত কি?

11/06/2023
আল্লাহ সবকিছুর মালিক ❤️
02/06/2023

আল্লাহ সবকিছুর মালিক ❤️

আজকের সেরা ছবি ❤️❤️❤️
30/05/2023

আজকের সেরা ছবি ❤️❤️❤️

30/05/2023

মা নামক জান্নাত টা
এখনো যাদের বেঁচে আছে,, তারা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ।

23/05/2023

- এমন একটা Student দেখান.!

- যে পরীক্ষা নিয়ে প্রচুর চি'ন্তা করে, কিন্তু পড়ে নাহ.!🤕

মা গো সেই দিনগুলো খুব মিস করি।
22/05/2023

মা গো সেই দিনগুলো খুব মিস করি।

20/05/2023

শিখতে হয়,
মাথা নিচু করে।
আর বাঁচতে হয়,
মাথা উঁচু করে।

কোটি টাকার আনন্দকে ছাড়িয়ে যেতো পুকুর পাড়ে কুড়িয়ে পাওয়া একটি ডিম 😃😃
12/05/2023

কোটি টাকার আনন্দকে ছাড়িয়ে যেতো পুকুর পাড়ে কুড়িয়ে পাওয়া একটি ডিম 😃😃

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nabagram Secondary School-নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nabagram Secondary School-নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share