13/09/2025
ব্রি-ধান ৬৩
কৃষি অফিস হতে গৃহীত নতুন জাতের ধান। আশা করছি ভালো হবে অন্য জাতের মতো বিশেষ করে ৮৯ জাতের মতো হবে না। শুধু ১৭ কাঠা জমিতে লাগানো হয়েছে। আশা মোতাবেক ফলন হইলে সামনে মৌসুমে ত্রিগুণ পরিমান জমিতে লাগানোর ইচ্ছে আছে। এই জাতটি কিছুটা জিরা ধানের জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাব দেখা যায়। আবার জীবনকালের দিকে নজর দিলে বোঝা যায় এটা ৯০ এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জাতের ধান কাটার পর শর্ষের মতো ফসল আবাদ করা সম্ভব কারণ অন্য জাতের তুলনায় অল্প সময়ে পেকে যায়। হাতে ২০ দিনের মতো অতিরিক্ত সময় পাওয়া যায়।