SA Islamic Media

SA Islamic Media নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে স্যনালটি সাবস্ক্রাইভ করুন।

09/06/2025
01/09/2024
৫মে’র গণহত্যার জন্য হেফাজতের পক্ষ থেকে মামলা’র অপেক্ষায় দেশবাসী।
15/08/2024

৫মে’র গণহত্যার জন্য হেফাজতের পক্ষ থেকে মামলা’র অপেক্ষায় দেশবাসী।

15/08/2024

আমাদের শোক এখনো ভোরের শিশিরের মত তাজা। আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি, কবরে গজায়নি ঘাস। আমাদের হাহাকার এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। আর খু নি রা এসেছে আমাদের তাজা শোক মাড়িয়ে তাদের লালসালুর মাজারে পূজা নিয়ে।

হবে না। এত সহজ না। এটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে রোকেয়া প্রাচীদের নটাংকি মেনে নেওয়া হবেনা।

- আহমেদ জুয়েল

15/08/2024

তাজা লাশের গন্ধ নাকের ডগায় রেখে, ৫০ বছর আগের শোক পালন করা ভন্ডামি ছাড়া আর কিছুই না
ড. আসিফ নজরুল

15/08/2024

أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
“মানুষ কি মনে করে যে, ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না? আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন, কারা (ঈমানের দাবিতে) সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী।”

-সূরা আনকাবুত, ২-৩

একটি মোদির পুতকেও কালকে রাস্তায় নামতে দেয়া হবে না।ওরা গণহত্যাকারী, ওরা ছাত্র হত্যাকারী।যেই রাস্তায় আওয়ামী সন্ত্রাসীরা ছা...
14/08/2024

একটি মোদির পুতকেও কালকে রাস্তায় নামতে দেয়া হবে না।
ওরা গণহত্যাকারী, ওরা ছাত্র হত্যাকারী।

যেই রাস্তায় আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রদের রক্ত ঝড়িয়েছে সেই রাস্তায় আওয়ামী সন্ত্রাসীদের দাড়াতে দেয়া হবে না।

পিলখানা ট্রাজেডি ফেঁসে যেতে পারে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। অভিযোগ রয়েছে, পিলখানা ট্রাজেডির ঘটনার পরিকল্...
14/08/2024

পিলখানা ট্রাজেডি ফেঁসে যেতে পারে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। অভিযোগ রয়েছে, পিলখানা ট্রাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিল সোহেল তাজ।

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ওপর হা*মলা : ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ ৪ জনের বিরুদ্ধে মামলা।
14/08/2024

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ওপর হা*মলা : ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ ৪ জনের বিরুদ্ধে মামলা।

14/08/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক আবাসিক শিক্ষার্থীর টাইমলাইন থেকে:

১. আমাদের হলের ৭ মার্চ বিল্ডিং সব চেয়ে উন্নত। হি*ন্দুরা সেখানে একটা প্রার্থনা কক্ষ চাওয়ায় তার জন্য রুম দেওয়া হয়। কিন্তু মুসলিমরা পুরো রোজার মাস একটা নামাজের কক্ষের আবেদন করার পরও সেটা দেওয়া হয়নি এখনও।

২. হলের একটা বহু বছর ধরে চলা ক্যান্টিন একদম অফ করে দেওয়া হয় কারণ সেখানে গরুর গোশত রান্না এবং তাতে ব্যবহৃত পাত্র আর চামচ নিয়ে হি*ন্দু মেয়েদের মধ্যে ঝামেলা হয়।

৩. হল বিল্ডিং এর নিচে রাতে মেয়েরা টেবিল নিয়ে বিভিন্ন জিনিস বিক্রয় করত, বিশেষ করে যারা অনলাইন বিজনেস করত। সেটা অফ করে দেওয়া হয় ওখানে হাদিস, সুন্নাহ সম্পর্কিত বই বিক্রির কারণে।

৪. আমার রুমের এক আপু তার টেবিল এর উপর খাবারের একটা পাত্র রাখায় আমাকে সেটা তৎক্ষণাৎ সরাতে বলে সাথে সেখানে যেন কিছু না ধরি বলা হয় কারণ টেবিল এ তার একটা দেবতার মূর্তি ছিল।

৫. তার রুমে রাখা যেকোনো জিনিস আমাদের মুসলিম মেয়েদের ছোয়া নিষেধ ছিল কারণ সে ব্রাহ্মণ।

আমরা ফেস করি আমরাও জানি। আমরা শুধু বলিনা যাতে বিভেদ না বাড়ে।

কত বড় স্প*র্ধা
14/08/2024

কত বড় স্প*র্ধা

Address

Kalirhat, Rajgonj, Begumgonj, Noakhali, Maijdee Court
Maijdee Court
3834

Alerts

Be the first to know and let us send you an email when SA Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA Islamic Media:

Share

Category

সোশ্যাল মিডিয়া মার্কেটিং | গ্রাফিক্স ডিজাইন

আমার নাম সোহাগ হোসেন, আমি এক জন পেশাদার সোশ্যাল মিডিয়া মার্কেটার। আমি ০১ জুন ২০১৮ ইং তারিখ থেকে ৩০ জুন ২০২০ ইং তারিখ পর্যন্ত দির্ঘ ২ বৎসর কোডার আইটিতে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করেছি। বর্ত মানে আমি ফাইবারের সোশ্যাল মিডিয়া ও গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ দেশ বিদেশের ভিবিন্ন কম্পানিতে কাজ করতেছি। আমি ফিউচার আইটি ভিলেতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটি প্রপেশনাল ট্রেনিং করেছি এবং তাদের সাথে ভিবিন্ন প্রজেক্টে অংশগ্রহন করেছি। আমি ‍ সফ্টওয়ার ইনফরমেশন টেকনোলজি থেকে গ্রাফিক্স ডিজাইন এর ট্রেনিং করেছি। এবং আমি একটি প্রিন্টিং সপ প্রতিষ্ঠা করেছি । সেখানে গ্রাফিক্স ডিজাইনের সকল কাজ করা হয়। যদি আপনার কোন সেবা প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগঃ [email protected]