NaSim & PriAnka

NaSim & PriAnka our life is beautyfull...Please pray for us

11/08/2024

অনেক দেরিতে বুঝেছি,
কিন্তু খুব ভালো করে বুঝেছি।
যেখানে অধিকারের জায়গায়টা শূন্য, সেখানে অভিমান করাটা বোকামি।❤️❤️

02/07/2024

, আম্মুর হাসি, বাচ্চাকে জড়িয়ে ধরা, বাচ্চার নতুন দাত উঠা দেখতে পাওয়া,নিজের সন্তানকে আস্তে-ধীরে বড় হতে দেখা,এ যেনো এক অন্য রকম ভালো লাগা,নিজের একটা সংসার , জোনাকি পোকার ডাক,সাগরের পাড়ে গিয়ে বসা, বেলীফুলের গন্ধ এরকম আরও কতকিছুর জন্যই তো বেঁচে থাকা যায়।

জীবনের প্রকৃত মূল্য বুঝতে আমরা বড় দেরি করে ফেলি !
ডিপ্রেশনে ভুগছে এমন মানুষগুলোর কাছে একটা সময় মনে হয় মৃ ত্যু ই যেন সবচাইতে সহজ ! জীবনের সব রঙ তাদের কাছে ফ্যাকাশে মনে হতে থাকে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা নিজের দুঃখগুলো সহজে প্রকাশ করতে পারেনা, জীবনের কাছে প্রতিনিয়ত হারতে হারতে শেষমেশ একদিন সকল নিয়ম-নীতি, বাধা-নিষেধ ভেঙ্গে পাড়ি জমায় না ফেরার দেশে আবার কেউ কেউ হয়তো মৃ ত্যু র খুব কাছে গিয়েও সাহসের অভাবে পিছিয়ে আসে। কিন্তু এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ কি অসময়ে চলে যেতে চায় ?

13/06/2024

Marrying into a good family is very important.
Don’t just pray for a good spouse, pray for good in-laws too.♥️To be Honest 😞😞

24/02/2024

আমি নিষ্ঠুর তুমি মায়াবতী। আমি ধ্বংস তুমি সৃষ্টি। আমি পাপ তুমি পবিত্র। এত অমিলে কেন হলো মিলন। কেনো কালো অন্তরে হলো ফুলের সুবাভ। আমাকে ধ্বংস করার জন্য কি অন্য কোন অস্ত্র ছিল না?🖤🌸

22/01/2023

❤️❤️❤️

রোদ্দুরে  দুপুর আমার❤️❤️❤️
20/01/2023

রোদ্দুরে দুপুর আমার❤️❤️❤️

03/01/2023

💜💜💜

ছবিটি দেখে প্রথম দফায় ভুয়া কিংবা ফটোশপের কাজ বলেই মনে হবে৷ কিন্তু ছবিটি কিন্তু আসল। কিছু বছর আগে প্যারিসের জর্জ ভি এভিনি...
25/10/2022

ছবিটি দেখে প্রথম দফায় ভুয়া কিংবা ফটোশপের কাজ বলেই মনে হবে৷ কিন্তু ছবিটি কিন্তু আসল। কিছু বছর আগে প্যারিসের জর্জ ভি এভিনিউতে ঘুরতে যাওয়া মানুষেরা আমাদের মত অবাক হয়ে গিয়েছিল। বাস্তবে দেখা বিল্ডিং এর আকার এবং আকৃতির সাথে এই বিল্ডিং এর কোনো মিলই নেই। উল্টো বিকৃত জানালা, অনিয়মিত দেয়াল, অস্পষ্ট আকৃতি সহ সবকিছু মানুষকে অবাক করে দিয়েছিল৷

অবশ্য এটি কোনো স্থাপত্যশৈলি ছিল না৷ তার মানে এই নয় যে এটি অবাস্তব কিংবা ভুয়া। আসলে এটি দেয়ালের ওপর আঁকা একটি ছবি, যা পিয়েরি ডেলাভি ২০০৭ সালে অংকন করেছিলেন।

যখন এই ছবিটি তোলা হয় তখন বিল্ডিংটির নির্মানের কাজ চলছিল৷ তাই এই নির্মানের কাজ সবার থেকে লুকিয়ে রাখতে ডেলাভি এমন একটি প্রিন্টেড ক্যানভাস তৈরি করেন, যা দেখে গলিত বিল্ডিং মনে হচ্ছে৷

অবশ্য এখন আর এই বিল্ডিং এর এমন অবস্থার দেখা পাওয়া যাবে না। কারণ বিল্ডিং টির নির্মানের কাজ শেষ হয়ে গেছে।

24/10/2022

বৃষ্টির অজুহাতে টুপ করে নেমে পরা শীত🥰🤣🤣

21/10/2022

কিছু মা-নু-ষের সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে, সবসময়ই তার ''ফোনের ব্রাইটনেস'' কমিয়ে রাখা! ''ব্রাইটনেস'' একদম কমিয়ে রাখার পরেও এরা চিন্তা করে কিভাবে আরো কমানো যায়..!! 🙂

Good Morning Bangladesh ❤️❤️🌷🌷
21/10/2022

Good Morning Bangladesh ❤️❤️🌷🌷

10/10/2022

Address

Maijdee Court
Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when NaSim & PriAnka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category