16/06/2025
সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই!
লীগ সংসদে চলে আসবে বলে যারা বিরোধিতা করেছিলেন, লী*গ নি*ষিদ্ধ হওয়ায় তাদেরও উচিত সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পক্ষে মতামত দেওয়া। প্রতিটি ভোটের মূল্যায়নের একমাত্র মাধ্যম সংখ্যানুপাতিক হারে নির্বাচন। কারণ, এ পদ্ধতির নির্বাচনে ছোট থেকে বড়—সব দলেরই প্রতিনিধি সংসদে পাঠানো সম্ভব হবে। প্রতিটি ভোটারও তাদের ভোটের প্রতি দায়িত্ববান হবেন। সংসদেও কেউ আর স্বৈ*রাচারী মনোভাব প্রকাশ করতে পারবেন না। সংসদ হয়ে উঠবে আশা-ভরসার প্রাণকেন্দ্র!
জুলাই বিপ্লবের বাংলাদেশে অন্তত এই সংস্কারটি হোক—এটাই আমার প্রত্যাশা।
✍️ড. ফয়জুল হক