30/10/2025
কুরুলুস উসমান vs কুরুলুস উরহান রেটিং 😳
দুটো সিরিজের সূচনা দুটি ভিন্ন মেরুতে শুরু হয়েছে। এর দুটি কারণ রয়েছে।
১. প্রধান চরিত্র :- কুরুলুস উসমানের প্রধান চরিত্রের অভিনেতা বুরাক ছিল তুরস্কের অন্যতম জনপ্রিয় এবং গুণী অভিনেতা। তার ছিল বিশাল ফ্যান ফ্যাজ। আর কুরুলুস উরহানের প্রধান চরিত্রের অভিনেতা মার্ট ইয়াজিওলু একজন ভালো অভিনেতা হলেও তার জনপ্রিয়তা খুবই নগণ্য।
২. পূর্বসূরী সিরিজ :- কুরুলুস উসমানের পূর্বসূরী সিরিজ ছিল দিরিলিস আরতুগ্রুল, যার শেষ সিজন ছিল সুপার হিট এবং তার উত্তরসূরী কুরুলুস উসমানের জন্য দর্শকরা মুখিয়ে ছিল। আর অন্যদিকে কুরুলুস উরহানের পূর্বসূরী ছিল কুরুলুস উসমান, যার ৬ষ্ঠ সিজন ছিল প্রায় ফ্লপের দিকে এবং বেশিরভাগ দর্শকেরা একই রকমের ফ্লট এবং স্ক্রিপ্টের জন্য ছিল হতাশ। যার নেতিবাচক প্রভাব পড়ে কুরুলুস উসমানের উত্তরসূরী কুরুলুস উরহানের উপর। কারণ কুরুলুস উসমানের লাস্ট ভলিউমের রেটিং ছিল খুবই হতাশাজনক এবং সেই তুলনায় কুরুলুস উরহান অনেক ভালো রেটিং অর্জন করে।
বি:দ্র: এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবং কুরুলুস উসমানের লাস্ট ভলিউমের রেটিং কমেন্টে দেয়া হল।