
26/05/2025
আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না!!!এখন একটা একটা করে পয়েন্ট বলি।
১.যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তিশা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে (আয়াশ যখন আমার পেটে তখন পারিবারিক একটা জামেলার কারনে জানতে পারি তিশা বিয়ের বেপারে রাজি ছিল না আহাদ তিশাকে রাজি করাইছে যাতে বিয়ে করতে পারে।)
২.লাস্ট ৩মাস ধরে আমাদের মধ্যে যে কোন বিষয় নিয়ে জগড়া হইলেই তিশা আমার সামনে আহাদ কে বলে বিয়ে করতে না করছিলাম কেন করছ। এই কথাটা আমি নিজের কানে সুনছি ৪-৫বার আর ২বার সুনছি রাস্তা থেকে আইন্না বিয়ে করছে,জাত পাত না দেইখা বিয়ে করলে এমন এ হয়।আমাদের সব জামেলা কিন্ত বলতে গেলে কিছু কমন বেপার নিয়া ই হয়।
৩.এখন জগড়ার মেইন বেপার গুলা বলি। আমি যখন এ আহাদ কে বলতাম সারা দিন পার হইয়া যায় তুমি আমাকে একটু হাগ করো না কেন, আমাকে কেন একটু সময় দেও না, (এই খানে সময় দেওয়া মানে এই না যে ফিজিকেল করতে হবে।) আমি এই কথা আহাদ কে বললেই বলে আমি মেন্টালি পেসার দেই তখন তিশা কিছু বলত না বাট আয়াস হওয়ার পর থেকেই তিশা ও বলতে সুরু করে আমার হাসবেন্ট কে কেন তুই মেন্টালি পেসার দেস। আমি একটা বউ হইয়া যদি আমার জামাইকে আমাকে একটু ভালবাসো তাহলে আমি তার কাছে কেমন বউ।
৪.বিয়ের পর থেকেই একটার পর একটা জামেলা তখন থেকে আমি চলে আসতে চাই সব সময় আমাকে তিশা ই আটকায়। একটা সময় তিশা প্রেগন্যান্ট হওয়ার পর আমাকেও বলে বাবু নিতে। তখন আমি বাবু নেই।
৫.আমি যানি আহাদ আমাকে তিশার মত ভালবাসতে পারবে না আমি কখনই আহাদ কে ফোর্স করি নাই যে আমাকে অ তিশার মত ভালবাসো। তাই বলে আমকে এমন ভাবে কস্ট দিতে হবে ২ জন এ গলায় লাভ বাইট নিয়ে ঘুরে এগুলা দেখে আমার খারাপ লাগে না? এক বিছানায় সুইলেও তিশারে জরাইয়া ধইরা সুইয়া থাকে আমি আমার মত এক কনায় পইরা থাকি আমার কস্ট হয় না নাকি আমি রোবট।
৬. আলিশা যখন মেডিকেল তখন আমি প্রেগন্যান্ট ১৬ দিন পর বাসায় আসছে আমার সাথে দেখা করতে তাও আমি রাগারাগি করার পর এইটা নিয়া আমকে কি ব্লেম দিল আমি ফিজিকেল করার জন্য পেসার দেই।মেডিকেল থাকা অবস্থায় আহাদ এর জন্ম দিন এর ২ দিন আগে আমি দেখা করতে যাই তখন তিশা কে বলি আমি ভাবছিলাম আজকে আহদ এর জন্ম দিন একটা কেক নিয়া আস্তে চাইছি তখন আমাকে তিশা বল্লো এই অবস্থায় কেক আনলে আহাদ লাত্থি দিয়া ফালাইয়া দিত। ঠিক ২ দিন পর যখন তিশা সারপ্রাইজ দিল কই তখনতো আহাদ কেক লাত্থি দিয়া ফালাইয়া দিল না।
৭.আমার শশুর শাশুড়ী আমাকে কেন পছন্দ করবে না?? তারা যেহেতু ভিডিও তে আসে আমি আসা করব সরাসরি জেন বলে আমাকে পছন্দ করে না।আর আমার ননাস তার সাথে একবার গুরতে গিয়ে সিম্পল একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় কিছু দিন পর থিক ও হয়ে জায়।
৮.আমার শশুর আমাদের বাসায় কম আসা জাওয়া করে তার ছেলে আহাদ এর ব্যবহার এর কারনে।
৯.আমার বাবা মা কখনই টাকা দেখে আসে নাই আমার বাবা গরিব হলেও লভি না তিশার আম্মু কে যখন ৫ লাখ টাকা দিয়ে সন্নের চুরি কিনে দেওয়া হয় তখন এ আমাদের মধ্যে কথা হয় আমাদের ৩ পরিবারের জন্যই কিছু না কিছু করব তারপর ঈদ এর মধ্যে আমার বাবাকে ১লাখ টাকা দেওয়া হয় আর আমার শশুর কে তার ফারমেসি নতুন করে ডেকরেসন করে দেওয়ার কথা ছিল বাট দেওয়া হয় নাই তার পর থেকে ই আমাদের রিন সুরু হয়।
১০.আমি যেই দিন আমার বাবার বাসায় আসছি জামেলার কারনে আমার ফোন ভেংগে ফেলা হয় র আমার আই ফন তারপর তিশার আই ফোন আগে এ বিক্রি করা হয় রিন দেওয়ার জন্য আমার গয়না তিশার গয়না বন্ধক দেওয়া আগেই।
১১. আর একবার আয়াস যখন ছোটো আমি রাগ করে চলে যাই আয়াশ কে রেখে তখন ও এই সেইম যামেলা আহাদ র আমার মধ্যে তখন আমি বলসি আমি আলাদা রুম এ ঘুমাতে চাই একদিন আহাদ আমার সাথে ঘুমাবে একদিন তর সাথে তখন তিশা বলে আমাকে এক ফ্লাট এ আমি তর সাথে থাকতে পারব না আমার কাছে ছোটোলকি লাগে তুই অপরে থাক আমি নিছে থাকি। আমার কোনো মত ছিল না আলাদা ফ্লাট এ থাকার।
এইভাবে থাকতে আমার মানসিক কস্ট হয়।আমি ব্যাথ্।আমি পারি নাই সামির মন জুগিয়ে চলতে। আর কথায় কথায় ভিবিন্ন রকমের খোটা আমি পারতিছি না। আমি চাই আহাদ তিশা এক সাথে ভাল থাক।আমার জন্নই নাকি অদের মধ্যে বার বার যামেলা হয় আমি এখন চাই না আমার জন্য আর কোনো জামেলা হক।আমি আমার মত ভাল থাকতে চাই।