
06/03/2025
তোমাকে বৃহস্পতিবারের শুভেচ্ছা প্রিয়তমা__
দু'হাতে কুড়াও এই পৃথিবীর সৌন্দর্য।
তোমার জন্য অপেক্ষা করছে কোন এক চৌধুরী ভিলার চৌকাঠের ভেতর রজনীগন্ধার বাসর,
আর দার্জিলিং সফরের টিকেট।
তুমি কাঁচা হলুদের রঙে মুছে দিও প্রেমিকের স্পর্শের দাগ__
আর লাল বেনারসি শাড়িতে ঢেকে নিও অতীত গল্পের ক্ষত।
মেহেদী রাঙা হাতে তারে দিও শতাব্দীর প্রেম, আদর__
যার সিংহাসনে কাল মুকুট পড়ে বসে থাকবে রাণীর বেশে।
তাকে কথা দিও আজন্মকাল পাশে থাকবে__
এখনি সময় জীবন সংস্কার করার।
হাতের কাছেই রয়েছে রূপকথার জীবন__
লুফে নাও, লুফে নাও সেই জীবন।
সে যেনো তোমার বন্ধু হয়ে ওঠে__
প্রেমিক হয়ে ওঠে।
ব্লাউজের ভেতর স্তন ছাড়াও__
সে যেনো দেখতে পায় তোমার ঋদয়।
আমি জানি__
নারীরা পুরো পৃথিবী একদিকে রেখে,
অন্যদিকে রাখে সংসার।
লাশ হতে রাজি, তবুও সংসার ভাঙতে রাজি নয়।
তারে তুমি কইয়ো সেই কথা__
বুঝাইয়ো স্বামী শব্দে মিশে থাকে নারীর পুরো জগৎ।
প্রিয়তমা আমার__
আমার পরিচয় এখন কেবলই পর পুরুষ।
ছেলেবেলার ব্লাকবোর্ডে ভুল অক্ষর লিখে ফেলার মত,
আমাকে মুছে ফেলো।
একজন ধার্মিক যেমন উপেক্ষা করে চলে নাস্তিক,
আমাকে তুমি উপেক্ষা করে চইলো।
একজন স্বৈরাচার কাছ থেকে ঘেন্নায় যেমন মুখ ফিরিয়ে নেয় মানুষ,
আমার কাছ থেকে তেমনই মুখ ফিরিয়ে নিও।
তোমাকে বৃহস্পতিবারের শুভেচ্ছা প্রিয়তমা__
দু'হাতে কুড়াও এই পৃথিবীর সৌন্দর্য।
সুখ তোমাকে মায়ের পেটের আপন বোনের মত ভালোবাসুক__
তুমি হয়ে ওঠো চিরসুখীদের একজন, তুমি ভালো থেকো।
- সাজ্জাদ হুসাইন।