দুঃখ বিলাশ

দুঃখ বিলাশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দুঃখ বিলাশ, Magazine, Maijdee Court, Maijdee Court.

তোমাকে বৃহস্পতিবারের শুভেচ্ছা প্রিয়তমা__দু'হাতে কুড়াও এই পৃথিবীর সৌন্দর্য।তোমার জন্য অপেক্ষা করছে কোন এক চৌধুরী ভিলার চৌ...
06/03/2025

তোমাকে বৃহস্পতিবারের শুভেচ্ছা প্রিয়তমা__
দু'হাতে কুড়াও এই পৃথিবীর সৌন্দর্য।
তোমার জন্য অপেক্ষা করছে কোন এক চৌধুরী ভিলার চৌকাঠের ভেতর রজনীগন্ধার বাসর,
আর দার্জিলিং সফরের টিকেট।

তুমি কাঁচা হলুদের রঙে মুছে দিও প্রেমিকের স্পর্শের দাগ__
আর লাল বেনারসি শাড়িতে ঢেকে নিও অতীত গল্পের ক্ষত।
মেহেদী রাঙা হাতে তারে দিও শতাব্দীর প্রেম, আদর__
যার সিংহাসনে কাল মুকুট পড়ে বসে থাকবে রাণীর বেশে।

তাকে কথা দিও আজন্মকাল পাশে থাকবে__
এখনি সময় জীবন সংস্কার করার।
হাতের কাছেই রয়েছে রূপকথার জীবন__
লুফে নাও, লুফে নাও সেই জীবন।

সে যেনো তোমার বন্ধু হয়ে ওঠে__
প্রেমিক হয়ে ওঠে।
ব্লাউজের ভেতর স্তন ছাড়াও__
সে যেনো দেখতে পায় তোমার ঋদয়।

আমি জানি__
নারীরা পুরো পৃথিবী একদিকে রেখে,
অন্যদিকে রাখে সংসার।
লাশ হতে রাজি, তবুও সংসার ভাঙতে রাজি নয়।
তারে তুমি কইয়ো সেই কথা__
বুঝাইয়ো স্বামী শব্দে মিশে থাকে নারীর পুরো জগৎ।

প্রিয়তমা আমার__
আমার পরিচয় এখন কেবলই পর পুরুষ।
ছেলেবেলার ব্লাকবোর্ডে ভুল অক্ষর লিখে ফেলার মত,
আমাকে মুছে ফেলো।
একজন ধার্মিক যেমন উপেক্ষা করে চলে নাস্তিক,
আমাকে তুমি উপেক্ষা করে চইলো।
একজন স্বৈরাচার কাছ থেকে ঘেন্নায় যেমন মুখ ফিরিয়ে নেয় মানুষ,
আমার কাছ থেকে তেমনই মুখ ফিরিয়ে নিও।

তোমাকে বৃহস্পতিবারের শুভেচ্ছা প্রিয়তমা__
দু'হাতে কুড়াও এই পৃথিবীর সৌন্দর্য।
সুখ তোমাকে মায়ের পেটের আপন বোনের মত ভালোবাসুক__
তুমি হয়ে ওঠো চিরসুখীদের একজন, তুমি ভালো থেকো।

- সাজ্জাদ হুসাইন।

অপরিচিত থাকাটাই বোধহয় ভালো। পরিচয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ে, তৈরি হয় সম্পর্ক। সম্পর্কের মাঝে জন্ম নেয় অধিকারবোধ। আর সেই অধিকা...
05/03/2025

অপরিচিত থাকাটাই বোধহয় ভালো। পরিচয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ে, তৈরি হয় সম্পর্ক। সম্পর্কের মাঝে জন্ম নেয় অধিকারবোধ। আর সেই অধিকার থেকে শুরু হয় আপন ভেবে অভিযোগ করার যাত্রা। যেই যাত্রার শেষ পরিণতি সম্পর্কের অবসান বা চরম ভুল বোঝাবুঝির মুখোমুখি হয়ে। একটা পর্যায়ে এসে কেউ থামতে পারে না, রেখেঢেকে কথা বলতে পারে না।

তাইতো তৈরি হয় তিক্ততা। যে তিক্ততা নিয়ে সরে আসা ছাড়া উপায় থাকে না। এই দূরত্ব হয়ত নিজের ভালোর জন্য নয়ত অপর মানুষটাকে মুক্ত করে দেওয়ার জন্য। কারণ কাউকে ধরে রেখে য-ন্ত্রণা দেওয়ার অধিকার থাকলেও, যার প্রতি আন্তরিকতা থাকে তাকে সেই জ্বালা দেওয়ার চেয়ে মানুষ সবকিছু ছেড়ে-ছুঁড়ে আসতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

অথচ একসময় মানুষটা হয়তো সবচে প্রিয় ছিল। তার সাথে কথা না হলে পেট গুড়গুড় করত, সুন্দর বিকেল ফাঁকা লাগতো। হয়তো আজও সে প্রিয়ই আছে। কিন্তু সময়ের পরিক্রমায় আজ কেউ কাউকে আর পরিচিত নামে ডাকে না। বলতে পারে না "আরে আমি চিনি তো তাকে", কারণ অধিকার হারিয়ে যায় কোনো এক কালবৈশাখী ঝড়ের দমকা হাওয়ায়।

পরিচিত হলেই ভয় থাকে অপরিচিত হওয়ার। কাছে আসলেই দূরত্বের দুর্যোগ মাথার উপর ঘুরতে থাকে। আন্তরিকতার অপর পিঠে লেগে থাকে তিক্ততা। তাই এত ভয়, এত সংশয়, একটু কাছে আসা নিয়ে, একটু আন্তরিকতা প্রকাশ করা ঘিরে, সামান্য পরিচিত হতে গেলেও। কখন না ভেঙে যায় দেয়াল, কখন না ভেঙে যেতে হয় নিজেকে, ভাঙতে হয় তাকে।

এরচে অপরিচিত হয়ে বেঁচে থাকা সুন্দর। ভালোবাসা, আন্তরিকতা, প্রিয়'র তকমা, ঘনিষ্ঠতার নজির নাই-বা তৈরি হলো। অন্তত বেঁচে গেল তাতে ঘৃণা তৈরি হওয়ার সুযোগ, তিক্ততা সৃষ্টি হওয়ার পরিস্থিতি, দূরত্বের মতো ভয়াবহ বিচ্ছেদ। থাকুক দুই-একটা কথা, গায়ে লাগুক অপরিচিতর তকমা, না জুটুক কারোর ভালোবাসা। তবুও অপরিচিত হয়ে বেঁচে থাকা সুখের।।

Address

Maijdee Court
Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when দুঃখ বিলাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category