Tuba's Mom

Tuba's Mom I am Tuba's Mom❤️ Loves to talk about Motherhood, Parenting and Teaching.

12/07/2025
আল্লাহ চাইলে কি না পারেন?  শুধু দরকার আল্লাহর সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ, তাঁকে খুশি করাটাই আসল।তিনি বলেছেন তিনি খালি হাতে...
03/07/2025

আল্লাহ চাইলে কি না পারেন? শুধু দরকার আল্লাহর সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ, তাঁকে খুশি করাটাই আসল।তিনি বলেছেন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, আসুন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি 🤲

কুঞ্জলতাটা একটু একটু করে বড় হচ্ছ ❤️
17/06/2025

কুঞ্জলতাটা একটু একটু করে বড় হচ্ছ ❤️

  আমার খুব প্রিয় একটা কাজ হলো মোনাজাতের ভাষা শেখা,আল্লাহপাকের কাছে চাইতে শেখা।আমরা চাইতেও জানিনা,গাড়ি চাই,বাড়ি চাই,টাকা ...
10/06/2025


আমার খুব প্রিয় একটা কাজ হলো মোনাজাতের ভাষা শেখা,আল্লাহপাকের কাছে চাইতে শেখা।আমরা চাইতেও জানিনা,গাড়ি চাই,বাড়ি চাই,টাকা চাই অথচ সুন্দর ভাষায় দুনিয়া আর আখিরাতের কল্যাণ চাইলে কিন্তু সব cover হয়! সুন্দর একটা মোনাজাত সংগ্রহ করেছি আজকে। কথাগুলো বেশিরভাগই জানা,চেষ্টা করি এভাবেই আল্লাহপাকের কাছে চাইতে।ফেসবুক ওয়ালে দিয়ে দিলাম আমার মতন আরো অনেকেই যাতে শিখতে পারে।

"আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সায়্যিদিল মুরসালিন।

ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল যালালি ওয়াল ইকরাম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া রব।
রব্বুল আলামীন আপনার ঐ মহান নামের উছিলায় আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দিন।

আমাদের রিযিক বৃদ্ধি করে দিন, আমাদের কে ঋনমুক্ত, অভাব মুক্ত, চিন্তা মুক্ত রাখুন মাবুদ। রব্বুল আলামীন আমাদের কে নেক হায়াত দান করুন, আমাদের পিতা মাতার মঙ্গল করুন।

যেসব আত্নীয় স্বজন কবরবাসি হয়েছে তাদের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন, তাদের কবরের আজাব মাফ করে দিন।

রব্বুল আলামীন আপনার তাওহীদ -
লা ইলাহা ইল্লাল্লাহু এর উছিলায়,আপনার হাবীব প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার উছিলায়
আমাদের মনের নেক ইচ্ছে গুলো কবুল আর মঞ্জুর করুন আল্লাহ।

রব্বুল আলামীন মা বাবার সন্তানদের উপর রহমত বর্ষণ করুন, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমিয়ে ভালোবাসা বাড়িয়ে দিন, প্রত্যেকটি পরিবারের উপর রহমত বর্ষণ করুন, আমাদের মানসিক দুশ্চিন্তা, দুঃখ কষ্ট দূর করে দিন।

আমি জানিনা কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন..আমি জানিনা কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন...আমি জানিনা কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন আমি জানিনা কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন..কিন্তু আপনি তো আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন.,ইয়া রব! আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনিই তো বলেছেন,,তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো-তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব।

আপনিই তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জা বোধ করেন।

আমি অযোগ্য আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন।

আমি এটাও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না..

আমি জানি আমি ছাড়া আপনার অনেক উওম বান্দা আছে কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই ইয়া রব!

আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই।

ইয়া রব! আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না! আমি তার উপযুক্ত নই, আমার জন্য পরীক্ষা সহজ করে দিন।

আপনি আমার ডাকে সাড়া দিন, আমার চাওয়া পূরণ করুন, ইয়া মালিক,

আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন..!!! আমিন.!!!"

30/03/2025

Eid Mubarak from us to yours❤️❤️❤️

21/03/2025

পড়াশোনা

She loves drawing anywhere
15/03/2025

She loves drawing anywhere

13/03/2025

তুবাকে উৎসাহ দিতে অবশ্যই ছবিতে ক্লিক করে তারপর লাইক লাভ দিয়ে শেয়ার করুন
25/02/2025

তুবাকে উৎসাহ দিতে অবশ্যই ছবিতে ক্লিক করে তারপর লাইক লাভ দিয়ে শেয়ার করুন

10/02/2024

?

গুটি গুটি পায়ে শুরু হলো ছয়।
07/02/2024

গুটি গুটি পায়ে শুরু হলো ছয়।

মানুষ ফুড ব্লগিং করে মাসে ১০-১৫ লাখ টাকা ইনকাম করে  আর আমিতো জীবনে এত টাকা চোখেও দেখিনি 🙄🙄🙄     #আলহামদুলিল্লাহ
06/12/2023

মানুষ ফুড ব্লগিং করে মাসে ১০-১৫ লাখ টাকা ইনকাম করে আর আমিতো জীবনে এত টাকা চোখেও দেখিনি 🙄🙄🙄
#আলহামদুলিল্লাহ

Address

Noakhali Science And Technology University Road, Maijdee Court
Maijdee Court
3802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuba's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tuba's Mom:

Share

Category