21/09/2025
চাটখিল সোনাইমুড়ীতে সপ্তাহব্যাপী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন
নোয়াখালী টিভি :
নোয়াখালী চাটখিল এবং সোনাইমুড়ী উপজেলার সুনামধন্য মানবিক সংগঠন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। ইতিমধ্যে তাদের কাজের মাধ্যমে যারা ইতিমধ্যে চাটখিল সোনাইমুড়ীতে সাড়া পেলে দিয়েছেন।
এছাড়াও বিশ্বের প্রায় ১৬টি দেশে তাদের সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করছে সংগঠনটি। সম্প্রতি জাতিসংঘের সাথে কাজ শুরু করেছে নোয়াখালী ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।
সংগঠনটির পাঁচশূন্যের প্রকল্পের মধ্যে অন্যতম একটি হচ্ছে চাটখীল সোনাইমুড়ীতে চিকিৎসা ছাড়া কোন মানুষ যেন মৃত্যুবরন না করে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন থেকে এই দুই উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ফ্রী মেডিকেল ক্যম্প পরিচালিত করে আসছে।
তারই অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে সোনাইমুড়ী এবং চাটখিলে শুরু হতে যাচ্ছে বৈশ্বিক ফ্রী মেডিকেল ক্যম্প, যেখানে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে। ফ্রী মেডিকেল কেম্পে বিনামূল্য প্রয়োজনীয় ঔষধ দেওয়া হবে, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হবে। ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা করা হবে।
এছাড়াও যে কেউ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে পারবে প্রতিটি ক্যম্প থেকে আগামীকাল সকাল থেকে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হওয়া ফ্রী চিকিৎসা সেবা উদ্বোধন করবেন ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা উপদেষ্টা শিক্ষাবিদ গোলাম মর্তুজা এবং সোনাইমুড়ী উপজেলা জেলার নির্বাহী অফিসার নাছরিন আক্তার।
এসময় স্থানীয় সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আগামীকাল থেকে সোনাইমুড়ী পৌরসভার ৬ টি স্থানে সাকালে এবং বিকেলে দুই শিপ্টে পরিচালিত হবে এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম।