Noakhali Tv - নোয়াখালী টিভি

Noakhali Tv - নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য সহ সব আপডেট জানাতে কাজ করে যাচ্ছে নোয়াখালী টিভি। প্রয়োজনে 01633095568
(1)

25/09/2025

সরাসরি

24/09/2025

দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবন না খুললে জনগণকে নিয়ে আন্দোলনে যাবো-জামায়াত নেতা। নোয়াখালী টিভি

24/09/2025

তিন উপজেলা করে হাতিয়াকে জেলা এবং নোয়াখালীর আশপাশের জেলা সমূহকে নিয়ে নোয়াখালীকে বিভাগ করার দাবী তুলেছে নোয়াখালীবাসী।।

We all stand with pride at the ITALIANIST Academy for this historic event 🇵🇸🇮🇹From Milan to Sicily, all of Italy went to...
22/09/2025

We all stand with pride at the ITALIANIST Academy for this historic event 🇵🇸🇮🇹

From Milan to Sicily, all of Italy went to… See more

22/09/2025

নোয়াখালীবাসীর প্রথম ও শেষ দাবী

নোয়াখালী ও তার আশপাশের জেলা সমূহ নিয়ে নোয়াখালী নামে নোয়াখালীকেই বিভাগ দিতে হবে।।

22/09/2025

কুমিল্লা বিভাগে না থাকার দাবিতে একমত ফেনী- নোয়াখালী?

নোয়াখালী টিভি'র বিশেষ আয়োজনে আজকের অতিথি:

★মোঃ সাজ্জাদুল ইসলাম।
দপ্তর সম্পাদক নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি।

★ সাংবাদিক কেফায়েত শাকিল
সিনিয়র রিপোর্টার, বাংলাভিশন

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

21/09/2025

নোয়াখালী সদর হাসপাতালে অ/ভি'যান চালিয়ে ৭ দা'লা'লকে আ'টক করায় RAB 11 টিম এবং নোয়াখালী জেলা প্রশাসন কে ধন্যবাদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও এ অ/ভি*যান অব্যাহত থাকুক।

21/09/2025

আগামীকাল সকালে নোয়াখালী বিভাগের দাবীতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।।

21/09/2025

আগামি নির্বাচন পর্যন্ত আমরা জামায়াতে নামাজ আদায় করবো- বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী। নোয়াখালী টিভি

চাটখিল সোনাইমুড়ীতে সপ্তাহব্যাপী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন নোয়াখালী টিভি : নোয়াখাল...
21/09/2025

চাটখিল সোনাইমুড়ীতে সপ্তাহব্যাপী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন

নোয়াখালী টিভি :

নোয়াখালী চাটখিল এবং সোনাইমুড়ী উপজেলার সুনামধন্য মানবিক সংগঠন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। ইতিমধ্যে তাদের কাজের মাধ্যমে যারা ইতিমধ্যে চাটখিল সোনাইমুড়ীতে সাড়া পেলে দিয়েছেন।

এছাড়াও বিশ্বের প্রায় ১৬টি দেশে তাদের সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করছে সংগঠনটি। সম্প্রতি জাতিসংঘের সাথে কাজ শুরু করেছে নোয়াখালী ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।

সংগঠনটির পাঁচশূন্যের প্রকল্পের মধ্যে অন্যতম একটি হচ্ছে চাটখীল সোনাইমুড়ীতে চিকিৎসা ছাড়া কোন মানুষ যেন মৃত্যুবরন না করে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন থেকে এই দুই উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ফ্রী মেডিকেল ক্যম্প পরিচালিত করে আসছে।

তারই অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে সোনাইমুড়ী এবং চাটখিলে শুরু হতে যাচ্ছে বৈশ্বিক ফ্রী মেডিকেল ক্যম্প, যেখানে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে। ফ্রী মেডিকেল কেম্পে বিনামূল্য প্রয়োজনীয় ঔষধ দেওয়া হবে, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হবে। ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা করা হবে।

এছাড়াও যে কেউ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে পারবে প্রতিটি ক্যম্প থেকে আগামীকাল সকাল থেকে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হওয়া ফ্রী চিকিৎসা সেবা উদ্বোধন করবেন ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা উপদেষ্টা শিক্ষাবিদ গোলাম মর্তুজা এবং সোনাইমুড়ী উপজেলা জেলার নির্বাহী অফিসার নাছরিন আক্তার।

এসময় স্থানীয় সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আগামীকাল থেকে সোনাইমুড়ী পৌরসভার ৬ টি স্থানে সাকালে এবং বিকেলে দুই শিপ্টে পরিচালিত হবে এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম।

21/09/2025

নোয়াখালী - ১
(চাটখিল - সোনাইমুড়ী) আংশিক আসনে এমপি হিসেবে কাকে চান ?

কে হলে এলাকার উন্নয়ন সহ সবমিলিয়ে ভালো হবে ??

21/09/2025

নোয়াখালী সদর হাসপাতালে র‌্যাব-১১ এবং জেলা প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে দা'লা'ল চক্রের ৭ সদস্য আ'ট'ক। তাদের বিভিন্ন মেয়াদে সা/জা ও জ'রি'মানা দ'ন্ড প্রদান করা হয়।

Address

Maijdee Court, Chittagong, Maijdee Court
Maijdee Court
3800

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Tv - নোয়াখালী টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category