It's Saiful

It's Saiful Hi, i am Md Saiful Islam. please follow my page to get videos Everytime.
(21)

01/06/2025

কাউকে ঘৃনা করার মতো,
সময় বা মন মানসিকতা কোনোটাই নেই আমার।
হয় খুব ভালোবাসবো,নয়তো চুপচাপ অনেক দূরে সরে যাবো।😊

ততটুকুই চেনো আমায় যতটুকু প্রকাশিত
30/05/2025

ততটুকুই চেনো আমায় যতটুকু প্রকাশিত

ছেড়ে তো শুধু মানুষ যায়🫣🫣
29/05/2025

ছেড়ে তো শুধু মানুষ যায়🫣🫣

চাইলে-ই কি আর সব পাওন যায়!  যেমন- চাঁদ, তুমি, এবং কল্পনায় থাকা সবটুকু সুখ। 🖤
26/05/2025

চাইলে-ই কি আর সব পাওন যায়!
যেমন- চাঁদ, তুমি, এবং কল্পনায় থাকা সবটুকু সুখ। 🖤

যে মানুষটার একশো একটা প্রিয় লোক, সে আমার প্রিয় তালিকায় না থাকুক।
26/05/2025

যে মানুষটার একশো একটা প্রিয় লোক, সে আমার প্রিয় তালিকায় না থাকুক।

সময়ের মুখোমুখি দাঁড়িয়ে বুঝেছি ভুল জায়গায় নিজেকে কত ছোট করে ফেলেছি!!😅💔
25/05/2025

সময়ের মুখোমুখি দাঁড়িয়ে
বুঝেছি ভুল জায়গায় নিজেকে
কত ছোট করে ফেলেছি!!😅💔

_এতো ভা'ঙা ভে'ঙে'ছি,মনে হয় কেউ ছুয়ে দিলেই গুড়িয়ে যাবো!💔😅
24/05/2025

_এতো ভা'ঙা ভে'ঙে'ছি,মনে হয় কেউ ছুয়ে দিলেই গুড়িয়ে যাবো!💔😅

প্রিয় বলে জানতাম যাকেসেই প্রিয়জন–যদিও মানুষের সঙ্গকে আমি বরাবরই ভয় পাই। কারণ একবার সঙ্গ পেয়ে অভ্যস্ত হয়ে গেলেসঙ্গহীন একা...
24/05/2025

প্রিয় বলে জানতাম যাকে
সেই প্রিয়জন–
যদিও মানুষের সঙ্গকে
আমি বরাবরই ভয় পাই।
কারণ একবার সঙ্গ পেয়ে অভ্যস্ত হয়ে গেলে
সঙ্গহীন একাকিত্বে নিজেকে
নিঃসঙ্গ ভাবতে থাকে মানুষ।
তবুও কবে কখন কীভাবে যেন
বুকের ভেতর আস্ত একটা মানুষ পুষলাম!
তার সঙ্গ পেয়ে অভ্যস্ত হয়ে গেলাম।

পোষ না মানা পাখির মতো
সঙ্গহীন একাকিত্বের মতো
একদিন সেই প্রিয়জন–
আমাকে একা রেখে চলে গেল।

সেই থেকে বুকের ভেতর দুঃখ পুষি।
কারণ অন্যসব দুঃখ দিলেও
দুঃখরা কখনো 'ছেড়ে যাবার মতো' দুঃখ দেয় না।
দুঃখরা কখনো ছেড়ে যায় না।

তুমি কি অপেক্ষা বোঝো?তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা...
24/05/2025

তুমি কি অপেক্ষা বোঝো?
তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা। ঐ যে, সন্ধ্যা নামলে যে পাখি নীড় হারায়, সে পাখি দ্বিকবিদিক ছুটাছুটি করে ঘরে ফেরার তাড়া নিয়ে। ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে।
আচ্ছা তুমি নীরবতার ভাষা বোঝো?
বলার অনেককিছুই থাকে, শুধু বলতে গিয়ে গলায় আঁটকে যাওয়ার নামই নীরবতা। অপেক্ষা, অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায়!
তুমি তো সবই বোঝো। শুধু বোঝো না, কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা। বোঝো না, ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা। ঐ যে সঙ্গী হারানো ডাহুক পাখির চিৎকার-কান্না, তুমি তো বোঝো না। তুমি মৃত্যু দেখো, ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু! এসব দেখে দেখে অভ্যস্ত তুমি। শুধু আমায় দেখো না, শুধু আমায় বোঝো না!

"দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে বুঝলাম,আমি মূলত শূন্যের দিকে তাকিয়ে ছিলাম!"😅💔
23/05/2025

"দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে বুঝলাম,আমি মূলত শূন্যের দিকে তাকিয়ে ছিলাম!"😅💔

সে আমারে খুব ভালোবাসতো, এবং সমপরিমাণে ভালোবাসা সবার জন্যও ছিলো!🙂
23/05/2025

সে আমারে খুব ভালোবাসতো, এবং সমপরিমাণে ভালোবাসা সবার জন্যও ছিলো!🙂

সাহস করে একদিন আকাশকে বলে দিলাম 'ভালোবাসি'।নির্বিকার আকাশ আমাকে ভালো না বাসলেও দূরত্ব বাড়ায়নি। দাঁড়িয়ে রইলো যেমন ছিল তেম...
23/05/2025

সাহস করে একদিন
আকাশকে বলে দিলাম 'ভালোবাসি'।
নির্বিকার আকাশ আমাকে
ভালো না বাসলেও দূরত্ব বাড়ায়নি।
দাঁড়িয়ে রইলো যেমন ছিল তেমন।

অথচ, আপনি আমার কাছের ছিলেন।
ভাবলাম 'ভালোবাসি' বললে হয়তো
আরও কাছের হবেন!
সেই ভাবনায় ভালোবাসি বলতেই
দূরত্বের দেয়াল দাঁড় করিয়ে দিয়ে
কাছের আপনি দূরের আকাশ হয়ে গেলেন।

আকাশ তো তবুও আপন দূরত্বে স্থির,
আপনি 'আকাশ' থেকে 'দীর্ঘশ্বাস' হয়ে গেলেন!

Address

Subarnachar, Noakhali, Maijdee Court
Maijdee Court

Telephone

+8801610061206

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Saiful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share