সত্য পথের দিশারী

সত্য পথের দিশারী শব্দের পরিবর্তন হয়না
পরিবর্তন হয় বাক্যের,
মানুষের পরিবর্তন হয়না
পরিবর্তন হয় আচার ব্যবহারের।

অতিরিক্ত মা ভক্ত পুরুষ, আর অতিরিক্ত বাবার বাড়ি ভক্ত নারী কখনোই সংসারী হয় না। সঙ্গীর প্রতি অসম্মান, সঙ্গীকে মানসিক যন্ত্র...
13/05/2025

অতিরিক্ত মা ভক্ত পুরুষ, আর অতিরিক্ত বাবার বাড়ি ভক্ত নারী কখনোই সংসারী হয় না। সঙ্গীর প্রতি অসম্মান, সঙ্গীকে মানসিক যন্ত্রণা দেয়ার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে এরা। এরা শুধু সংসারটা না, পুরো ঘরটাকেই নরক বানিয়ে রাখে!

বিয়ের পরে সংসারের প্রতি যার টান না থাকে, তার সাথে সংসার করাটাই সবচেয়ে বড়ো মানসিক যন্ত্রণার ব্যাপার! যে তার সঙ্গীর চাইতে অন্য কাউকে গুরুত্ব দেয়, তার কাছ থেকে অসম্মান ছাড়া আর কিছু আশা করা যায় না।

বিয়ের পর যে পুরুষ মা ভক্ত হয়, সেই পুরুষ তার স্ত্রীকে যথাযথ সম্মান দেয় না। মায়ের তুলনা কারো সাথে হয় না। কিন্তু তাই বলে বউকে অসম্মান করাটাও সঠিক পুরুষের কাজ হতে পারে না। বউয়ের জন্য মাকে কিংবা মায়ের জন্য বউকে বিচ্ছিন্ন রাখার কোনো মানে নেই। দুটো পক্ষের সাথে ব্যালেন্স করে চলতে পারাটাই একজন পুরুষের জন্য সবচেয়ে বড়ো চ্যালেন্স।

পক্ষান্তরে, একজন নারী যদি বিয়ের পর তার স্বামীর চাইতে বাবার বাড়ির প্রতি বেশি টান দেখায়, সে স্ত্রী হিসাবে কখনোই তার স্বামীকে মানসিক শান্তি দিতে পারে না। উল্টো স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করতে দ্বিতীয়বার ভাবে না। স্বামীর কষ্ট, স্বামীর দিকটা সে কখনোই ভাবে না।

অতিরিক্ত সবকিছুই বিষ!
আপনি যদি নিজের সঙ্গীর গুরুত্ব না বোঝেন, তবে তার অসহায়ত্ব আর যন্ত্রণার শেষ থাকবে না। একটা মানুষ ঠিক তখনই মানসিক অশান্তি আর হতাশায় ভোগে, যখন তার সঙ্গী তাকে বোঝে না, সম্মান করে না, এমনকি তার কষ্টকে অবজ্ঞা করে।

12/05/2025
আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেক...
12/05/2025

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।

কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোম্যাটিক পরিবর্তন হবে।

নারী শক্তিশালী কেউ না, সে শক্ত হতে গেলে ভেঙে যাবে। প্যাচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল। এতটাই কোমল যে, তার পরশে পৃথিবীর সবচে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য।

কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন। দেখুন, আপনার আচরণ নারীসুলভ আছে কি না। আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন, কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না।

তালাক হয়ে যাবে; সবাই উপস্থিত, সালিশ চলছে। তখনও কোনো স্ত্রী ‘নারী’ হয়ে উঠলে, কোমল স্বরে একবার পুরুষকে চাইলে, স্বামীর পাহাড়সম রাগ নিমিষেই বরফশীতল পানি হয়ে যায়। এটাই দাম্পত্যের রসায়ন। স্বামী-স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না।

সেজন্য বলি, সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয়। আপনার পুরুষকে বুঝুন। সে বাহিরে থাকে, টাকা ইনকাম করে। বহুরকম লোকজনের সাথে তার উঠাবসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে।

নারীর কাজ যত কঠিনই হোক, সে সমাজ ফেস করে না। ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই, আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন।

চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কী হয়েছে জিজ্ঞেস না করে তাকে পানি দিন। বলুন একটু গোসল করে আসেন খাবার দিই। পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কী হলো।

পুরুষ কখনো জেতে কখনো ঠকে। তার জেতাটা যেমন ইনজয় করেন, ঠকাটাও মেনে নিন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন, এমন নয়। হেরে যাওয়ার অনুভব তারও আছে। বরং সাপোর্ট দিন। সহজ করুন। সময় বুঝে পরামর্শ দিন।

এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে।

ঠিক এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ। যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি-আধুনিক, পুরুষোচিত, সে নারী ময়ূর থেকে কাক হতে চায়।

নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদঘুটে হতে চায়। এমন নারী যত সুন্দরীই হোক, তার সংসার হয় না। হলেও মরচে ধরে যায়। বাচ্চাকাচ্চা বা সামাজিকতার জন্য কোনরকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া।

সুতরাং নারী, আপনি বরং নারীই হোন। কোমল হোন, শান্ত হোন। নরম হোন, সুকুন হোন। দেখবেন পাথরের মতো পুরুষও, আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে।

🥀ইসলাম নারীকে যে পদমর্যাদা দিয়েছে যে সম্মান দিয়েছে আজ পর্যন্ত অন্য কোন ধর্ম/মতবাদ  দিতে পারেনি, তাই যারা সমান অধিকার ন...
05/05/2025

🥀ইসলাম নারীকে যে পদমর্যাদা দিয়েছে যে সম্মান দিয়েছে আজ পর্যন্ত অন্য কোন ধর্ম/মতবাদ দিতে পারেনি, তাই যারা সমান অধিকার নিয়ে বাড়াবাড়ি করে তারা কি আদো নারীর প্রাপ্য অধিকার বুঝিয়ে দিচ্ছে না খুন্ন করছে।

বাসে একজন নারী দাঁড়িয়ে থাকলে— বেশিরভাগ পুরুষই উঠে সেই নারীকে জায়গা করে দেন।

লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় একজন পুরুষই বলে ওঠেন— তার পেছনের নারীটিকে অগ্রাধিকার দেওয়া হোক।

দোকানের বেশিরভাগ পুরুষ সেলসম্যান আরেকজন পুরুষকে শান্তস্বরে বলেন, 'ভাই, এই মহিলাটিকে আগে বিদায় করে দিই। আপনি একটু বসুন।'

স্কুলের যেসব শিক্ষক ছেলেদের গরু-ছাগলের মতো পেটান, সেসব শিক্ষকও মেয়েদের বেলায় সহানুভূতিশীল হন।

কোনো পুরুষকে তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের কথা বলতে বললে— সেই পুরুষটি একজন নারীরই নাম বলবেন।

কিন্তু কট্টর নারীবাদ পুরুষের এই ব্যাপারগুলোকে শ্রদ্ধা করে না, বরং অস্বীকার করে। 😭তারা ভাবে— পুরুষ মানেই ধর্ষক, নির্যাতনকারী, দেহপ্রেমী ইত্যাদি। তারা মনে করে, পুরুষ রাস্তাঘাটে বেরই হয় নারীদের ধর্ষণ করতে।🥹 এরকম একচোখা চিন্তাকে আমি মনেপ্রাণে ঘৃণা করি।

এটা ভুলে গেলে চলবে না— সব পুরুষের মধ্যেই একজন 'বাবা' বাস করেন।

ওহে মুসলিম দেখো!উম্মাহর সিংহরা উম্মাহর পবিত্র নারীদের সামনে প্রজার ন্যায় অবনত অথচো এই রাজপুত্ররাই কু ফ ফা র দে র জন্য মূ...
04/05/2025

ওহে মুসলিম দেখো!

উম্মাহর সিংহরা উম্মাহর পবিত্র নারীদের সামনে প্রজার ন্যায় অবনত অথচো এই রাজপুত্ররাই কু ফ ফা র দে র জন্য মূর্তিমান আতঙ্ক।
উম্মাহর নারীরা সর্বদাই রাণী যখন ইসলামি শাসনব্যবস্থা কায়েম থাকে বিপরীতে সকল নারীই পুরুষের দাসী যখন মানব রচিত আইন জারি থাকে।


#সংগৃহীত

قسمهة كے لكه‍ےكو كون مٹا سكتے هے
04/05/2025

قسمهة كے لكه‍ےكو كون مٹا سكتے هے

03/05/2025

আল্লাহ যখন কাউকে খুব বেশি ভালোবাসেন,

তখন তাকে সব দিক থেকে একা করে দেন
যেন সে তার আল্লাকে খুঁজে পায়......!
সুবহানাল্লাহ ,

আরো বলিয়ম দাও সমান আধিকার,
03/05/2025

আরো বলিয়ম দাও সমান আধিকার,

আমরা হয়ত ভুলে গেছি, আমরা এখন সফল হিতে পারিনি😭বৈষম্য !!!! আমাদের শ্লোগান ছিল " আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই। বৈষম্...
03/05/2025

আমরা হয়ত ভুলে গেছি, আমরা এখন সফল হিতে পারিনি😭

বৈষম্য !!!!
আমাদের শ্লোগান ছিল " আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই। বৈষম্য দূর হলো কই? আরবি ক্যালিগ্রাফি মুছে ফেলা হল কেন?

বাংলাদেশের দেয়ালে যদি ইংরেজি উক্তি থাকতে পারে, তবে আরবি ক্যালিগ্রাফি ও থাকার যথেষ্ট যৌক্তিকতা আছে। অসাম্প্রদায়িকতার সৌন্দর্যই এখানে।

আমরা সবাই বাংলাদেশ ❤️🇧🇩

বিয়ের আগে না জানার কারণে,ছেলে ও মেয়ে এক বদ অভ্যাসে জড়িয়ে পড়ে। আমাদের স্কুল/ কলেজগুলোতেসব বিষয়ে বলা হলেও এই বিষয়ে বলা হয় ...
02/05/2025

বিয়ের আগে না জানার কারণে,ছেলে ও মেয়ে এক বদ অভ্যাসে জড়িয়ে পড়ে। আমাদের স্কুল/ কলেজগুলোতে

সব বিষয়ে বলা হলেও এই বিষয়ে বলা হয় না বললেই চলে😢

তাই এই বিষয়ে না জানার কারণে অধিকাংশ ছেলে ও মেয়ে নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে 😭

জরীপ করে দেখা গেছে বর্তমানে অবিবাহিত ছেলেদের মধ্য হতে ৮৫% আর মেয়েদের মধ্য হতে ৬৫%

এই বদ অভ্যাসে জড়িত😥😥

যেটাকে আরবীতে বলা হয় 👉আননিকাহু বিল ইয়াদী

অর্থাৎ( হাতের সাথে বিবাহ করা) ইংরেজীতে বলা হয় Ma********on আর শুদ্ধ বাংলায় বলা হয় হস্তমৈথুন।

যেটাকে নবীজি (সাঃ) হারাম বলেছেন। আর এই কাজের শাস্তি অত্যন্ত ভয়ানক এটা করার কারণে, কিয়ামতের দিন আঙ্গুলের পেটগুলো থেকে বাচ্চা অর্ধেক বের হয়ে থাকবে। বাকিটা ফেরেশতারা টেনে বের করবেন😭😭

অন্য আরেক জাগায় বলা হয়, এটা করার কারণে যে

semen বাহির হয়, কোন কোন ডাক্তার বলে থাকেন, একবারের semen এ ২০লক্ষ শুক্রাণু থাকে। সেই শুক্রাণুগুলো থেকে একটি ডিম্বাশয়ে গিয়ে বাচ্চার জন্ম হয়। তো এই অপচয়ের কারণে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন বলবেন , এই শুক্রাণুগুলোর জীবন দাও!

যখন দিতে পারবে না। তখন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে😥😥😥

এটা তো গেল মৃত্যুর পরের কথা। কিন্তু যদি কেউ এটা ছাড়তে না পারে, তবে তাকে দুনিয়াতে অনেক পস্তাতে হবে😢😢

🎆এটা করার কারণে ছেলেরা যেই সমস্যার সম্মুখীন হবে 🎇

👉বিয়ে করতে পারবে না।

👉বিয়ে করলেও স্ত্রীর হক আদায় করতে পারবে না।

👉 semen এ যে শুক্রাণু রয়েছে তা শেষ হয়ে যাবে। যার ফলে সন্তানের বাবা হতে পারবে না।

👉p***s অস্বাভাবিক মোটা/চিকন হয়ে যাবে।

👉semen একেবারে পাতলা হয়ে যাবে। যার ফলে প্রস্রাব করতে গেলে আগে/পরে semen বেরিয়ে আসবে।

👉 p***s লুজ হয়ে যাবে, যার ফলে দৌড় দিলেও প্রস্রাব বেরিয়ে আসবে।

👉আর অতিরিক্ত করার কারণে, সর্বশেষ যেটা হবে

প্রস্রাব করতে গেলে আর প্রস্রাব হবে না বরং রক্ত বের হবে।

🎆মেয়েরা যেই সমস্যার সম্মুখীন হবে🎆

👉বিয়ের পর স্বামী সন্দেহ করবে যে, বিয়ের আগে কোন পুরুষের সাথে রাত কাটিয়েছে। কেননা এর দ্বারা সতীচ্ছদ নষ্ট হয়ে যায়।

👉period অস্বাভাবিক হয়ে যাবে।

👉বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

👉vagina পথ লুজ হয়ে যাবে। যা স্বামীর অসন্তুষ্টের কারণ হবে।

🎇আর ছেলে ও মেয়ে উভয়ের যেই সমস্যাগুলা হবে

👉হাঁটু,হাত,পায়ের গিড়ায় গিড়ায় ব্যথা করবে।

👉মাথা, কমড়ে ব্যথা করবে।

👉অল্প বয়সে যৌবন শেষ হয়ে যাবে।

👉হাঁটুতে ভর করে দাঁড়াতে কষ্ট হবে।

👉চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।

👉রক্ত উৎপাদনের যেই মেশিন রয়েছে তা দূর্বল হয়ে যাবে। ফলে রক্ত উৎপাদন কমে যাবে।

👉কিডনি দূর্বল হয়ে যাবে, ফলে প্রস্রাবে সমস্যা হবে।

👉মোট কথা শরীরের প্রত্যেকটা অঙ্গ দূর্বল হয়ে যাবে।

👉Absence of s*x power (যৌন দূর্বলতা)এই রোগে ভুগতে হবে।

🎇এই গুনাহ থেকে বাঁচার উপায়🎇

👉কোন পর্ণগ্রাফি/ব্লুফিল্ম না দেখা।

👉সবসময় নিজেকে কোন কাজে ব্যস্ত রাখা।

👉একা এক রুমে না থাকা।

👉কোন খারাপ চিন্তা মনে আসতে না দেওয়া।

👉সবসময় অজু অবস্থায় থাকা।

👉খারাপ কোন চিন্তা আসলে সাথে সাথে ইস্তেগফার পড়া।

👉টয়লেটে বেশীক্ষণ না থাকা।

👉যখন বেশী উত্তেজনা সৃষ্টি হয়, দু'রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা।

👉সর্বাপেক্ষা বড় সমাধান হলো বিয়ে করে ফেলা।

🎆আর যারা অসুস্থ হয়ে পড়বে তাদের জন্য উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া।

সবার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন সবাইকে এই গুনাহ থেকে হেফাজত করেন।

🌺---------আমিন-------🌺

02/05/2025

হযরত আলী রা: এর একটা মূল্যবান বাণী:-

তোমার কথা যখন খুব বেশি মনে পড়ে,ঐ দূর আকাশের দিকে তাকিয়ে ভাবি-এই আকাশের নিচেই তো তুমি।তখন মনে হয়, কোথায় আর দূরত্ব-আমরা এক...
01/05/2025

তোমার কথা যখন খুব বেশি মনে পড়ে,
ঐ দূর আকাশের দিকে তাকিয়ে ভাবি-
এই আকাশের নিচেই তো তুমি।
তখন মনে হয়, কোথায় আর দূরত্ব-
আমরা একই আকাশের নিচেই তো আছি।

থাকুক না সে মুক্ত হয়ে,
উড়ে বেড়াক দূর আকাশে নিজের মতো করে।
ভালো থাকুক স্বাধীন হয়ে।
আমি না হয় আকাশেই তাকে খুঁজবো।

Address

Maijdee Court
Maijdee Court

Telephone

+8801848447510

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্য পথের দিশারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্য পথের দিশারী:

Share