প্রয়োজন

প্রয়োজন Welcome to Our প্রয়োজন Page. Here you find many useful theory about life. So stay connected.

18/08/2025

১০০ কেজি ওজনের বোয়াল ধরলো বড়শ দিয়ে...

29/07/2025

বঁড়শি দিয়ে মাছ তুললাম...
Best hook fishing videos
#বড়শি #মাছ

রোজ রাতেই আমি টের পাই আমার বড় মেয়ে রাতে পুনুর পুনুর করে ফোনে কথা বলে। আমি ওর রুমে গেলেই একেবারে চুপ হয়ে ঘুমের ভান ধরে ব্...
12/07/2025

রোজ রাতেই আমি টের পাই আমার বড় মেয়ে রাতে পুনুর পুনুর করে ফোনে কথা বলে। আমি ওর রুমে গেলেই একেবারে চুপ হয়ে ঘুমের ভান ধরে ব্যাঙ্গের মতন পরে থাকে।😴

আমি ওর মা আমিও এমন করে ওর বাপের সাথে প্রেম করতাম। তখন ফোন ছিলনা, রাতে চিঠি আদান প্রদান করতাম। আব্বারে দেখলে আমিও ব্যাং মরার মতন পরে থাকতাম।😅

ভাবলাম আমার কিছু একটা করতে হবে। আমার আব্বা কলেজ যাওয়া অফ করে দিছিলো তাই আমি পালিয়ে এসেছিলাম। কিন্তু আমি ডিজিটাল মা, আমার এসব করা চলবেনা।🤔

টেকনিক করে, মেয়ে যখন ওয়াশ রুমে গেল আর ওর ফোনখানা নিয়ে দেখি রিসিভ কল ভর্তি হয়ে আছে একটি নম্বর। আর তা জান নামে সেভ করা। সুন্দরভাবে ওই নম্বর টুকে নিলাম।

ব্যাস..! রান্না ঘরে গিয়ে ওই নম্বরে মেসেজ দিলাম, জান আমি লিমু (লিমা), এটা আমার নিউ নাম্বার। আগের নাম্বারে ভুলেও কল দিওনা। ওটা মায়ের কাছে। ওই নাম্বার ব্লাক লিস্টে দেও। এখন থেকে মেসেজিং করবো। মা টের পেয়েছে সব। তাই কিছুদিন কথা বলা যাবেনা।

ওপাশ থেকে টুং করে ফিরতি মেসেজ, আচ্ছা জান। কি করছো সোনা?

মনে মনে ভাবি, তরে একবার হাতের নাগালে পাই সোনা পুড়ে তামা বানামু।😁

আমি মেসেজ দিলাম, কিছুনা জান। মন খারাপ।

এভাবেই আমাদের মেসেজিং চলতেই রইল, চলতেই রইল, ৫দিনের মাথায় আমি ভোর রাতেও বারান্দায় গিয়ে মেসেজিং করি। আমার বর মহাশয় ইদানীং আমার দিকে কেমন সন্দেহর দৃষ্টিতে তাকায়। তাতে কিছুই আসে যায়না। আমার মেয়ের লাইফ আগে। আমি অনেকদিন মেসেজিং করলে আমার মেয়ে ওদিক থেকে ওই ছেলেকে ভুলে যাবে।

ইদানীং আমার মেয়েকেও মন মরা দেখি।নম্বর ব্লক লিস্ট এ দিয়েছে কিনা।

যাক, অবশেষে আমি ভাবলাম আমি সেই ছেলের সাথে দেখা করি। ওকে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসবো।তাহলেই সাকসেস।

সাজুগুজু করছি, মন বেশ ফুরফুরা লাগছে আজ সেই বেয়াদপ কে চরম ধোলাই দিব।

আমার বর মশাই পেপার পড়া বাদ দিয়ে আমায় আড়চোখে দেখছে আর জিজ্ঞেস করছে কি!কই যাও?

ওকে বললে ও বেপার টা নিয়ে হাইপার হবে।তাই বললাম বাজারে কিছু কেনার আছে

-এই বিকেলবেলা?

তো?মধু নাই বাসায়।তুমি তো জানো সকালে খালি পেটে আমি মধু খাই।ডায়েটে আছি তো।

বাসা থেকে নেমে পার্ক এ গিয়ে দাড়িয়ে আছি।
অল্প বয়সী কাউকেই দেখছিনা।কিন্তু আমার বরের চেয়েও বয়স্ক লোক আমার পাশে ঘুরঘুর করছে।

ফোনটা হাতে নিয়ে আবার মেসেজ দিলাম কই তুমি?

ওপাশ থেকে মেসেজ না দিয়েই কল দিল।আমি রিসিভ করে চুপ করে আছি।কি অদ্ভুত আমার পাশে দাড়ানো লোকটির কানেও ফোন আর আমার দিকে শকুনের মতন তাকিয়ে আছে।আমি কেটে দিয়ে আবার কল দিলাম,আমি আরো শিহরিত হলাম,ফোন বাজছে ওই লোকের হাতের টা ই।

রেগে গিয়ে বললাম,আপনি ই সেই মানুষ! ছিঃ মেয়ের বয়সী একজন এর সাথে প্রেম করতে লজ্জা লাগেনা।আবার তারে জান,সোনা ডাকেন!

লোকটি তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে,বেত্তমিস মহিলা,তিন কাল গিয়ে এক কালে ঠেকছে আর এখন বাচ্চার বয়সী ছেলেকে বিরক্ত করেন!

ঝগড়ার এক পর্যায় জানতে পারলাম,আমার মেয়ে এই লোকের ছেলের সাথে প্রেম করে।তিনি তার ছেলের ফোন নিয়ে গেছিল।আর আমি এতদিন তার ছেলে ভেবে তার সাথেই প্রেমালাপ করেছিলাম।

দুজন ই এক পর্যায় হাসতে হাসতে মরার উপক্রম হয়েছে।দুই ব্যর্থ গোয়েন্দাই এক পর্যায় কফি শপ এ বসলাম।নিজের কর্মকান্ডর জন্য স্যরিও বললাম।তিনিও বললেন।ভাবলাম বেয়াই হিসেবে ছেলের বাবা মন্দ না।হেসে হেসে বললাম ছেলের ফোনটা বাসায় গিয়ে ছেলেকে দিয়ে দিয়েন,আমার মেয়ে খুব ই মন মরা হয়ে আছে।

সে উঠে বললো,হুম আগে মেসেজিং গুলি মুছে নেই।এমন প্রেমালাপ দেখলে মামলা খেয়ে যাব হা হা হা।

আমি হেসে কুটিকুটি হয়ে কফির মগে চুমুর দিব তখন ই দেখছি আমার দিকে রাক্ষসের মতন তাকিয়ে আছে লিমুর বাবা।
এ কি তুমি এখানে?

-বাহ!আরজু বাহ!না আসলে তো এমন রঙ্গ দেখতেই পেতাম না

এই কি বলো? ভুল ভাবছো তুমি আমায়।

-ভুল!ছিঃ এত নিচ তুমি? এখন তো আমি তিতা হয়ে গেছি? আর এই বেটা মধু? তাই তো ভ্রমর মধু খেতে এসেছে। খাও মধু। এই বলে লিমুর বাবা চলে গেল।

আমি পিছন পিছন ছুটছি। বেয়াই মশাই উঠে বললো, ঘাবড়াবেন না সোনা থুক্কা আপা। আমি অলয়েজ পাশে আছি।

রেগে বললাম,চুপ কর টাকলা ব্যাটা। মেয়ের প্রেম ভাংতে গিয়া আমার সংসার ই ভাঙার উপক্রম হইছে।

ও লিমুর আব্বা...খারাও..তুমি ভুল ভাবতেছো, দুনিয়ার সব মধুই ভেজাল, তুমি ই আসল।

ও লিমুর আব্বা খারাও কইলাম.....CP

ফলো দিতে ভুলবেন না....

স্যালুট তোমাকে বোন👍💝💝ছবিতে যাদের দেখতে পাচ্ছেন, তারা হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার হরিশপুর গ্রামের রাশিদুল ইসলাম এ...
01/07/2025

স্যালুট তোমাকে বোন👍💝💝
ছবিতে যাদের দেখতে পাচ্ছেন, তারা হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার হরিশপুর গ্রামের রাশিদুল ইসলাম এবং তার স্ত্রী
কিছুদিন আগে মহিলাটি জানতে পারেন স্বামীর উভয় কিডনীই বিকল। দ্রুত কিডনী প্রতিস্থাপন না করলে বাঁচানো সম্ভব হবে না স্বামীকে। কিডনী ক্রয়ের মতো আর্থিক অবস্থাও নেই তাদের।
ভাগ্য তাদের দাঁড় করায় কঠিন বাস্তবতার মুখোমুখি। ডাক্তার জানালো স্বামী-স্ত্রীর সবকিছু মিলে গেছে। চাইলে স্ত্রী একটি কিডনী দান করতে পারবেন স্বামী রাশিদুলকে। এভাবেই হয়তো আল্লাহ সহায় থাকলে বেঁচে যেতে পারে রাশিদুলের প্রাণ।
তিনি (স্ত্রী) পিছপা হননি, হাসিমুখে নিজের একটি কিডনী স্বামীকে দান করে দিলেন। তাদের কিডনী প্রতিস্থাপনের অপারেশনটিও সফলভাবে সম্পন্ন হয়।🥰🥰

অপারেশন শেষে স্ত্রীর হাসিমাখা মুখটাই বলে দিচ্ছে কতোটা সন্তুষ্ট তিনি তার স্বামীর প্রতি, তার অনুভূতিটা কেমন।😊😊

বর্তমান সময়ে তুচ্ছ ঘটনায় যেখানে দাম্পত্য সম্পর্কের ইতি টানতে অনেকেই দ্বিধাবোধ করে না, সেখানে রাশিদুল দম্পতি অবশ্যই অনুকরণীয় হয়ে থাকবে। শুভ কামনা রইলো তাঁদের জন্য!🫶🫶

সাহায্যের আবেদন। আসুন আমরা সবাই প্রিয় ফয়সালের পাশে এসে দাঁড়াই। যে মানুষটি একসময় সবার পাশে দাঁড়াতো, আজ সে নিজেই সাহায্...
28/06/2025

সাহায্যের আবেদন।
আসুন আমরা সবাই প্রিয় ফয়সালের পাশে এসে দাঁড়াই।
যে মানুষটি একসময় সবার পাশে দাঁড়াতো, আজ সে নিজেই সাহায্যের আশায় হাত বাড়িয়েছে। আল্লাহ তায়ালাই ভালো জানেন, কাকে কখন কিসের জন্য কার দরজায় পাঠান।
আমাদের ভাই ফয়সাল দীর্ঘদিন সৌদি আরবে একটি ভালো হসপিটালে বিল সেকশনে চাকরি করতেন। তিনি ছিলেন মানবিক কাজের একটি গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য, যিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। হঠাৎ একদিন তিনি তীব্র অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হন। জরুরি ভিত্তিতে সৌদি সেন্ট্রাল হসপিটালে অপারেশন করানো হয়, কিন্তু সেই সময় চিকিৎসায় একটি মারাত্মক ভুলের কারণে আজ তিনি প্রায় তিন বছর ধরে গুরুতর অসুস্থ।
পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার পরিবার ইতোমধ্যেই ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা খরচ করেছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য তাদের নেই। এমনকি এক বেলা খাবার জোগাড় করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
গত এক মাস ধরে ওষুধ না খেতে পারার কারণে ফয়সালের শারীরিক অবস্থা মারাত্মক অবনতি ঘটেছে। বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যেতে কমপক্ষে ১০ লক্ষ টাকা প্রয়োজন।
আমরা সবাই যদি যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই — হোক সেটা ১ টাকা, ১০০ টাকা বা ১ লক্ষ টাকা — তবে হয়তো ফয়সাল আবার সুস্থ জীবন ফিরে পেতে পারে। আপনার এক টাকার দানও হতে পারে আল্লাহর দরবারে কবুল একটি সাদকাহ, যার উসিলায় মহান আল্লাহ ফয়সালকে সুস্থতা দান করবেন।
আসুন, আমরা সবাই মিলে একজন মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসুন।
📱 বিকাশ/নগদ (ফয়সালের নিজের নাম্বার):
+880 1838-346050
দয়া করে শেয়ার করুন এবং অন্যকেও সহযোগিতায় উদ্বুদ্ধ করুন।
আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন এবং ফয়সাল ভাইকে সম্পূর্ণ সুস্থতা দান করুন।
আমিন।

ঘরের জিনিস ঘরেই থাকুক। 65 বছর বয়সী জিয়াউর রহমান তার নিজের 19 বছরের কন্যাকে বিবাহ করলেন। আসলে তিনি খুব যত্ন ও আদরের সাথ...
22/06/2025

ঘরের জিনিস ঘরেই থাকুক। 65 বছর বয়সী জিয়াউর রহমান তার নিজের 19 বছরের কন্যাকে বিবাহ করলেন। আসলে তিনি খুব যত্ন ও আদরের সাথেই মেয়েকে ছোটোবেলা থেকে মানুষ করেছেন।
কিন্তু মেয়ের রুপ যৌবন এত সুন্দর দেখে নিজেকে আর সামলাতে পারলেন না।
তাই অগত্যা নিকাহ করে মেয়েকে নিজের বিবি বানালেন।
যদি ঘটনা সত্য হয় , তাহলে সামাজিক অবক্ষয়ের শেষ প্রান্তে আমরা পৌঁছেগেছি । যে এলাকায় এই নিন্দনীয় ঘটনা টি ঘটেছে , সেখানকার প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক । নিন্দা জানানোর ভাষা নেই।

🚨 হেল্পপোস্ট 🚨20/07/2025হেল্প না করতে পারলে একটা শেয়ার দিয়েন.....🙏🙏🙏📎সারাহ-র অপারেশনের জন্য ৭০,০০০/= টাকা অনুদান প্রয়োজন...
22/06/2025

🚨 হেল্পপোস্ট 🚨20/07/2025
হেল্প না করতে পারলে একটা শেয়ার দিয়েন.....🙏🙏🙏

📎সারাহ-র অপারেশনের জন্য ৭০,০০০/= টাকা অনুদান প্রয়োজন।📎

ডাক্তার জানিয়েছেন সব কিছু ঠিক থাকলে এই সপ্তাহের বুধবার/বৃহস্পতিবার সারাহ-র অপারেশন করবেন।সারাহ-র এই অপারেশনটি দুইটি ধাপে করবেন বলে জানিয়েছেন ডাক্তার।

সব মিলিয়ে অপারেশনের জন্য ৬৫,০০০/= থেকে ৭০,০০০/= টাকার মতো খরচ হবে বলে জানিয়েছেন ডাক্তার।পোষ্ট করার পর থেকে এখনো পর্যন্ত সারাহ-র জন্য ১০,০০০/= টাকা অনুদান সংগ্রহ হয়েছে।আরও ৬০,০০০/= টাকা অনুদান প্রয়োজন সারাহ-র অপারেশনের জন্য।

সারাহ-র পরিবার যাকাত যোগ্য।↙️

সবাই সবার যায়গা থেকে একটু এগিয়ে আসলে হয়তো এই অনুদান ও সংগ্রহ হয়ে যাবে।ইনশাআল্লাহ্।

আমাদের সহযোগিতা সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ৫০-১০০-২০০-৩০০-৫০০-১০০০-২০০০-৩০০০ যে যতটুকু পারেন সাধ্যমত সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।

চাইলে সরাসরি দেখা করেও অনুদান দিয়ে আসতে পারবেন।👉

একজন অসহায় মায়ের আবেদন ।👇

আপনি/আপনাদের সবার দোয়া এবং সহোযোগিতা একান্ত কাম্য🤲

Reference লিখবেন "Sarah"

01918854536 personal (সারার মামা)

01918854536 personal

01950834005-5 personal

মূল পোষ্ট:-👇
🚨একটি জরুরী আবেদন🚨
৩০ দিন বয়সী এই ছোট্ট বাচ্চাটির নাম সারাহ।জন্মগত ভাবেই সারাহ-র প্রসাব এবং পায়খানার রাস্তা বন্ধ হয়ে আছে এবং পিছনের দিকে পিঠে ও টিউমার আছে বাচ্চাটির।

ডাক্তার জানিয়েছেন দ্রুত অপারেশন করবেন এবং সেই জন্যই অপারেশনের প্রস্তুতি নেয়া হচ্ছে।সারাহ-র বাবা এজন্য দিন মজুর।তাই কাজের জন্য সন্তানের কাছে হাসপাতালে থাকতে পারছে না।সারাহ-র মামা একজন মুফতি।সারাহ-র সাথে হাসপাতালে উনি নিজেই আছেন।খুবই অসহায় দারিদ্র্য একটি পরিবার তাদের।কাজ করলে খেতে পারে কাজ না করলে সেটা ও সম্ভব হয়না।সারাহ-র পরিবার যাকাত যোগ্য।

নাম- সারাহ
বয়স- 30 দিন
বাবা- জাকির হোসেন
মা- সুমি আক্তার
ঠিকানা-মেজেরকান্দি,রায়পুরা,নরসিংদী।

সারাহ-র বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
সারাহ-র চিকিৎসা সংক্রান্ত আরও তথ্য বিস্তারিত পরবর্তী পোষ্টে আপডেট দেয়া হবে।ইনশাআল্লাহ্।

বরাবরের মতো সবাই সবার যায়গা থেকে একটু এগিয়ে আসলে হয়তো সারাহ ও সুস্থ হয়ে ঘরে ফিরে যাবে।ইনশাআল্লাহ্।

♦️ আসসালামুয়ালাইকুম ♦️প্লিজ আপনাদের একটা মাত্র শেয়ারে হয়তো বেচেঁ যেতে পারে উনার জীবন🙏🙏😭😭আমি Rashi Alom, ৪২ তম আবর্তনের ...
22/06/2025

♦️ আসসালামুয়ালাইকুম ♦️
প্লিজ আপনাদের একটা মাত্র শেয়ারে হয়তো বেচেঁ যেতে পারে উনার জীবন🙏🙏😭😭
আমি Rashi Alom, ৪২ তম আবর্তনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।আমার স্বামী আলমগীর হোসেন (৩৫) গত ২৩ শে এপ্রিল শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করেন। এমতাবস্থায় তাকে ঢাকার বেসরকারি হাসপাতাল (ইবনে সিনা) ১৫/A ভর্তি করা হয়।পরবতীতে মাথায় রক্ত ক্ষরন বন্ধ না হওয়ায় গত ২৮ শে মে বুধবার মাথায় অস্ত্রোপাচার করা হয়। বতর্মানে নিবিড় পযর্বেক্ষন(ICU) তে আছেন।অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ICU তে রাখতে হবে। সব মিলিয়ে খরচ ২৫/৩০ লক্ষ হয়তো। আমার পরিবারের পক্ষে এতো টাকা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না।আমার ছোট একটা ৩ বছরের মেয়ে, ও বাবা ছাড়া কিছুই বোঝে না। আমার ও গত বছর জুলাই তে Evercare এ হার্টের সার্জারি হইছে। ও না থাকলে আমরা মা মেয়ে কিভাবে থাকবো জানি না।আপনাদের বোন হিসাবে আমি আমার স্বামীর প্রাণ বাচাতে আর্থিক সাহায্য কামনা করছি।
১০০/৫০০/১০০০/৫০০০ যে যা পারেন সাহায্য করেন

সাহায্য পাঠানোর ঠিকানা:ওনার স্ত্রীর
বিকাশ + নগদ -পার্সোনাল -01623895532

সবাই একটু বেশি বেশি শেয়ার করুন। আর যথাসম্ভব সহযোগিতা করুন।

19/06/2025

খাবার নষ্ট করার আগে একবার এই মানুষগুলোর কথা ভাবুন।

কেউ পারলে করে দেখাও.......
18/06/2025

কেউ পারলে করে দেখাও.......

18/06/2025

কট 😄
এইটা দেখার বাকি ছিলো!!!

❤️ 🙏😘
@
Dua Lipa - ACTRESS
The Hidden Secrets Behind Dua Lipa’s Stellar Success---------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
In the dazzling world of pop music, few stars shine as brightly as Dua Lipa. With a career that has seen meteoric rise, chart-topping hits, and a legion of adoring fans, the 28-year-old British-Albania singer-songwriter has become a global sensation. Yet behind the glitz and glamour lies a web of secrets that contribute to her phenomenal success. From hidden inspirations to strategic career moves, here’s an inside look at the untold facets of Dua Lipa’s journey to superstardom.
A Star is Born: The Early Struggles
Dua Lipa’s path to fame wasn’t paved with gold. Born in London to Albani

17/06/2025

শেষের লাইনটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।


Address

Dhaka, Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when প্রয়োজন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share