27/10/2023
আসসালামুয়ালাইকুম
আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পেশা ফিল্যান্সিং নিয়ে। ফ্রিল্যান্সিং হল পৃথিবীর সবচেয়ে স্বাধীন একটি পেশা যার মাধ্যমে আপনি ঘরে বসেই আর্ন করতে পারেন। ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেকগুলো সেক্টর আছে তার মধ্যে অন্যতম একটি সেক্টর হল এপিলিয়েট মার্কেটিং। এপিলিয়েট মার্কেটিংএ বিভিন্ন কোম্পানি যেমন amazon ই-বেলি আলিবাবা ইত্যাদি কোম্পানির জন্য কাজ করতে পারেন। ধরুন আপনি কোন একটি কোম্পানি amazon এর একটি প্রোডাক্ট সেল করে দিলেন প্রোডাক্টটির মূল্য ২০০০ টাকা হয় এবং তারা যদি আপনাকে ১০% হারে কমিশন দেয় তাহলে যতবার ওই প্রোডাক্টটি বিক্রি হবে ততবারই আপনি ১০% হারে কমিশন পেতে থাকবেন। এবং এটি সবসময়ই চলতে থাকবে।
যেভাবে এপিলিয়েট মার্কেটিং শুরু করবেন:-
১/প্রথমে কোন একটি প্রোডাক্ট বা নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার জিনিস নিয়ে আগ্রহ বা আপনি ভালো জানেন সেই নিশ নিয়ে কাজ করা ।
২/দ্বিতীয়ত আপনি কোন কোম্পানির এবং কাদের নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করা।
৩/এরপর আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সে নিঃসম্পর্কে ভাল কনটেন্ট এবং ব্লগ লিখা।
৪/ব্লগ তৈরীর ক্ষেত্রে এমন ব্লক তৈরি করা যাতে লোকজন আপনার ব্লগটি পড়ে এবং আপনার প্রোডাক্টে ক্রয় করার জন্য আগ্রহ তৈরি হয়।
৫/এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করবেন সেটির বর্তমান মার্কেটে ডিমান্ড কেমন সেটি যাচাই করে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করা।