04/04/2025
ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
জামিয়া ইসলামিয়া ফয়যিয়া নোয়াখালী
এর সকল বিভাগে #ভর্তি চলছে
ভর্তি : ০১৭২৫২২৪৪৬৮.০১৭৭১৭৬১২৫২
প্রিন্সিপাল
মাওলানা রিদওয়ানুল বারী দা,বা,
⏸️আলহামদুলিল্লাহ, তালিম ও তারবিয়াত, আমল ও আখলাকের অপূর্ব সমন্বয় জামিয়া ইসলামিয়া ফয়যিয়া নোয়াখালী
👉আমাদের বিভাগসমূহ=
⏹️আদর্শ নূরানী বিভাগ
⏹নাজেরা বিভাগ
⏹️তাহফিজুল কুরআন বিভাগ [হিফয বিভাগ ]
⏹️কিতাব বিভাগ -উর্দু জামাত থেকে শরহে বেকায়াহ পর্যন্ত,
👉বিস্তারিত
#আদর্শ নূরানী বিভাগ
শিশুদের নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত নূরানী পদ্ধতিতে তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণের অল্প সময়ে সম্পূর্ণ কুরআন আয়ত্তকরন , আরবির পাশাপাশি বাংলা,আংক, ইংরেজির প্রতি বিশেষ গুরুত্বপ্রদান।
#হিফজুল_কুরআন
ছোটদের মানসম্পন্ন হিফজ বিভাগ। বিভাগটি ৭ বছর থেকে ১২ বছর বয়সী শিশু-কিশোরের জন্য। অত্যন্ত যত্নসহকারে তাদেরকে কুরআন হিফজ করানো হয়। সাধারণত ২ থেকে ৩ বছরে ছাত্ররা এই বিভাগ থেকে হিফজ সম্পন্ন করে থাকে। মেহনতী ও যোগ্য উস্তাদ গনের মাধ্যমে মশক ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ, আমল আখলাক ও সুচরিত্র গঠনে আমাদের রয়েছে প্রশিক্ষণ ব্যবস্থা। শুনানি বিভাগে ভর্তিচ্ছুক ছাত্র ভাইরাও এ বিভাগে ভর্তি হতে পারবেন।
কোলাহল মুক্ত, মনোরম ও নিরিবিলি পরিবেশ।
#কিতাব বিভাগ,(উর্দু জামাত থেকে শরহে বেকায়া পর্য্যন্ত )
আলহামদুল্লিাহ, । বেফাকুল মাদারিসিল আরাবিয়া [বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড] পরীক্ষায় অংশগ্রহন,দারুল উলূম দেওবন্দের পাঠ্যসূচি অবলম্বনের পাশাপাশি আধুনিক সিলেবাস ও শিক্ষার সমন্বয়ে শিক্ষাদান,মেধাবী ছাত্রদের পুরস্কারের মাধ্যমে উৎসাহ প্রদান, নির্ভুল, দ্রুত ও সুন্দর আরবি, বাংলা, ইংরেজি হাতের লেখা প্রশিক্ষণ প্রদান, আরবি ও ইংরেজিতে কথোপকথনের যোগ্য করে তোলা।
[অস্বচ্ছল মেধাীদের জন্য পারিবারিক অবস্থা যাচাই পূর্বক বিশেষ বিবেচনার ব্যবস্থা রয়েছে]
👉 যা আনবেন__
১. পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
২. জন্ম নিবন্ধন/আইডি কার্ড
👉আমাদের_লক্ষ্য❤️
নিবিড় পরিচর্যায় প্রত্যেকটি তালিবুল ইলম আলেমে বা-আমল হয়ে গড়ে উঠুক, যুগোপযোগী গবেষক গড়ে উঠুক, সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য। আল্লাহ আমাদের কবুল করুন।