Al Foyez Kafela 24

Al Foyez Kafela 24 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ.

04/04/2025

ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
জামিয়া ইসলামিয়া ফয়যিয়া নোয়াখালী
এর সকল বিভাগে #ভর্তি চলছে

ভর্তি : ০১৭২৫২২৪৪৬৮.০১৭৭১৭৬১২৫২
প্রিন্সিপাল
মাওলানা রিদওয়ানুল বারী দা,বা,

⏸️আলহামদুলিল্লাহ, তালিম ও তারবিয়াত, আমল ও আখলাকের অপূর্ব সমন্বয় জামিয়া ইসলামিয়া ফয়যিয়া নোয়াখালী

👉আমাদের বিভাগসমূহ=
⏹️আদর্শ নূরানী বিভাগ
⏹নাজেরা বিভাগ
⏹️তাহফিজুল কুরআন বিভাগ [হিফয বিভাগ ]
⏹️কিতাব বিভাগ -উর্দু জামাত থেকে শরহে বেকায়াহ পর্যন্ত,

👉বিস্তারিত
#আদর্শ নূরানী বিভাগ
শিশুদের নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত নূরানী পদ্ধতিতে তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণের অল্প সময়ে সম্পূর্ণ কুরআন আয়ত্তকরন , আরবির পাশাপাশি বাংলা,আংক, ইংরেজির প্রতি বিশেষ গুরুত্বপ্রদান।

#হিফজুল_কুরআন
ছোটদের মানসম্পন্ন হিফজ বিভাগ। বিভাগটি ৭ বছর থেকে ১২ বছর বয়সী শিশু-কিশোরের জন্য। অত্যন্ত যত্নসহকারে তাদেরকে কুরআন হিফজ করানো হয়। সাধারণত ২ থেকে ৩ বছরে ছাত্ররা এই বিভাগ থেকে হিফজ সম্পন্ন করে থাকে। মেহনতী ও যোগ্য উস্তাদ গনের মাধ্যমে মশক ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ, আমল আখলাক ও সুচরিত্র গঠনে আমাদের রয়েছে প্রশিক্ষণ ব্যবস্থা। শুনা‌নি বিভা‌গে ভ‌র্তিচ্ছুক ছাত্র ভাইরাও এ বিভা‌গে ভ‌র্তি হ‌তে পার‌বেন।
কোলাহল মুক্ত, মনোরম ও নিরি‌বি‌লি প‌রি‌বেশ।

#কিতাব বিভাগ,(উর্দু জামাত থেকে শরহে বেকায়া পর্য্যন্ত )
আলহামদুল্লিাহ, । বেফাকুল মাদারিসিল আরাবিয়া [বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড] পরীক্ষায় অংশগ্রহন,দারুল উলূম দেওবন্দের পাঠ্যসূচি অবলম্বনের পাশাপাশি আধুনিক সিলেবাস ও শিক্ষার সমন্বয়ে শিক্ষাদান,মেধাবী ছাত্রদের পুরস্কারের মাধ্যমে উৎসাহ প্রদান, নির্ভুল, দ্রুত ও সুন্দর আরবি, বাংলা, ইংরেজি হাতের লেখা প্রশিক্ষণ প্রদান, আরবি ও ইংরেজিতে কথোপকথনের যোগ্য করে তোলা।

[অস্বচ্ছল মেধাীদের জন্য পারিবারিক অবস্থা যাচাই পূর্বক বিশেষ বি‌বেচনার ব্যবস্থা রয়েছে]

👉 যা আনবেন__
১. পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
২. জন্ম নিবন্ধন/আইডি কার্ড

👉আমাদের_লক্ষ্য❤️
নিবিড় পরিচর্যায় প্রত্যেকটি তালিবুল ইলম আলেমে বা-আমল হয়ে গড়ে উঠুক, যুগোপযোগী গবেষক গড়ে উঠুক, সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য। আল্লাহ আমাদের কবুল করুন‌।

26/12/2024
15/09/2024

জামিয়া ইসলামিয়া ফয়যিয়া নোয়াখালীর আজকের অবস্থা

01/09/2024

জামিয়া ফয়যিয়া নোয়াখালী
আগামী বৃহস্পতি বার সকাল থেকে সকল বিভাগের ক্লাস চালু হবে ইনশাল্লাহ।

Address

Sonapur Sadat Noakhali, Maijdee Court
Maijdee Court

Telephone

+8801684443556

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Foyez Kafela 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share