Manik khondoker

Manik khondoker পরিশ্রম এবং চেষ্টা সফলতা এনে দিবে এটা নিশ্চিত। এর পরও কোন কিছু না পেলে সেটা ভাগ্যে ছিলোনা এটাও নিশ্চিত।

অভিনন্দন বাংলাদেশ। তবে আজকের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে স্বীকৃত ৫ জন বলার অবশ্যই থাকতে হবে।।আজকে ৪ জন বলার নিয়ে খেলা, এট...
16/09/2025

অভিনন্দন বাংলাদেশ।
তবে আজকের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে স্বীকৃত ৫ জন বলার অবশ্যই থাকতে হবে।।আজকে ৪ জন বলার নিয়ে খেলা, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল।।

16/09/2025
15/09/2025

সবাই সাবধান! লোভে পড়বেন না!

অনলাইন ফাঁদ হতে পারে ম' রন ফাঁদ 😢
সময় থাকতে সচেকন হোন এবং সবাইকে সচেতন করুন।
**তমালের করুণ পরিণতি — অনলাইন প্র' তারণার শিকার হয়ে আ'* ত্মহ'* ত্যা**

একজন জলজ্যান্ত তরুণের এমন ম' র্মান্তিক মৃ'* ত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত।

**তোমার আত্মা শান্তি পাক, তমাল।**

---

কীভাবে ঘটে এই প্র: তারণা? জানুন, শিখুন, সাবধান হোন

Step 1: ছোট লাভ দিয়ে বিশ্বাস অর্জন

তমাল টেলিগ্রামে "VIP Investment Group"-এ যোগ দেয়।

বলা হয়: “১০,০০০ টাকা দিলে ১৫,০০০ পাবেন”।

সে সত্যি ১৫,০০০ পায়।

এখানেই শুরু বিশ্বাসের ফাঁদ।

---

Step 2: লোভের ফাঁদ

এরপর বলা হয়, “১ লাখ দিলে ২ লাখ ফেরত”।

সে পাঠিয়ে দেয়।

তারপর বলা হয়: উইথড্র করতে হলে “ট্যাক্স” দিতে হবে।

---

Step 3: ভয় ও চাপে ফেলে সর্বনাশ

বলা হয় একাউন্টে ফান্ড লক হয়ে গেছে, আনলক করতে লাগবে ৫ লাখ!

“VIP মেম্বার হতে হলে ১০ লাখ দিতে হবে।”

এভাবে ধাপে ধাপে সে মোট ৪৫ লাখ টাকা দিয়ে দেয়।

---

তারপর...?

গ্রুপ হঠাৎ গায়েব!

সব অ্যাডমিন ব্লক করে দেয়!

টাকা, বিশ্বাস, মানুষ—সব হারিয়ে যায়...

---

প্রশ্ন উঠতেই পারে—

> “এত টাকা কেন দিল?”

কারণ:

একবার বিশ্বাস তৈরি হয়ে গেলে,

লোভ ও ভ'য় দেখিয়ে তারা বারবার টাকা আদায় করে নেয়।

প্র' তারকরা বলে: "এখন না দিলে আগের সব হারাবেন!"

ভুক্তভোগী তখন আগের টাকা ফেরত পেতে আরও টাকা দিতে থাকে।

---

অনুরোধ রইল — নিজেরাও সাবধান হোন, অন্যকেও সচেতন করুন

নিচের কথা গুলো মনে রাখবেন:

পরিশ্রম ছাড়া টাকা দ্বিগুণ হয় না।

অপরিচিত গ্রুপ/অ্যাপে কখনোই টাকা পাঠাবেন না।

পরিবারের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন।

"VIP", "Zales", "Invest now" এসব নাম শুনলেই সাবধান হোন।

নিরাপদ বিনিয়োগ মানে লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক/বিমা/মিউচুয়াল ফান্ড।

---

এই পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে।

---

তমালের মতো আর একজন তরুণ যেন হারিয়ে না যায়... আমাদেরই দায়িত্ব সচেতন হওয়া এবং সচেতন করা।
একজন আত্মহত্যা কারীর গল্প।গল্প হলেও ঘটনা সত্যি।
সংগৃহীত! কিঞ্চিৎ যুক্ত।

আলহামদুলিল্লাহ।। আলহামদুলিল্লাহ।। আলহামদুলিল্লাহ।।
12/09/2025

আলহামদুলিল্লাহ।। আলহামদুলিল্লাহ।। আলহামদুলিল্লাহ।।

08/09/2025

ঈদের ছুটিতে বিশেষ মূহুর্ত (১)

06/09/2025

একজন বাবা তাঁর সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করে সন্তানদের আবদার পূরণ করতে।। সন্তানের আবদার পূরণের ক্ষেত্রে বাবাদের কোন লজ্জা থাকে না!!

05/09/2025

আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলের দোয়ায় আম্মা ICU থেকে এখন ওয়ার্ডে/ বেডে আছেন।আমাদের সাথে কথা বলতে পারতেছন।আলহামদুলিল্লাহ।। কৃতজ্ঞতা।

02/09/2025

শরীর চর্চা

19/08/2025

তাই নুরের ফেরেশতা
করেন আদমকে সেজদা........

18/08/2025

আল্লাহু আল্লাহু তুমি.......

আমার প্রিয় বন্ধু রিয়াদের একমাত্র ছোট বোনের স্বামী জনাব আলাউদ্দিন ভাই( ওয়াকফ কমকর্তা)  শুক্রবার রাত ৯.৩১ মি. দুনিয়ার মায়া...
08/08/2025

আমার প্রিয় বন্ধু রিয়াদের একমাত্র ছোট বোনের স্বামী জনাব আলাউদ্দিন ভাই( ওয়াকফ কমকর্তা) শুক্রবার রাত ৯.৩১ মি. দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চির বিদায় নেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।উনি একজন অত্যন্ত ভালো, নিরিবিলি এবং আমার জানামতে সৎ অফিসার ছিলেন। মহান আল্লাহ উনার জীবনের সকল গুনাহ ও ভুল - ত্রুটি গুলো ক্ষমা করি দিয়ে বিনা হিসেবে জান্নাতবাসী করুন, আমিন।।

07/08/2025

এই সুন্দর ফুল
সুন্দর ফল
মিঠা নদীর.......পানি.....

Address

Maijdee, Maijdee Court
Maijdee Court
3800

Alerts

Be the first to know and let us send you an email when Manik khondoker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manik khondoker:

Share