Noakhali City-The Royal city of Bangladesh

  • Home
  • Noakhali City-The Royal city of Bangladesh

Noakhali City-The Royal city of Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noakhali City-The Royal city of Bangladesh, Video Creator, .
(9)

আমরা এই ফেইসবুক পেইজের মাধ্যমে পুরো বিশ্বে নোয়াখালীকে উপস্থাপন করি ইতিহাস ঐতিহ্য,ঐতিহাসিক ভ্রমন এলাকা তুলে ধরার মাধ্যমে এবং জায়গা-জমি বিক্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের রিভিউ ও বিজ্ঞাপন প্রচার করে থাকি🥰
যোগাযোগ - +880-016-77343060

(っ◔◡◔)っ♥ বিনোদনতো আছেই 🤣 নোয়াখালীর শহর........................................
নোয়াখালী সদর মাইজদি ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। শহরের মোট জনসংখ্যা ৭৪,৫৮৫; এর মধ্যে ৫১.৫০% পুরুষ

এবং ৪৮.৫০% মহিলা; জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৫৯১৫। শহুরে লোকদের মধ্যে শিক্ষিতের হার প্রায় ৬০.৭০%। নোয়াখালী সদরের আদি নাম সুধারাম। ১৯৪৮ সালে যখন উপজেলা সদর দফতর মেঘনা গর্ভে বিলীন হয়ে যায়, তখন তা ৮ কিলোমিটার উত্তরে সরিয়ে বর্তমান মাইজদিতে স্থানান্তর করে হয়।চৌমুহনী নোয়াখালীর আরেকটি ব্যস্ত শহর ও বাণিজ্য কেন্দ্র, যা একসময়ে মুদ্রণ ও প্রকাশনা ব্যবসার জন্য বিখ্যাত ছিল।বসুরহাট শহরটি দ্রুত বেড়ে উঠছে এবং ব্যস্ত শহরের রুপ নিচ্ছে । এই শহরের অধিবাসীদের একটি বড় অংশ কাজের জন্য আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য প্রবাসী। সম্ভবত এই জন্যেই এখানে বাড়ী এবং জমির দাম খুবই বেশি, প্রায় রাজধানী ঢাকার সমপরিমাণ।
নামকরণের ইতিহাস...................................
নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরা-র পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়া-র উত্তর-পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় "নোয়া (নতুন) খাল" বলা হত, এর ফলে "ভুলুয়া" নামটি একসময়ে পরিবর্তিত হয়ে ১৬৬৮ সালে হয়ে যায় "নোয়াখালী"।
প্রাথমিক ইতিহাস..........................................
নোয়াখালী জেলার মর্যাদা পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানী কর্তৃক এদেশে জেলা প্রশাসন প্রতিষ্ঠার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার সময় থেকেই। ১৭৭২ সালে কোম্পানীর গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এদেশে প্রথম আধুনিক জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তনের প্রচেষ্টা নেন। তিনি সমগ্র বাংলাদেশকে ১৯টি জেলায় বিভক্ত করে প্রতি জেলায় একজন করে কালেক্টর নিয়োগ করেন। এ ১৯টি জেলার একটি ছিল কলিন্দা। এ জেলাটি গঠিত হয়েছিল মূলতঃ নোয়াখালী অঞ্চল নিয়ে। কিন্ত ১৭৭৩ সালে জেলা প্রথা প্রত্যাহার করা হয় এবং প্রদেশ প্রথা প্রবর্তন করে জেলাগুলোকে করা হয় প্রদেশের অধীনস্থ অফিস। ১৭৮৭ সালে পুনরায় জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং এবার সমগ্র বাংলাদেশকে ১৪টি জেলায় ভাগ করা হয়। এ ১৪ টির মধ্যেও ভুলুয়া নামে নোয়াখালী অঞ্চলে একটি জেলা ছিল। পরে ১৭৯২ সালে ত্রিপুরা নামে একটি নতুন জেলা সৃষ্টি করে ভুলুয়াকে এর অন্তর্ভূক্ত করা হয়। ১৮২১ সালে ভুলুয়া নামে নোয়াখালী জেলা প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এ অঞ্চল ত্রিপুরা জেলার অন্তর্ভূক্ত ছিল। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা গঠিত হয়। এটি চট্টগ্রাম বিভাগের অর্ন্তভূক্ত একটি বিশাল জেলা হিসেবে পরিচালনা হয়ে আসছিল। ১৯৮৩ সালে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সকল মহকুমাকে জেলায় রূপান্তর করা হলে লক্ষ্মীপুর ও ফেনী জেলা আলাদা হয়ে যায়। শুধুমাত্র নোয়াখালী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা পুনর্গঠিত হয়। তখন এ জেলায় উপজেলা ছিল ছয়টি। পরবর্তীতে আরো তিনটি উপজেলার সৃষ্টি করা হয়। এবং বর্তমানে জেলায় মোট উপজেলার সংখ্যা নয়টি। জেলার একটি বিশেষত্ব হলো আটটি উপজেলা মূল ভূখন্ডের সাথে রয়েছে। আর হাতিয়া নামক উপজেলাটির কিছু অংশ জেলার মূল ভূখন্ডের সাথে সংযুক্ত থাকলে ও বৃহত্তর অংশ (মূল হাতিয়া) এর চর্তুদিকে মেঘনা নদী দ্বারা বেষ্টিত একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা।নোয়াখালীর ইতিহাসের অন্যতম ঘটনা ১৮৩০ সালে নোয়াখালীর জনগণের জিহাদ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও ১৯২০ সালের খিলাফত আন্দোলন। জাতিগত সংঘাত ও রায়টের পর ১৯৪৬ সালে মহাত্মা গান্ধী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভ্রমণ করেন। বর্তমান বেগমগঞ্জ উপজেলার জয়াগ নামক স্থানে গান্ধীজির নামে একটি আশ্রম রয়েছে, যা "গান্ধী আশ্রম" নামে পরিচিত।১৭৯০ সালের পর হতে নোয়াখালী জেলা বহুবার ঘুর্ণিঝড়, বন্যা, টর্নেডো, সাইক্লোন ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পতিত হয়। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লক্ষ লোকের প্রাণহানি ঘটে, যার মধ্যে নোয়াখালী জেলার অনেকে ছিলেন। ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রামে পাক হানাদার বাহিনীর সাথে বহু রক্তক্ষয়ী যুদ্ধে নোয়াখালীর মাটি রঞ্জিত হয়ে আছে। ১৫ই জুন, ১৯৭১ সালে সোনাপুর আহমদীয়া স্কুলের সম্মুখ যুদ্ধে প্রায় ৭০ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়। ১৯৭১ সালের ১৯ আগস্ট পাকবাহিনী বেগমগঞ্জ থানার গোপালপুরে গণহত্যা চালায়। নিহত হন প্রায় ৫০ জন নিরস্ত্র মানুষ। নোয়াখালী জেলা স্বাধীন হয় ১৯৭১ সালের ৭ ডিসেম্বর।
অর্থনীতি........................................
নোয়াখালী জেলার মোট আয় ৩৭৮ কোটি টাকা (১৯৯৯-২০০০)। জেলার মোট আয়ের ৪৮% আসে চাকরি বা সেবামূলক খাত থেকে। অপরদিকে আয়ের মাত্র ১৭% আসে শিল্পখাত থেকে। নোয়াখালী জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৬ শতাংশ হারে হচ্ছে। নোয়াখালী জেলার মানুষের মাথা পিছু আয় ১৩,৯৩৮ টাকা (১৯৯৯-২০০০)।নোয়াখালী বাসী ও তাঁদের মালিকানাধিন প্রতিষ্ঠানের রাজস্ব বাদ দিলে দেশের অর্থনীতি অচল প্রায়???

সোনাপুর ডিগ্রী কলেজের সামনে থেকে শুভ সকাল সবাইকে 💚
16/08/2025

সোনাপুর ডিগ্রী কলেজের সামনে থেকে শুভ সকাল সবাইকে 💚

Wish you all the best BD Mithu for your 50k followers & your good work 💚🥰
15/08/2025

Wish you all the best BD Mithu for your 50k followers & your good work 💚🥰

পায়রা ছাড়া যারা তেলই নিতে চান না তারা কই?মোবাইল কোর্ট ১৫০০০০ টাকা জরিমানা করেছে দত্তবাড়ীর পায়রা ফিলিং ষ্টেশনকে তেল চুরি ...
15/08/2025

পায়রা ছাড়া যারা তেলই নিতে চান না তারা কই?
মোবাইল কোর্ট ১৫০০০০ টাকা জরিমানা করেছে দত্তবাড়ীর পায়রা ফিলিং ষ্টেশনকে তেল চুরি বা পরিমানে কম দেওয়ার কারনে 😭
কাকে আর বিশ্বাস করবো?

যতদিন যাচ্ছে আমাদের মনুষ্যত্ব আর বিবেক হারিয়ে যাচ্ছে 😭সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামের আল আমিন জামে মসজিদে...
15/08/2025

যতদিন যাচ্ছে আমাদের মনুষ্যত্ব আর বিবেক হারিয়ে যাচ্ছে 😭
সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামের আল আমিন জামে মসজিদে কমিটি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত অনেক সাধারণ মুসুল্লি 😭

From MD Abdul Bari

🤲🥰
15/08/2025

🤲🥰

Happy Friday 💚🥰
15/08/2025

Happy Friday 💚🥰

সোয়াজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশির মৃ ত্যু সোয়াজিল্যান্ড প্রবীণ বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আইনুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে ...
14/08/2025

সোয়াজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশির মৃ ত্যু

সোয়াজিল্যান্ড প্রবীণ বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আইনুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে সোয়াজিল্যান্ড রাজধানী বাবান ক্লিনিকে ভর্তি হন।
সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থা আজ সকালে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি..... রাজিউন।

আজ বিকাল ৪টায় জানাযা স্থানীয় বাবান কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি দীর্ঘ দিন এই অঞ্চলে চাকুরী ব্যবসা বানিজ্য করে আসছিলেন। তার দেশের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানার সোনাপুর গ্রামে।

শাপলা টিভি থেকে কপি পোস্ট পাঠিয়েছেন সাউথ আফ্রিকা থেকে

বোবা টি মোমো কবে খেয়েছেন?
14/08/2025

বোবা টি মোমো কবে খেয়েছেন?

14/08/2025

চৌমুহনীর পুর্বে সুরের পোলের পাশে জায়গা খুজছেন?
তাহলে ভিডিওটি আপনার জন্য 🙏

#বেগমগঞ্জ #সুরেরপোল #দুর্গাপুর #জেনুইনকমিনিউটিসেন্টার

পৌর বাড নার্সিং স্কুল,সোনাপুর 💚
14/08/2025

পৌর বাড নার্সিং স্কুল,সোনাপুর 💚

আনহা বিনতে রাসেল কিউট মামনি 💚🥰
14/08/2025

আনহা বিনতে রাসেল কিউট মামনি 💚🥰

Good Morning 💚
14/08/2025

Good Morning 💚

Address


Alerts

Be the first to know and let us send you an email when Noakhali City-The Royal city of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noakhali City-The Royal city of Bangladesh:

  • Want your business to be the top-listed Media Company?

Share