আশু-Ashu

আশু-Ashu রঙিন হও,
তবে রঙ বদলিও না....!

নার্সিসিষ্ট পার্সোনালিটি কি? এমন কাউকে ভালোবাসেন যে মানুষটা একদিন আপনাকে ভালোবাসেন আর চারদিন আপনাকে মানসিক কষ্ট দিয়ে থাক...
17/06/2025

নার্সিসিষ্ট পার্সোনালিটি কি?

এমন কাউকে ভালোবাসেন যে মানুষটা একদিন আপনাকে ভালোবাসেন আর চারদিন আপনাকে মানসিক কষ্ট দিয়ে থাকেন । এই লোক গুলোকে নার্সিসিষ্ট পার্সোনালিটির লোক বলতে পারেন ।কারন এরা ভয়ংকর ভাবে আপনাকে তার মাইন্ড গেইমের কন্টেইন্ট বানিয়ে নিজের মনের সেটিসফেকশন নিবে।

নার্সিসিষ্ট লোক জনের বৈশিষ্ট‍্য লোকজনের সামনেঃ প্রথম দেখায় বুঝতে পারবেন ভয়ংকর চার্মিং টাইপ । গুছিয়ে কথা বলে ।সে আপনাকে তার কথায় মোহিত করতে পারবে । স্মার্ট , আপনার কথা বুঝতে সক্ষম । আলাদা আলাদা বিচার করলে বুঝতে পারবেন সে , বুদ্ধিমত্তায় অসাধারন । কোন রকম এফোর্ট ছাড়াই সে সবার মন জয় করতে সক্ষম হয়ে থাকেন ।

নার্সিসিষ্ট ব‍্যাক্তিত্ব প্রাইভেট ভাবেঃ সে হলো ভয়ংকর এক ম‍্যানুপূলেটর । আপনার ভাবনা গুলোকে সে পরিবর্তন করে নিজের ভাবনা প্রতিষ্ঠিত করবে।যখন আপনি তার সত্যিকার রং দেখতে পারবেন তখন দেখবেন সে সম্পূর্ন অন‍্য মানুষ । যার কথার সাথে তার কাজে মিল নেই ।সে হার্টলেস এবং নিষ্ঠুর হয়ে থাকে নিজের স্বার্থ ও মতামতের ক্ষেত্রে । তার নিজের ইচ্ছা প্রতিষ্ঠা করতে কেবল তার চার্ম ব‍্যবহার করবে। এবং যা কিছুই ঘটুক না কেন , সে নিজের স্বার্থটা বুঝবে । আপনার কাকুতি ,মিনতি ,কান্না বোঝার তার সময় থাকবে না।সে ভিতরে ভিতরে রিগ্রেটহীন ভয়ংকর মনষ্টার ।

বড় বড় মনোবিদদের মতে ,একজন নার্সিসিষ্টকে যদি তুমি এ‍্যানালাইসিস করতে যাও , প্রথমে তুমি দেখবে তার ডুয়েল পার্সোনালিটি । একেবারে কোন ফেমাস লেখকের তৈরী করা চরিত্রের মতন । তার দুইটি জীবন উপভোগ করে । তার মুড ও প্রয়োজন অনুযায়ী সে তার পার্সোনালীটি মানুষের সামনে লজ্জাহীন ভাবে দেখিয়ে থাকে ।সে তার প্রাইভেট জীবন ও লোকদের দেখানো জীবন সম্পূর্ন আলাদা রাখে।

লোকজনের সামনে সে আবেগী , দয়ালু , মানবতার ফেরী ওয়ালা ,পরোপকারী , সাহায‍্যকারী , ভয়ংকর সৎ ও ভালো মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করে।
আর দরজার ভিতরে সে একজন মনষ্টার । তার তীব্র খারাপ দিক সে তার প্রিয় কোন মানুষকে দেখিয়ে থাকে যে বা যারা তার ক্লোজ থাকে । সে তার হাফ ও খারাপ দিকটা সেইফ রাখে তার জন‍্য যাকে সে মানসিক ভাবে নিজের খেলনা ভাবে।

নার্সিসিষ্টদের প্রিয় মাইন্ড গেইমের স্বীকার যারা হইছেন তাদের বলবো, কখনো এতটাই বোকা হবেন না তাদের পাবলিকের সামনে পার্সোনালি দেখে । যখন তার ক্লোজ হবেন তার কথার কিংবা তার ইচ্ছার বিরুদ্ধে দাড়ালেই বুঝতে পারবেন তার আসল রুপটা কি ? সে আপনাকে প্রয়োজনে ব‍্যবহার করবে ।ভালোবাসা কিংবা প্রেমের নাম দিয়ে ভয়ংকর মাইন্ড গেইম খেলবে । আপনাকে তার ইচ্ছা মতন ব‍্যবহার করবে । আপনার ইচ্ছায় কিছুই হবে না। মনে চাইলে আপনাকে যখন তখন তার জীবন থেকে বিদায় করে দিবে যদি তার পাবলিক ইমেজের কোন ক্ষতি হয় ।

মনোবিদদের মতে নার্সিসিষ্টরা নিজের প্রতি অবসেস থাকে , তারা মনে করে তারাই রাইট দুনিয়ার সব লোকজনের চিন্তা ভুল ।আর ক্লোজ কেউ হলে তাকে ও তার মুড অনযায়ী ট্রিট করবে । তারা কখনোই পরিবর্তন হয় না।

~মাসুমা ইসলাম নদী -

19/05/2025

সময় কেটেছে, তোমারি পথ চেয়ে 🥀🖤

14/05/2025

❤️

10/05/2025

❤️❤️

07/05/2025

Must beautiful word ❤️

Remember the name of "BGB"❤️🇧🇩আহ এ যেন চোখের শান্তি, ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবির পায়ে ধরে ক্ষমা চাইতেছে.!
29/04/2025

Remember the name of "BGB"❤️🇧🇩
আহ এ যেন চোখের শান্তি,
ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবির পায়ে ধরে ক্ষমা চাইতেছে.!

31/03/2025

আমি মনে করি জীবনের সব চেয়ে কঠিন সিদ্ধান্ত হলো জীবনসঙ্গী নির্বাচন করা!

আমিন, ইয়া রব  🤲🏻🥺
19/03/2025

আমিন, ইয়া রব 🤲🏻🥺

15/01/2025

- ভালোবাসি।
- হাসলে যে?
- তুমি তো শুধু ভালোবাসো, তোমাকে তো আর আমার করে দিবে না!
- ভালোবাসলেই তো একে অপরের হয়?
- না হয় না।
- মানুষ যখন তখন অস্বীকার করে, তাহলে?
- তুমি আমায় ভালোবাসলে জাগা জমির মত দলিল করে দাও—যাতে কখনো তুমি অস্বীকার করতে না পারো!❤️‍🩹

Address

Maijdee Court
Maijdee Court
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when আশু-Ashu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category